ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীকেন্দ্রিক ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে পদ্ধতি যার মাধ্যমে স্বৈরতন্ত্রের উদ্ভব সে জায়গা যেন ভারসাম্য তৈরি করা হয় এমন একটি প্রস্তাব করা হয়েছে। সংবিধানে আল্লাহর ওপর অবিচল আস্থা ও বিশ্বাসের যে ধারাটি ছিল সেটি যেন পুনর্বহাল করা হয়। দুই বারের বেশি যেন কেউ এক সঙ্গে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে না পারেন, সেটারও সংবিধানে সংস্কার করার কথা বলেছি। এ ছাড়া হেফাজতে ইসলামের বিভিন্ন আন্দোলনে অনেক হতাহত ও নিখোঁজদের একটা প্রতিবেদন যেন আমাদের সামনে আনা হয়। সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এর নির্দেশদাতা ও অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছি।
মাওলানা মামুনুল হক বলেন, হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে বহু মামলা রয়েছে সেগুলো যেন নির্বাহী আদেশ ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে এক মাসের মাধ্যমে প্রত্যাহার করা হয়। এ ছাড়া দেশে আইন প্রণয়নের ক্ষেত্রে ইসলামবিরোধী যেনো কোনো আইন প্রণয়ন না করা হয় সে দাবিও করেছি আমরা। প্রধান উপদেষ্টা আমাদের বক্তব্য অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শুনেছেন। তিনি ধন্যবাদ জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতার আহ্বান জানিয়েছেন। আমরা তার আহ্বানে সাড়া দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছি। সে সঙ্গে যৌক্তিক সময় নিয়ে সংস্কার করে অযথা কালবিলম্ব না করে নির্বাচনের আয়োজন করার কথা বলেছি আমরা। প্রধান উপদেষ্টাও এ কথার সঙ্গে একমত পোষণ করেছেন। প্রয়োজনীয় সংস্কারের পর তারাও নির্বাচনে চলে যেতে আগ্রহী।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি: আলোচনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতৃৃত্ব দেন কর্নেল (অব.) অলি আহমেদ। প্রতিনিধিদলে ছিলেন ড. রেদোয়ান আহমেদ, নেয়ামূল বশির, নুরুল আলম তালুকদার এবং আওরঙ্গজেব বেলাল। সভায় ৮৩ প্রস্তাব দিয়েছে এলডিপি। অলি আহমেদ বলেন, জামায়াতের যদি ছোট ছোট তুচ্ছ কারণে নিবন্ধন বাতিল করা যায় তাহলে আমাদের হাজার ছাত্রদের হত্যা ও ১৫ বছর অসংখ্য গুমের জন্য তাদেরটা (আওয়ামী লীগ) কেন বাতিল হবে না। না হলে আগামীতেও স্বৈরাচার তৈরি হবে। পর্যায়ক্রমে নির্বাচনের জন্য একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করার কথা বলেছি। এটা হলে দলগুলো প্রস্তুত হতে পারবে। যত তাড়াতাড়ি সম্ভব এটা সবার জন্য ভালো। সংস্কার সম্পূর্ণ করেই এই নির্বাচন হতে হবে। পাঠ্যপুস্তকগুলোয় ধর্মবিরোধী কথা বাদ দিতে হবে। আর আমরা প্রধান উপদেষ্টার কাছে ৮৩ প্রস্তাব রেখেছি। যেগুলো প্রয়োজন এগুলো গ্রহণ করবেন। আমাদের মূল লক্ষ্য পরিচ্ছন্ন বাংলাদেশ। এখনো কোর্ট কাচারিতে ন্যায়বিচার মিলছে না। এখনো বাংলাদেশ চাঁদাবাজমুক্ত হয় নাই। আমরা বলেছি যে, ইসলাম ধর্ম মানে না তাকে ছাড় দেবার কোনো কারণ নাই।
ওদিকে ১২ দলীয় জোটের সঙ্গে মতবিনিময় সভায় তারা জোটের পক্ষে প্রধান উপদেষ্টার কাছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং সংস্কার শেষে স্বল্পতম ও যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণাসহ ১২ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে ১২ দলীয় জোটের নেতারা আলোচনায় অংশ নেন। এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে জাতীয়তাবাদী সমমনা জোট আলোচনায় অংশ নেয়।
জাতীয় পার্টি: সভা শেষে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, সবারই কমবেশি ভুল-ত্রুটি আছে। আমাদের অনেক ভুল ত্রুটি আছে বলে নির্বাচনে যাওয়ার। তখনকার প্রেক্ষাপটে নির্বাচন করেছি। এই কাজগুলো এখন এই সরকার করতে পারবে। বিচার বিভাগ নিরপেক্ষকরণের কাজ করতে হবে। তিনি বলেন, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতার সামঞ্জস্য, একই ব্যক্তি যাতে প্রধানমন্ত্রী ও দলের নেতা না হয় এগুলো বলেছি। এ ছাড়া সংস্কারে যতটুকু সময় লাগে ততটুকু সময় দেয়া হবে বলে জানিয়েছি। সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের, কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য মনিরুল ইসলাম মিলন ও মাসরুর মওলা উপস্থিত ছিলেন।
জমিযতে উলামায়ে ইসলাম:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদীস মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বে প্রতিনিধি দল ১১ দফা প্রস্তাব দেন প্রধান উপদেষ্টাবরাবর। সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফি,যুগ্মমহাসচিব মুফতি মুনীর হোসাইন কাসেমী প্রমুখ।
মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী বলেন,
