নেত্রকোণা প্রতিনিধি:
হেফাজতে ইসলাম বাংলাদেশ নেত্রকোণা জেলা শাখার কমিটি পুনর্গঠন করা হয়েছে। ২৭ আগস্ট দুপুরে জামিয়া মিফতাহুল উলুম মাদরাসায় জেলার অন্তর্গত বিভিন্ন উপজেলার প্রতিনিধিদের উপস্থিতিতে শূরা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। জামিয়া মিফতাহুল উলুমের মুহতামিম মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে ও জামিয়া হোসাইনিয়া মালনীর মুহতামিম
মাওলানা আব্দুল কাইয়ুমের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে পুর্বেকার কমিটি বিলুপ্ত ঘোষণা
করে নতুন করে ৫৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি বা অন্তর্বর্তীকালীন শুরা কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী ৩ মাসের মধ্যে প্রত্যেক উপজেলা কমিটি গঠন করে জেলার পূর্নাঙ্গ কমিটি গঠনের ব্যবস্থা করবেন।
বৈঠকে মাওলানা জিয়াউদ্দীন (দা.বা), সেহলার পীরছাহেব মাওলানা আহমদ হোসাইন (দা:বা) প্রমুখের সমন্বয়ে একটি উপদেষ্টা পর্ষদ গঠনের ও অনুমোদন দেয়া হয়। বৈঠকে বক্তব্য রাখেন
মুফতি তাহের কাসেমী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মফিজুর রহমান, মাওলানা দেওয়ান মাসুম ইযার চৌধুরী, মাওলানা ইউনুস, মাওলানা আব্দুল্লাহ, মুফতি আনোযার হোসাইন, মাওলানা আসয়াদুর রহমান আকন্দ, মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা নাজমুল হক, মাওলানা মাজহারুল ইসলাম,
মাওলানা হারুনুর রশীদ ফারুকী, মুফতি ইজাজুল হক, মাওলানা সায়েম খান,মাওলানা মাসুম আহমদ, মাওলানা মোফাজ্জল হোসাইন, মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা আনোয়ার হোসাইন প্রমুখ।
বৈঠকে বন্যাকবলিত এলাকায় ত্রাণতহবিলে দান করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। আগামী শুক্রবার পর্যন্ত সংগৃহীত ত্রাণ একত্রিত করে ত্রানসমন্বয়কদের মাধ্যমে যথাস্থানে বিতরণ করা হবে।
নেত্রকোণা জেলা হেফাজতের ঘোষিত
আহবায়ক কমিটি নিম্নরুপ:
আহবায়ক: মাওলানা আবুল কাশেম
যুগ্মআহবায়ক-মুফতি তাহের কাসেমী
যুগ্মআহবায়ক-মাওলানা মফিজুর রহমান
যুগ্মআহবায়ক-মাওলানা আব্দুল কাইয়ুম
যুগ্মআহবায়ক-হা: মাও: দেলোয়ার হোসাইন
সদস্য সচিব: হা: মাও: মাজহারুল ইসলাম
অর্থসচিব: মাওলানা আসয়াদুর রহমান আকন্দ
সম্মানিত সদস্যবৃন্দ:
মাওলানা সিরাজুল ইসলাম
মাওলানা তাবারকউল্লাহ
হা: মাওলানা আব্দুল্লাহ
মাওলানা ইউনুস
মাওলানা নাজমুল হাসান
মাওলানা হাবিবুর রহমান
মাওলানা শরিফুর উদ্দীন
মাওলানা আবু সায়েম খান
মাওলানা আব্দুল বারি
হাফেজ আবুল কাশেম
মাওলানা আব্দুল লতিফ
মুফতি জাকারিয়া সুতারপুরী
আলহাজ্ব আবুল বাশার হাদী
মাওলানা নাজমুল হক
মাওলানা নুরুজজামান
মাওলানা শাফায়ত উল্লাহ
মাওলানা আতাউর রহমান
মাওলানা মোফাজ্জল হোসাইন
মাওলানা আমিনুল হক সিদ্দিকী
মো: আবু হানিফা বাদল
মুফতি মামুনুর রশীদ
মাওলানা হাবিবুর রহমান
মাওলানা অলিউল্লাহ
মাওলানা মাহমুদুল হাসান
মাওলানা মাসুম আহমদ
মাওলানা রুহুল আমীন নগরী
হা: মাওলানা মোশাররফ হোসাইন খান
মাওলানা নূর মোহাম্মদ
মাওলানা অলিউল্লাহ কাসেমী
মাওলানা শরিফুজ্জামান জিহাদী
মাওলানা হারুনুর রশীদ ফারুকী
মাওলানা শফিকুর রহমান
মাওলানা দেওয়ান মাসুম ইয়ার চৌধুরী
মুফতি আনোয়ার হোসাইন
মাওলানা নজরুল ইসলাম
মাওলানা আজিজুর রহমান
মাওলানা গিয়াস উদ্দিন
মাওলানা জহিরুল ইসলাম
মাওলানা আনোয়ার হোসাইন
মাওলানা সাইফুল ইসলাম
মাওলানা আলী আহমদ
মাওলানা উসমান গনী
মাওলানা শফিকুল ইসলাম হামেদী
মাওলানা হিফজুর রহমান
মাওলানা নুরুল হক নোমানী
মাওলানা মোহাম্মাদুল্লাহ হামেদী
মুফতি ইরশাদুল্লাহ কাসেমী।