বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার পূর্ণাঙ্গ (আংশিক) কমিটির অনুমোদন লাভ করেছে। সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রদল নেতা হুমায়ুন কবির শাহীনকে সভাপতি, সোলেমান আহমদ সিদ্দিকীকে সাধারণ সম্পাদক ও মোঃ রায়হান আহমদকে সাংগঠনিক সম্পাদক করে সিলেট মহানগর কৃষকদলের পূর্ণাঙ্গ (আংশিক) কমিটি গঠিত হয়েছে।
১২ সেপ্টেম্বর-২০২৪ ইং তারিখে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদ এর সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে সিলেট মহানগর কৃষকদলের পূর্ণাঙ্গ (আংশিক) কমিটিকে অনুমোদন দেয়া হয়েছে।
সিলেট জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক (দপ্তর) এম জহুরুল ইসলাম মখর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।