ছাত্রজনতার সফল গণঅভ্যুত্থানে দীর্ঘদিন ধরে চেপে থাকা স্বৈরাচার সরকারের পতনের পর দেশ ও জাতির এক চরম সংকটকালীন সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে মোবারকবাদ জানিয়ে বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একটি শতবর্ষী ঐতিহাসিক রাজনৈতিক দল। ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে এই দল নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও এই দল স্বাধীনতাকামী জনগণের পাশে ছিল।
১.সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি, সহায়-সম্পত্তি ও উপাসনালয়সমূহের নিরাপত্তা জোরদার করে দেশকে অস্থিতিশীল করার যে কোন অপচেষ্টা রুখে দেওয়া।
২.বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহিদের পরিবারকে সরকারীভাবে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা।
৩.দেশের সকল গার্মেন্টস, শিল্প, কলকারখানা ও ব্যবসা বানিজ্যের চাকা সচল রাখা।
৪.২০০৯ সালে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড, ২০১৩ সালে শাপলা চত্বরের গণহত্যা,২০২১ সালে আলেম-উলামা ও ছাত্রজনতা হত্যা এবং ২০২৪ সালের গণহত্যার বিচার নিশ্চিত করা।
৫.বিগত খুনি সরকারের আমলে যত গুম ও খুন হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করা।
৬. ২০১৩ ও ২০২১ সালসহ আওয়ামিলীগের শাসনামলে আলেমদের নামে যে সকল মিথ্যা মামলা করা হয়েছে সেগুলো অনতিবিলম্বে প্রত্যাহার করা।
৭. নির্বাচন কমিশন পুনর্গঠন করা এবং জাতীয় নির্বাচনের একটা রোডম্যাপ প্রকাশ করা
৮. স্বাধীন বিচাব ব্যবস্থা নিশ্চিত করা।
৯. গণহত্যার দায়ে শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী সহ প্রসাশনের সকল দায়ী ব্যক্তিদেরকে বিচারের আওতায় আনা।
১০. আওয়ামিলীগ শাসনামলে আমলে লুটপাটকারী মন্ত্রী, এমপি, আমলা ও দলীয় নেতাদের দূর্নীতির ফিরিস্তি জনসম্মুখে প্রকাশ করা।
গণফোরাম:
দলটির ৮ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সভা করেন প্রধান উপদেষ্টা। দলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন। সভা শেষে গণফোরাম নেতা ডা. মো. মিজানুর রহমান বলেন, আমরা কয়েকটি দাবি রেখেছি। এরমধ্যে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের মাঝে ক্ষমতার ভারসাম্য আনা দরকার। সকল ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে যাতে না থাকে, সে বিষয়ে প্রস্তাব রাখা হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন কীভাবে সংবিধান সংশোধন করা যেতে পারে। আমরা সময় নিয়েছি। বলেছি, কংক্রিট একটা সংস্কারপন্থা উত্থাপন করা হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ: বর্তমান সংবিধান বাতিল করে একটি সাংবিধানিক কমিশন গঠন করে নতুন ‘সংবিধানের’ খসড়া তৈরি এবং জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করাসহ ১৩ দফা প্রস্তাবনা দিয়েছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল এই সভায় অংশ নেন। সভা শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, আওয়ামী লীগের দ্বারা যেসব সম্পদ পাচার হয়েছে তা ফিরিয়ে আনা সম্ভব না হয়, তবে দেশে থাকা সম্পদ বাজেয়াপ্ত করা হোক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি শেখ হাসিনার মতো হয় তাহলে দুইবার না, একবারও চাই না।
বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ): সভায় অন্তর্বর্তী সরকারের কাছে ৮ দফা প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ জাসদ। সেগুলো হলো- বিদ্যমান সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যাতে আবার নতুন কোনো স্বৈরাচার চেপে না বসে, দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ কায়েম, উচ্চ কক্ষের স্পিকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে পারে, দেশকে ৫/৬টি প্রদেশের বিভক্ত করে ফেডারেল কাঠামোতে শাসনব্যবস্থা বিন্যস্ত করা, নির্বাচনের ক্ষেত্রে বর্তমান পদ্ধতির পাশাপাশি রাজনৈতিক দলসমূহের প্রাপ্ত ভোট অনুযায়ী সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করা, লুটপাট ও সম্পদ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট ও দায়ীদের বিচার করা এবং লুণ্ঠিত টাকা উদ্ধার ও জাতীয় রাজনীতিতে অবাঞ্ছিত ঘোষণা করা, পুলিশ পুনর্গঠন, স্বাধীন বিচারব্যবস্থা, কালাকানুন বাতিল করা, বৈষ্যমূলক রাজনৈতিক দলবিধি বাতিল, শিক্ষা কমিশন ও স্বাস্থ্য কমিশন গঠন। জাসদের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সভাপতি শরীফ নুরুল আম্বিয়া।
খেলাফত মজলিস:
খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদ ও মহাসচিব প্রফেসর ড. আহমদ আব্দুল কাদের এর নেতৃত্বে খেলাফত মজলিসের প্রতিনিধিদের প্রধান উপদেষ্টার সাথে আজকে বৈঠক অনুষ্ঠিত হয়।