সিলেট রিপোর্ট:
আজ ২৫ ডিসেম্বর। ২০১১ সালের এই দিনে খলিফায়ে বরুনী, হযরত মাওলানা সৈয়দ কাছিম আলী শায়খে তারাপাশী (সৈয়দ সাব হুজুর) রহঃ রফিকে আ’লা ডাকে সাড়া দিয়ে আমাদেরকে এতিম করে ইহ্ জগত ত্যাগ করেন।