ডেস্ক রিপোর্ট: আজ ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস । প্রতি বছরই বিদেশে বাড়ছে বাংলাদেশি শ্রমিক সংখ্যা। বিভিন্ন দেশে এদেশের কর্মীদের চাহিদাও রয়েছে। ২০১৩ সাল থেকে বিদেশে কর্মী প্রেরণ ধারাবাহিকভাবে বাড়ছে। আর বিগত কয়েক বছরের মধ্যে এ বছর গেছে রেকর্ড সংখ্যক কর্মী। কিন্তু সেই অনুপাতে রেমিট্যান্স তো বাড়েইনি, উল্টো গত বছরের চেয়ে কমেছে প্রায় ৩ হাজার মিলিয়ন মার্কিন ডলার। এ নিম্নমুখিতার কারণে নতুন চ্যালেঞ্জে পড়েছে দেশের অর্থনীতিতে অবদান রাখা অন্যতম খাত প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। এছাড়া অতিরিক্ত অভিবাসন ব্যয়, কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাবসহ নানা চ্যালেঞ্জ তো রয়েছেই। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে দক্ষ শ্রমিকের চাহিদা বেশি। সেক্ষেত্রে বাংলাদেশ দক্ষ কর্মী পাঠাতে ব্যর্থ হচ্ছে। ফলে কর্মীর সংখ্যা বাড়লেও তাদের বেতন কম। এছাড়া বাংলাদেশের অন্যতম শ্রমবাজার মধ্যপ্রাচ্যে তেলের দাম কমে যাওয়ায় রেমিট্যান্সের ওপর প্রভাব ফেলেছে। অন্যদিকে রেমিট্যান্স সংগ্রহেও রয়েছে সরকারের ব্যর্থতা। প্রবাসীদের সেবায় প্রবাসী কল্যাণ ব্যাংক চালু করা হলেও তা কতটুকু সেবা দিতে পারছে তা নিয়েও রয়েছে বড় প্রশ্ন। এসব চ্যালেঞ্জ সামনে নিয়েই আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। প্রতি বছরের মতো এবারও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ অভিবাসী কর্মীদের অধিকার নিয়ে কাজ করা নানা সংস্থা দিবসটি পালন করছে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘উন্নয়নের মহাসড়কে, অভিবাসীরা সবার আগে।’ বিশেজ্ঞরা বলছেন, প্রতিবছরই জাঁকজমকভাবে দিবসটি পালিত হচ্ছে। কিন্তু যাদের হাড়ভাঙা পরিশ্রমে পাঠানো টাকা দিয়ে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে তাদের সেবায় এখনো পর্যাপ্ত উদ্যোগ নেয়া হয়নি। তথ্যমতে, চলতি বছর নভেম্বর পর্যন্ত বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মী গমনের সংখ্যা ৬ লাখ ৮৮ হাজার ৮৬৯ জন। গত বছর এই সংখ্যা ছিল ৫ লাখ ৫৫ হাজার ৮৮১ জন। এ বছর নভেম্বর পর্যন্ত প্রবাসী কর্মীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ১২ হাজার ৬৫১ দশমিক ০৪ মিলিয়ন মার্কিন ডলার বা ৯৯ হাজার ৭২০ দশমিক ৬৩ কোটি টাকা। গত বছর পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৫ হাজার ২৭০ দশমিক ৯৯ মিলিয়ন মার্কিন ডলার বা ১ লাখ ১৯ হাজার ৩৬৩ দশমিক ৬২ কোটি টাকা। তবে বছর শেষে এই পরিমাণ কিছুটা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু তা কখনোই গত বছরের সমান নয়। সেক্ষেত্রে কমপক্ষে কয়েক হাজার কোটি টাকার ঘাটতি থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, রেমিট্যান্সের নিম্নমুখিতা বাংলাদেশের জন্য আশঙ্কার বিষয়। এ থেকে প্রমাণ হয় বিশ্ববাজারে অন্যান্য দেশের সঙ্গে আমাদের কর্মীদের দক্ষতার অভাব রয়েছে। বাংলাদেশের প্রায় এক কোটি মানুষ বিদেশে আছেন, যাদের বড় অংশ অদক্ষ শ্রমিক। তারা বর্তমানে বিপাকে পড়েছেন। বর্তমানে যারা বিদেশ যেতে আগ্রহী, তাদের বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হলেও তা প্রকৃতপক্ষে কতটুকু কাজে লাগছে সে প্রশ্নও রয়ে গেছে। এ ব্যাপারে অভিবাসী কর্মীদের অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ওয়ারবি ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স কমে যাওয়ার তিনটি কারণ উল্লেখ করে