সিলেটশুক্রবার , ৩০ আগস্ট ২০২৪
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গুলিবিদ্ধ হাফেজ মোস্তাকিমের পাশে মোহনগঞ্জ উপজেলা জমিয়তের নেতৃবৃন্দ

Ruhul Amin
আগস্ট ৩০, ২০২৪ ৪:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

মোহনগঞ্জ প্রতিনিধি:

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হাফেজ মোস্তাকিমের
খোঁজখবর নিতে সাতুর তার বাড়ীতে যান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মোহনগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। আজ ২৯ আগস্ট বিকেলে গুরুতর আহত মোস্তাকিমের বাড়িতে গিয়ে সার্বিক খোঁজখবর নেন এবং সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম মোহনগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা ইয়াসিন আহমদ, সহসভাপতি মাওলানা রুহুল আমীন নগরী, সাধারণ সম্পাদক মাওলানা মাসুম আহমদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা আবুল হাসান ফয়সাল, যুব জমিয়তের সভাপতি মাওলানা তোফায়েল আহমদ হাবিবী, মাওলানা কামাল আল হাদী, মাওলানা আব্দুল মুক্তাদির প্রমুখ।

উল্লেখ্য যে,বৈষম্যবিরোধী আন্দোলনে সরকারের জারি করা কারফিউ চলাকালে গত ২০ জুলাই বিকেলে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাইরে বের হন হাফেজ মো. মোস্তাকিম (১৮)। গাজীপুরে কারফিউ ভেঙে হঠাৎ রাস্তায় নেমে আসেন আন্দোলনকারীরা। পুলিশও তখন আন্দোলনকারীদের লক্ষ্য করে নির্বিচার গুলি ছু্ঁড়তে থাকে। দৌড়ে পালানলোর সময় একটি গুলি এসে লাগে মোস্তাকিমের পায়ে। গুলিটি তার হাঁটুর এক পাশ দিয়ে লেগে অপর পাশ দিয়ে বের হয়ে যায়। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। উপস্থিত বন্ধুরা মোস্তাকিমকে উদ্ধার করে নিয়ে যায় পাশের একটি হাসপাতালে।

প্রাথমিক চিকিৎসা শেষে রাজধানীর পঙ্গু হাসপাতালে তাকে রেফার্ড করেন চিকিৎসক। দেশের পরিস্থিতি খারাপ থাকায় পায়ে ব্যান্ডেজ করে কোনোরকম চিকিৎসা দিয়েই পরদিন তাকে বিদায় দেওয়া হয়। গাজীপুরের বাসায় এক সপ্তাহ বিশ্রাম নেন মোস্তাকিম। চিকিৎসক জানিয়েছেন- গুলিতে মোস্তাকিমের পায়ের রগ ছিঁড়ে গেছে। ক্ষত শুকানোর পর অপারেশন করতে হবে। তারপর গ্রামের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সাতুর গ্রামে তাকে নিয়ে আসেন স্বজনরা।