সিলেটমঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০২৪
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বায়তুল মোকাররমের সার্বিক ব্যবস্থাপনায় অসন্তুষ্ট ধর্ম উপদেষ্টা

Ruhul Amin
সেপ্টেম্বর ৩, ২০২৪ ৭:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

আকস্মিক পরিদর্শনে গিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের শৌচাগার, অজুখানা, পার্কিং ও সার্বিক ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ সোমবার বিকেলে আকস্মিকভাবে তিনি এ পরিদর্শনে যান।
ধর্ম উপদেষ্টা মসজিদের অজুখানা, ওয়াশরুম, প্রস্রাবখানা, মসজিদের পার্কিংসহ সবদিক ঘুরে দেখেন। এসময় তিনি মসজিদের সিঁড়িতে যত্রতত্র ঘুমন্ত অবস্থায়ও বেশ কিছু মানুষকে দেখতে পান। উপদেষ্টা মসজিদে উপস্থিত মুসল্লিদের সঙ্গেও কথা বলেন। তিনি মসজিদের শৌচাগার, অজুখানা, পার্কিং ও সার্বিক ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেন। উপদেষ্টা বায়তুল মোকাররম মসজিদ কমপ্লেক্সে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শন করেন। তিনি এ লাইব্রেরিটি পর্যায়ক্রমে ডিজিটালাইজড করার কথা জানান। এছাড়া লাইব্রেরির বই নির্বাচন ও ক্রয় প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহি করার জন্যও উপদেষ্টা লাইব্রেরি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
জাতীয় মসজিদের শৌচাগার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য উপদেষ্টা ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ও মার্কেট বিভাগের পরিচালককে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি মসজিদের দোকান ভাড়া থেকে পাওয়া অর্থ থেকে আপাতত মসজিদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। পরিদর্শন শেষে উপদেষ্টা সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় ধর্ম উপদেষ্টা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইবাদতের অনুকূল পরিবেশ তৈরির প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরিকে জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার প্রতিশ্রতি দেন। ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের স্থায়ীভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য এরই মধ্যে ২২ কোটি টাকার একটি টেন্ডার আহবান করা হয়েছে। দ্রত সময়ের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ করে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হবে। এদিকে, ইফার একটি সূত্র জানায়, আজ সোমবার হাসিনার প্রেতাত্মা সাবেক মন্ত্রী মোক্তাদির চৌধুরীর নিকট আত্মীয় বঙ্গবন্ধু পরিষদের নেতা ইফার কর্মকর্তার ইশারায় ১৫/২০ জন আওয়ামী সন্ত্রাসী বেলা আড়াইটার দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের তৃতীয় তলায় কর্মরত মো. আবুল কাশেমকে টেনে হেঁচড়ে লাঞ্ছিত করে অপহরণ করার উদ্দেশ্যে কিল-ঘুষি মারতে মারতে রাস্তায় নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা নাম প্রকাশ না করার শর্তে এ-তথ্য জানান। এসময়ে ইফা জাতীয় শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীরা ছুটে গিয়ে রাস্তা থেকে সহকারী পরিচালক আবুল কাশেমকে উদ্ধার করে আনেন। জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমর্থনকারী সহকারী পরিচালক আবুল কাশেসম রোববার বায়তুল মোকাররমে আওয়ামী ঘরনার কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতির সিলেকশন কমিটির তড়িঘড়ি সভা পÐ হবার সময় প্রতিবাদ সভায় উপস্থিত থাকার জের হিসেবে তাকে অপহরণের চেষ্টা করা হয় বলে জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি এম এ বারি জানান। বায়তুল মোকাররম পরিদর্শন-কালে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা অবহিত হলে ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রæত থানায় জিডি করার নির্দেশ দেন।