সিলেট রিপোর্ট:
সরকারি ছুটি আর স্কুল কলেজ বন্ধ থাকায় পর্যটকে মুখরিত হয়ে উঠেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর। পাহাড় পানি এবং পাথরের মিতালী দেখতে দেশের বিভিন্ন জায়গায় থেকে পর্যটকরা ছুটে আসছেন এখানে।
সরেজমিনে গিয়ে দেখা যায় সাদাপাথরে কয়েক হাজার পর্যটকের সমাগম ঘটেছে। অনেকে পানিতে গাঁ ভিজিয়ে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি দূর করছেন। কেউ বা আবার পাথরের উপর বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন।
পর্যটকদের আগমনে জমে উঠেছে সেখানকার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা। হোটেল রেস্তোরাঁ কসমেটিকস চকলেট সহ সকলেই ব্যস্থ সময় পার করছেন। পর্যটন স্পটের ফটোগ্রাফাররাও ব্যস্থ সময় পার করছেন। নৌকা ঘাটে নৌকার জন্য পর্যটকদের লম্বা লাইন দেখা গেছে। পর্যটক পরিবহনে হিমশিম খেতে দেখা গেছে নৌকার মাঝিদের।
ঢাকা থেকে স্ব পরিবারে ঘুরতে আসা ওয়াসিম সায়ীদ জানান, ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে সাদাপাথর ঘুরতে এসেছেন। সাদাপাথরের সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ। তবে সেখানকার অব্যবস্থাপনায় পর্যটকদের আগ্রহ কমতে পারে বলে তার ধারণা। পর্যটন কেন্দ্রে পর্যটকদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা রাখা প্রয়োজন তাতে পর্যটকদের সংখ্যা আরো বৃদ্ধি পাবে।