সিলেট রিপোর্ট: জামেয়া শামীমাবাদ,সিলেটের বার্ষিক মজলিশে শূরা অধিবেশন ২০শে ডিসেম্বর, শুক্রবার জামেয়া শামীমাবাদে অনুষ্ঠিত হয়। জামেয়ার মাদানী মসজিদ কমপ্লেক্সে সন্ধ্যা ৬:৩০টা থেকে ৮:৩০ টা পর্যন্ত সিলেটের নেতৃস্থানীয় উলামায়ে কেরাম, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজনের উপস্থিতিতে এ আয়োজন সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন কাজিরবাজার জামেয়ার মুহাদ্দিস ও সদরুল মুদাররিসীন মাওলানা আবদুস সুবহান দা.বা.।
জামেয়ার সদরুল মুদাররিসীন মুফতী সায়েম কাসেমীর সঞ্চালনায় শুরা অধিবেশনে গত বছরের তালিম-তারবিয়াত তথা শিক্ষা-দীক্ষার রিপোর্ট পেশ করেন জামেয়ার সম্মানিত নাযিমে তালীমাত মুফতী খাইরুল ইসলাম সাহেব দা.বা.। তিনি তাঁর প্রতিবেদনে উল্লেখ করেন বিগত বছর কেন্দ্রীয় পরীক্ষায় মোট ২৬৩ জন ছাত্র অংশগ্রহণ করে মেধাতালিকায় ১৮জন সহ ১৪২ জন ছাত্র মুমতায (A+) অর্জন করেছে। এসময় উপস্থিত শুরা-সদস্য ও অতিথিবৃন্দ প্রতিবেদনের উপর সংক্ষিপ্ত অনুভূতি ও আলোচনা-পর্যালোচনা করে জামেয়ার ভূয়সী প্রশংসা করেন।
পরে জামেয়ার সম্মানিত মুহতামিম হাফিয মাওলানা সৈয়দ শামীম আহমদ সাহেব মাদরাসার নবনির্মিত মাদানী মসজিদ কমপ্লেক্স ও ভবিষ্যৎ পরিকল্পনার উপর বিস্তর আলোচনা করেন। এসময় আজাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ কতৃক মনোনীত অডিটর মাওলানা ওলিউর রহমান সাহেব জামেয়ার ২৪ অর্থ বছরের বার্ষিক আয়-ব্যায়ের অডিট রিপোর্ট পেশ করেন। উপস্থিত শূরা সদস্য ও মেহমানবৃন্দ এ-ব্যাপারে সুচিন্তিত পরামর্শের পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মুক্ত আলোচনার পাশাপাশি উক্ত অধিবেশনে উপস্থিত ছিলেন— সান্ডারল্যান্ড জামে মসজিদ যুক্তরাজ্যের ইমাম ও খতীব শায়খ মাওলানা সৈয়দ ইমামুদ্দীন সাহেব, সৈয়দপুর মাদরাসার নাযিমে তালীমাত মাওলানা সৈয়দ মসরুর আহমদ কাসেমী সাহেব, সাহেবজাদায়ে কৌড়িয়া হাফিয মাওলানা আখতার হোসাইন সাহেব, কাজিরবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ সাহেব, তাবলীগের বিশিষ্ট মুরুব্বি জনাব হাজী নুমানী চৌধুরী সাহেব, জনাব আবুল ফাত্তাহ সাহেব, দরগা মহল্লার বাসিন্দা জনাব মুফতী কয়েছ আহমদ সাহেব, মাওলানা মাহমুদুল হাসান সাহেব, সাহেবজাদায়ে গলমুকাপনী হাফিয মাওলানা মোহাম্মদ সাহেব সহ সুধীজন ও সম্মানিত ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ১০ই অক্টোবর ২০১০ সালে প্রতিষ্ঠিত জামেয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদে বর্তমানে ৩৯ জন যুগসচেতন মেধাবী তরুণ আসাতিযায়ে কেরামের তত্ত্বাবধানে প্রায় ৫৬০ জন ছাত্র ইলমে নববীর পাঠগ্রহণ করছে। পাশাপাশি মুসলিম জনসাধারণের ধর্মীয়, নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়ন সাধনে নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন দুর্যোগ ও দুঃসময়ে আর্তমানবতার সেবায় মাদরাসার উল্লেখযোগ্য কার্যক্রম রয়েছে।