সিলেটবৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

প্রয়োজনীয় সকল সংস্কার সম্পন্ন করে নির্বাচন দিন : আফছর উদ্দিন

Ruhul Amin
নভেম্বর ২৮, ২০২৪ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক কাজির বাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক আফছর উদ্দিন বলেছেন, প্রয়োজনীয় সকল সংস্কার সম্পন্ন করে নির্বাচন দিন। এই সংস্কার সম্পন্ন করতে যে সময়ের প্রয়োজন, সেই সময় এই ঐতিহাসিক ছাত্র-জনতার সরকারকে আমরা দিতে চাই। তাড়াহুড়ো করে অগোছালো অবস্থায় যেনো নির্বাচন অনুষ্ঠিত না হয়, তাহলে আবারও দেশ ফ্যাসিবাদের দিকে ধাবিত হওয়ার আশংকা রয়েছে। তিনি ইউনিয়ন থেকে রাষ্ট্রপতি, সংসদ ও প্রশাসন ব্যবস্থাসহ সকল জায়গায় সংস্করের দাবি জানান। তিনি আরো বলেন- আমাদের পক্ষ থেকে সরকারকে সহযোগিতা করে যাবো। ছাত্র-জনতার এই সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় কাজিরবাজারস্থ হোটেল হিলটাউন সংলগ্ন মাঠে বিপুল সংখ্যক ছাত্র-জনতা ও এলাকাবাসীর উপস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নগরীর কাজিরবাজার, তোপখানা, তেলিহাওর, মোঘলটুলা এলাকার আহত ও শহীদদের স্মরণে এলাকাবাসী আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আফছর উদ্দিন উক্ত কথাগুলো বলেন। উক্ত অনুষ্ঠানে আন্দোলনে আহতদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তাদের হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়।
আলোচনা সভায় আফছর উদ্দিন আরো বলেন- বিগত দিনে তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে ফ্যাসিবাদ লালন করা হয়েছে। মানুষের অধিকার রহিত করা হয়েছিল। এদেশের মানুষ ৭১ সালে প্রথম স্বাধীনতা লাভের পরে ২০২৪ সালে জুলাই-আগষ্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে দ্বিতীয় বারের মত স্বাধীনতা লাভ করেছে। এই সরকার আমাদের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের আত্মত্যাগের সরকার। এই ঐতিহাসিক আন্দোলনে তিনি কাজিরবাজার, তোপখানা, তেলিহাওর, মোঘলটুলাসহ সারা দেশে নিহত ও আহত সকলের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানান। তিনি বলেন- এই আন্দোলনে বিশেষ করে আমাদের এলাকায় একজন শহীদ ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আমি আমার পক্ষ থেকে তাদের সর্বোচ্চ সহযোগিতা করেছি এবং করে যাচ্ছি।
আয়োজিত আলোচানা সভায় জয়নুল ইসলাম তপু’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আন্দোলনে শহীদ কামরুল ইসলাম পাবেল এর পরিবারের পক্ষ থেকে মামা আবুল কালাম, আহত রাশেদ আহমদ এর পিতা ছিদ্দেক আলী, আহত সাজু আহমদ, কাদির আহমদ, রুবেল আহমদ, রুমন আহমদ, সন্তোষ দাস, গিয়াস উদ্দিন এবং বিশিষ্ট ব্যবসায়ী হারিছ শিকদার, হাজী ইন্তাজ আলী, হাজী ছমরু মিয়া, নাফি আহমদ ও মাসুক আহমদ।
উক্ত আলোচনা সভায় শহীদ কামরুল ইসলাম পাবেল এর স্বজন, আহত ব্যক্তিবর্গ, তাদের পরিবারের সাহায্যে এগিয়ে আসায় বিশিষ্ট ব্যবসায়ী ও কাজির বাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক আফছর উদ্দিন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনার সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ মকন জামে মসজিদের মোয়াজ্জিন ক্বারী মো. নজরুল ইসলাম। পরে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়। আহত ও শহীদদের পরিবারের স্বজনদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শাহাদাত হোসেন লোলন।