সিলেটশনিবার , ৪ জানুয়ারি ২০২৫
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সহযোগীদের খবর খালেদা জিয়া–সেনাপ্রধান সাক্ষাৎ নিয়ে কৌতূহল

Ruhul Amin
জানুয়ারি ৪, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক:

 

 

প্রথম আলো

দৈনিক প্রথম আলোর প্রথম পাতার খবর ‘খালেদা জিয়া–সেনাপ্রধান সাক্ষাৎ নিয়ে কৌতূহল’। প্রতিবেদনে বলা হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সৌজন্য সাক্ষাৎ নিয়ে রাজনীতিকসহ বিভিন্ন মহলে কৌতূহলের সৃষ্টি হয়েছে। হঠাৎ সেনাপ্রধানের এ সাক্ষাৎ নিয়ে নানা আলোচনাও হচ্ছে। যদিও সাক্ষাতে দুজনের মধ্যে কী আলোচনা হয়েছে, তা জানা সম্ভব হয়নি।

তবে দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার প্রাক্কালে সেনাপ্রধানের এ সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা-বিশ্লেষণ হচ্ছে। সবাই বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন।

গত বৃহস্পতিবার রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সস্ত্রীক গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান। প্রায় ৪০ মিনিট সেনাপ্রধান তাঁর বাসায় ছিলেন। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে, কিছু সময় তাঁরা একান্তে কথা বলেন।

সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবনে পৌঁছালে তাঁকে স্বাগত জানান খালেদা জিয়ার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর। খালেদা জিয়ার অন্য একজন ব্যক্তিগত কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘ওনারা একান্তে কথা বলেছেন। এ সময় বিএনপির অন্য কোনো নেতা ছিলেন না।’

অবশ্য বিএনপির নেতারা সেনাপ্রধানের এই সাক্ষাৎকে ‘সৌজন্য’ হিসেবেই দেখছেন। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে দলটির স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, ‘তিনি (খালেদা জিয়া) চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন। সে জন্য তাঁর স্বাস্থ্যের খোঁজ নিতে সেনাপ্রধান সস্ত্রীক এসেছিলেন। যতটুকু জেনেছি, সাক্ষাতে ম্যাডামের স্বাস্থ্য ও চিকিৎসা নিয়েই কথাবার্তা হয়েছে, রাজনীতি বা অন্য কোনো বিষয়ে আলোচনা হয়নি।’

বিএনপির এই নেতা বলেন, চিকিৎসার জন্য তাঁদের নেত্রীর বিদেশ যাওয়ার আগে সেনাপ্রধানের এই দেখা করার বিষয়কে তাঁরা ইতিবাচক হিসেবে দেখছেন।

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার ব্যাপারে এর আগে প্রস্তুতি নেওয়া হলেও তিনি যাননি। তখন কোনো কোনো পত্রিকায় এমন খবর লেখা হয়েছিল যে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি যাচ্ছেন না। এমন প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে হয়তো তাঁর সঙ্গে সেনাপ্রধান দেখা করেছেন। এটা আমার ধারণা।’

যুগান্তর

‘বহুমুখী চ্যালেঞ্জে পাতাল রেল’-এটি দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, দেশের প্রথম পাতাল রেল বা মেট্রোরেল প্রকল্প-১ এর নির্মাণ কাজ বহুমুখী চ্যালেঞ্জের মুখে পড়েছে। মূল কাজ শুরুর আগে পরিষেবা স্থানান্তর চলছে। এতে যানজটে স্থবির হয়ে পড়েছে বিমানবন্দর থেকে প্রগতি সরণি। পরিষেবা স্থানান্তরের পর মেট্রো স্টেশন নির্মাণ শুরু হলে ট্রাফিক ব্যবস্থাপনা আরও কঠিন হবে।

কুড়িল থেকে নতুন বাজার পর্যন্ত একটি বাইপাস সড়ক নির্মাণের কোনো কূলকিনারা করা যাচ্ছে না। ভূ-গর্ভস্থ টানেল নির্মাণ কাজ চলার সময় সড়ক দেবে যাওয়া ও আশপাশের ভবন হেলে পড়ার মতো ঝুঁকি রয়েছে। তখন পুরো করিডরের চলাচল বন্ধ করা ছাড়া কোনো বিকল্প থাকবে না। প্রকল্পের সময় অনুযায়ী কাজের অগ্রগতি না হলে নির্মাণ ব্যয় ও সময় অনেকাংশে বাড়বে।

