সিলেট রিপোর্ট:
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা মাওলানা ড.
আবুল ফয়েজ মুহাম্মদ খালিদ হোসেনের সাথে আজ
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে দশটায় খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি সিলেটের নেতৃবৃন্দ সাক্ষাত করেন।
ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল মওকুফ করা এবং পবিত্র হজ্ব ও উমরার খরচ কমিয়ে আনতে যথাযথ উদ্যোগ ও কার্যকর পদক্ষেপ সহ ১০ টি বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন-
১-শায়খুল হাদীস মাওলানা শফিকুল সুরইঘাটী, সাবেক মুহাদ্দিস মালিবাগ মাদ্রাসা ঢাকা, সভাপতি খতমে নবুওত সংরক্ষণ কমিটি সিলেট।
২৷ হাফিজ মাওলানা সৈয়দ ছালিম কাসেমী – সাধারণ সম্পাদক খতমে নবুওত সংরক্ষণ কমিটি সিলেট।
৩৷ মাওলানা জামাল উদ্দীন, মুহাদ্দিস ও মুফতী।
৪৷ মাওলানা শিব্বির আহমদ বিশ্বণাথী, মুহতামিম জামেয়া মাদানিয়া বিশ্বনাথ।
৫৷ মাওলানা ইছমতুল্লাহ সিদ্দিকী, প্রতিষ্ঠাতা দারুল হুদা মাদ্রাসা।
৬৷ মাওলানা নুরুল হক, মুহতামিম জামেয়া মোহাম্মদিয়া বিশ্বনাথ।
৭৷ মাওলানা রশিদ আহমদ বিশ্বণাথী।
৮৷ মাওলানা ওয়ারিছুদ্দিন, অধ্যক্ষ দারুল উলুম ইসলাহুল বানাত ফাজিল মাদ্রাসা, বুরুঙ্গা৷
৯৷৷হাজ্বী ফজলুর রহমান,শুরা সদস্য বিশ্বনাথ মাদ্রাসা।
১০৷৷মাওলানা রেজাউল কারীম, মুহাদ্দিস ও লেখক।
১১৷ মাওলানা রুহুল আমীন নগরী, সম্পাদক- সিলেট রিপোর্ট৷
১২৷ হাফিজ মাওলানা শাহিদ হাতিমী, সাংবাদিক ও লেখক৷