সিলেটসোমবার , ১ এপ্রিল ২০২৪
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জুলকার নাঈম প্রধানের বাড়িতে হামলা, থানায় অভিযোগ

Ruhul Amin
এপ্রিল ১, ২০২৪ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!


ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরে সমকামিতার অভিযোগে জুলকার নাঈম প্রধানের ফাঁসির দাবি উঠায় নিজের পরিবারের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়রীর পর এবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নাঈম প্রধানের পিতা ফরিজাল প্রধান। (১ এপ্রিল) ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার তাজপুর ইউনিয়নের জাহাপুর ইসলামপুর গ্রামের মো: ফরিজাল প্রধানের ছেলে মো: জুলকার নাঈম প্রধান সমকামিতায় আসক্ত হওয়ায় স্থানীয় কয়েকজ ব্যক্তি এই সমকামিতার বিরোধিতা করে একাধিকবার তার পরিবারের উপর হামলা চালায়। সোমবার ১ এপ্রিল সকাল ১০টার দিকে তাদের বাড়িতে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে তাদের হামলায় জুলকার নাঈম প্রধানের পিতা ফরিজাল প্রধান (৪৯)বড় চাচা রাজা মিয়া প্রধান (৫৯), চাচাত ভাই ফরহাদ প্রধান (১৯)সহ বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
এর আগে গত বছরের ২৭ অক্টোবর ও চলতি বছরের ১৬ ফেব্রুয়ারী পৃথক হামলা চালিয়ে তাদের পরিবারে কয়েকজন সদস্যকে আহত করার পর নিজেদের নিরাপত্তা চেয়ে ওসমানীনগর থানায় সাধারণ ডায়রী করেন ফরিজাল প্রধান। থানা পুলিশের আশ্রয় নেয়ায় হামলাকরীরা আরো ব্যাপরোয়া হয়ে জুলকার নাঈম প্রধানকে খোঁজতে প্রতিনিয়ত তাদের বাড়িতে যাচ্ছে। তাদের পরিবারের সদস্যদের উপর নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগে করেছেন বাদি ফরিজাল প্রধান।
এদিকে, হামলায় আহত হয়ে ও ছেলের এসব কর্মকান্ডে মানসিকভাবে ভেঙে পড়েছে পিতা ফরিজাল। তাকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য হাসপালে ভর্তি করা হয়েছে।
লিখিত অভিযোগ পাওয়ার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানায় পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, ফরিজাল প্রধানের ছেলে মো:জুলকার নাঈম প্রধানের সমকামিতায় স্থানীয় মুসলিম সমাজ তাকে মেনে নিতে পাড়ছে না। সে পালিয়ে যুক্তরাজ্য অবস্থান করে বিভিন্ন সময় সমকামিতার ভিডিও অনলাইনে আপলোড করলে স্থানীয়রা বিষয়টি তার পরিবারকে জানালেও থেমে নেই জুলকার নাঈম প্রধান। তার এসব কর্মকান্ডে তার পরিবারের সদস্যদের এলাকা ছাড়া করতে একটি গুষ্ঠী কাজ করছে বলে অভিযোগ পিতা ফরিজাল প্রধানের।
এই বিষয়ে মাওলানা মোঃ জামিল আহমদ, মাওলানা আব্দুল আল হাদি, মাওলানা শাকিল আহমদ জানান, মো: জুলকার নাঈম প্রধানের কর্মকান্ডে আমরা অতিষ্ট। সে যুক্তরাজ্য থেকেও অনলাইনের মাধ্যমে এলাকার যুবকদের বিপদগামী করছে। এসব বিষয়ে তার পরিবার কোন ব্যবস্থা গ্রহণ না করে উল্টো আমাদের উপর মামলা দিচ্ছে। সরকারের মাধ্যমে তাকে দেশে এনে তার জুলকার নাঈম প্রধানের ফাঁসির দাবি জানাচ্ছি।