বলেন, বিশ্ব শ্রমবাজারে এখন দক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে। কিন্তু বাংলাদেশের শ্রমিকরা বেশিরভাগই অদক্ষ বা স্বল্প দক্ষ। ফলে তাদের বেতনও কম। ফলে শ্রমিকের সংখ্যা বাড়লেও রেমিট্যান্স কমে যাচ্ছে। দ্বিতীয় কারণ হিসেবে তিনি বলেন, বাংলাদেশের অন্যতম শ্র্রমবাজার মধ্যপ্রাচ্যে তেলের দাম কমে যাওয়া এর ওপর প্রভাব পড়েছে। আগে কর্মীরা নির্দিষ্ট কাজের বাইরেও অতিরিক্ত সময় অন্য কাজ করতে পারতেন। কিন্তু এখন সেই সুযোগটা তারা পাচ্ছেন না। এছাড়া বাংলাদেশ সরকারের রেমিট্যান্স সংগ্রহেরও ব্যর্থতা রয়েছে। বেসরকারি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোয় তাদের খরচ বেশি পড়ে। ফলে অনেকক্ষেত্রে তারা হুন্ডির আশ্রয় নেয়। যদিও হুন্ডির মাধ্যমে টাকা পাঠাতে মাঝে মাঝে বেশি খরচ পড়ে। তবে তারা এটা ঝামেলাহীন মনে করে। এর আগে গত ৬ই ডিসেম্বর সংসদেও মন্ত্রী অনেকে বেশি লাভের আশায় হুন্ডির মাধ্যমে বিদেশ থেকে টাকা পাঠান বলে জানিয়েছিলেন। যে কারণে রেমিট্যান্স কমেছে। বর্তমানে হুন্ডির ব্যবসা জমজমাট রূপ নিয়েছে। সাইফুল হক বলেন, সরকার প্রবাসী কর্মীদের সেবার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক চালু করলেও তা সঠিকভাবে পরিচালনা করতে পারছে না। বলেন, প্রবাসীরা যদি প্রবাসী ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারতো তাহলে মাত্র ৩ শতাংশ খরচে টাকা পাঠাতে পারতো। কারণ, এ ব্যাংকটি একটি সেবামূলক প্রতিষ্ঠান। তখন টাকা পাঠাতে সবাই উৎসাহিত হতো। বর্তমান বেসরকারি ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা টাকা পাঠাচ্ছেন, যাতে অনেক খরচ পড়ছে। তিনি বলেন, প্রবাসী ব্যাংকটাকে একটি কুচক্রীমহলের কারণে কাজে লাগানো হচ্ছে না।
ওয়ারবি ফাউন্ডেশনের চেয়ারম্যান আরো বলেন, রেমিট্যান্স ছাড়াও বাংলাদেশি কর্মীরা বিদেশে নানা চ্যালেঞ্জে রয়েছেন। তাদের অধিকার সংরক্ষণ করা হচ্ছে না। অতিরিক্ত অভিবাসন ব্যয় এখনো কমানো যায়নি। তাছাড়া বিদেশে মৃত্যুর সংখ্যা বাড়ছে। কর্মক্ষেত্রে তাদের যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে না। নারী শ্রমিকরা নির্যাতিত হচ্ছে। আইএলও সনদের প্রয়োগ হচ্ছে না। তাছাড়া আইনের মধ্যে দালালদের বিষয়টা নেই।
এদিকে গতকাল প্রবাসী কল্যাণ ভবনের সম্মেলনে অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি জানান, চলতি বছরে প্রায় সাড়ে সাত লাখ কর্মীর বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে বাংলাদেশ। অভিবাসন খাতে গত ১০ বছরে এ সংখ্যা সর্বোচ্চ। তিনি জানান, বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীদের সুরক্ষার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে বিভিন্ন প্রতিযোগী দেশ বাংলাদেশিদের নির্যাতনের বিষয়টিকে অতিরঞ্জিত করে দেখানোর চেষ্টা করছে বলেও তিনি জানান। মন্ত্রী জানান, দূতাবাসে এবং বিমানবন্দরগুলো প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে মন্ত্রণালয় নানা পদক্ষেপ নিচ্ছে। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার সাংবাদিকদের জানান, কিছু অসাধু জনশক্তি রপ্তানিকারক কয়েকটি দেশ থেকে ভুয়া চাহিদাপত্র এনে কর্মীদের বিভ্রান্ত করছে। এ বিষয়ে সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। তিনি জানান, এবার কাতার, ওমান ও সৌদি আরবে সবচেয়ে বেশি জনশক্তি পাঠানো হয়েছে। এছাড়া মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে কর্মী পাঠানোর বিষয়ে অগ্রগতি হচ্ছে।