সিলেটশুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাঃ’র বার্ষিক ওয়াজ শনিবার

Ruhul Amin
নভেম্বর ১৫, ২০২৪ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধিন টুকেরবাজার তেমুখীর সাহেবেরগাঁওস্থ হযরত মাওলানা কুদরত উল্লাহ রহ. এর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাঃ এর ২৯তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ১৬ নভেম্বর শনিবার সাহেবেরগাঁও জামে মসজিদ মাঠে দুপুর ১২টা শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত এবং বাদ ফজর থেকে সকাল ৮ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
গণেশপুর মাদরাসার মুহতামিম শায়খ মাওলানা আব্দুল হান্নান গণেশপুরী, ফতেহপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল শায়খ মাওলানা শামসুদ্দোহা, জামেয়ার দরগাহ’র শিক্ষা সচিব মুফতি আতাউল হক জালালাবাদী, জামেয়া কাজিরবাজারের মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, ফতেহপুর কামিল মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা নুরুদ্দিন, অত্র জামেয়া সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন এর পৃথক পৃথক সভাপতিত্বে ইসলামী মহাসম্মেলন আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে বয়ান পেশ করেন
ধনকান্দি মাদরাসা সিলেটের মুহতামিম মাওলানা মুশতাক আহমদ খান, মাওলানা তাফাজ্জুল হক আজিজ- ঢাকা, মুফতি আলী হাসান উসামা- ঢাকা, মাওলানা আনিসুর রহমান আশরাফী কুমিল্লা, দারুল হুদা সিলেটের মুহাদ্দিস হাফিজ মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান বোখারী- ঢাকা, ক্বারী মাওলানা আবুল কালাম আজাদ- ঢাকা, মাওলানা আব্দুল মুমিন- ছাতকী প্রমুখ। এছাড়াও স্থানীয় উলামা-মাশায়েখগণ বয়ান পেশ করবেন।
ইসলামী সম্মেলনকে সফল ও সার্থক করতে সর্বস্তরের মুসল্লিদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন জামেয়া পরিচালনা কমিটির পক্ষে জামেয়ার মুহতামিম (ভারপ্রাপ্ত) হাফিজ আশিকুর রহমান।