সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উত্তর আলমপুর গ্রামে (লম্বাহাটি) প্রায় ২০০ বছরের পুরাতন রেকর্ডিও ইজমালী রাস্তা বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষ পেশীশক্তিতে শক্তিশালী হওয়ায় ৩৫/৪০টি পরিবার পূর্ব পুরুষ হতে হাটা চলা একমাত্র ৬০০ ফুট দৈর্ঘ্য ১২ ফুট প্রস্থ ইজমালী রাস্তার ওপর বাথরুমের ট্যাকি নির্মাণ করে রাস্তা বন্ধ করার পায়তারা করছে।
এ ব্যপারে গোলাপগঞ্জ উপজেলার উত্তর আলমপুর (লম্বাপাটি) গ্রামের মৃত ফরমুজ আলী ছেলে মছকন আলী বাদী হয়ে ১। মিনহাজ উদ্দিন, ২। রিমন আহমদ, উভয় পিতাঃ মানিক মিয়া, ৩। জয়নাল আহমদ, ৪। মানিক মিয়া, উভয় পিতাঃ মৃত আইয়ূব আলী, ৫। বাবু আহমদ, পিতাঃ জয়নাল আহমদ, ৬। লেচু মিয়া, পিতাঃ মৃত চুনু মিয়া, সর্ব সাং- উত্তর আলমপুর, থানাঃ গোলাপগঞ্জ, জেলাঃ সিলেট সহ অজ্ঞাতনামা ৭/৮ জনলোক বিবাদী করে ইজমালী রাস্তা উদ্ধার করার জন্য সিলেটের পুলিশ সুপার বরাবারে গতকাল ২৭ নভেম্বর বুধবার অভিযোগ দায়ের করেছেন। জিডি নং- ৩৫।
অভিযোগ সূত্রে জানা যায়, লম্বাহাটি গ্রামে প্রায় ২০০ বছরের পুরাতন একমাত্র ৬০০ ফুট দৈর্ঘ্য ১২ ফুট প্রস্থ রেকর্ডিও ইজমালী রাস্তা রয়েছে। উক্ত ইজমালী রাস্তা বাদী মছকন আলী সহ আরও ৩৫/৪০টি পরিবার পূর্ব পুরুষ হতে হাটা চলা করে ব্যবহার করে আসছে। গত ২৬/১১/২০২৪ ইং তারিখ আনুমানিক সকাল ১০ টার সময় সমূহ বিবাদীগণ সহ অজ্ঞাতনামা ৭/৮ জনলোক পেশী শক্তির বলে জোরপূর্বক উক্ত ইজমালী রাস্তায় অবৈধ ভাবে বাথরুমের ট্যাকি স্থাপনা করতে থাকে।
রাস্তায় গর্ত করে ট্যাকি স্থাপন করতে দেখে বাদী সহ গ্রামবাসী বাঁধা নিষেধ করলে বিবাদীগণ সহ অজ্ঞাতনামা ৭/৮ জনলোক কোনো সদুত্তর না দিয়ে ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এক পর্যায়ে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র দা, রামদা, জিআই পাইপ, লোহার রড, সাবল, লিবার দিয়ে বাদীকে প্রাণে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসে। তারা কোনো মতে নিজেদের প্রাণ রক্ষা করেন। সেই সময় বিবাদীগণ বাদী সহ গ্রামবাসীকে হুমকি দেয় যে, তাদের কাজে যে, কেহ বাঁধা নিষেধ করবে তাকে লাশ হয়ে বাড়ি ফিরতে হবে। কাজে বাধা প্রদানকারীকে খুন করে লাশ গুম করার ভয়ভীতি প্রদর্শন করে।
বিবাদীগণের এহেন সন্ত্রাসী কার্যকলাপে বর্তমানে বাদী খুবই নিরাপত্তাহীনতায় আছেন। বাদীর ও পরিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থে এবং বাড়ি থেকে বের হওয়ার একমাত্র ইজমালী রাস্তা উদ্ধারের লক্ষ্যে বাদী মছকন আলী অভিযোগ দায়ের করেছেন।