পরিষেবা স্থানান্তরের কাজের ক্ষেত্রেও সেবা সংস্থাগুলো যথাযথভাবে সহযোগিতা করছে না। ফুটপাতও নির্মাণ সামগ্রীর দখলে চলে গেছে। সরু সড়ক দিয়ে নানা ধরনের হাজার হাজার যানবাহন চলাচলে তীব্র যানজটে নাকাল মানুষ। ৫ থেকে ১০ মিনিটের দূরত্ব পাড়ি দিতে ঘণ্টা পার হয়ে যাচ্ছে; অবর্ণনীয় দুর্ভোগের শিকার নগরবাসী।

এ প্রসঙ্গে যোগাযোগ বিশেষজ্ঞ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সামছুল হক যুগান্তরকে বলেন, বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত খুবই ব্যস্ত সড়ক। এর দুপাশে সড়ক লাগোয়া দুর্বল কাঠামোর শত শত বহুতল ভবন গড়ে উঠেছে। সাধারণত এ ধরনের সড়কে বহুমুখী চ্যালেঞ্জ নিয়ে কোনো দেশ প্রকল্প বাস্তবায়ন করে না। বাংলাদেশের নিকটবর্তী দেশ ভারত ১৯৮৪ সালে কলকাতায় পাতাল মেট্রোরেল তৈরি হয়েছে। কাজ শুরুর সময় বহুমুখী জটিলতায় একপর্যায়ে তারা কাজ বন্ধ করে দেওয়ার চিন্তাও করেছিলেন। পরে অনেক জটিলতা ও দুর্ভোগের মধ্যে দিয়ে কাজ শেষ করে।

তিনি বলেন, ঢাকার বেশিরভাগ ভবনের ‘স্ট্রাকচারাল ডিজাইন’ ঠিক রাখা হলেও ‘কনস্ট্রাকশন’ দুর্বল থাকে। এ কারণে পাতাল মেট্রোরেলের টানেল তৈরির সময় সড়কের পাশ ঘেঁষে গড়ে ওঠা এসব ভবন হেলে পড়ার শঙ্কা রয়েছে। পাশাপাশি সড়কও দেবে যেতে পারে বা ধসে পড়তে পারে। এই অবস্থা হলে পুরো করিডর বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না।

তিনি জানান, এমআরটি-১ এর পাতাল মেট্রোরেল নির্মাণ করিডরে শঙ্কা মোকাবিলায় সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর এটা করতে হলে খরচ বাড়বে। এত খরচ হলে সে খরচ তো ভাড়ায় উঠবে না। এজন্য একথা বলা যায় যে-এমআরটি-১ প্রকল্প সস্তার বা স্বস্তির উন্নয়ন হবে না; শ্বেতহস্তীর উন্নয়ন হবে। এটিকে টেকসই উন্নয়ন বলা যায় না; কেননা টেকসই উন্নয়নের শর্ত হলো-কম খরচে উন্নয়ন কাজ করা।

কালের কণ্ঠ

দৈনিক কালের কণ্ঠের প্রথম পাতার খবর ‘শেখ হাসিনাকে ফেরত পাঠানো প্রশ্নে মুখ খুলছে না ভারত’। খবরে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ফেরত পাঠানো প্রশ্নে মুখ খুলছে না ভারত। বাংলাদেশ থেকে চিঠি পাওয়ার কথাই শুধু স্বীকার করছে দেশটি। গতকাল শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ের শুরুতেই প্রশ্ন ওঠে শেখ হাসিনা প্রসঙ্গে।

একজন সাংবাদিক শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়ে জানতে চান।

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ‘এক সপ্তাহ আগে আমি নিশ্চিত করেছিলাম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে একটি বার্তা পেয়েছিলাম। এর বাইরে এ পর্যায়ে আমার আর কিছু বলার নেই।’

এর আগে গত ২৩ ডিসেম্বর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান, বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নোট ভারবাল’ (কূটনৈতিক বার্তা) দিয়ে ভারত সরকারকে বাংলাদেশ জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সেদিনই ভারতীয় সাংবাদিকদের বলেছেন, ‘আমরা নিশ্চিত করছি, প্রত্যর্পণের অনুরোধসংক্রান্ত একটি কূটনৈতিক বার্তা আজ (২৩ ডিসেম্বর) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে পেয়েছি। এই পর্যায়ে এ বিষয়ে আমাদের আর কোনো মন্তব্য নেই।’

ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। সেদিন দুপুরেই ভারতে চলে যান শেখ হাসিনা।

এরপর একাধিকবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, নিরাপত্তাজনিত কারণে শেখ হাসিনা ভারতে গেছেন। একই কারণে শেখ হাসিনা সেখানে আছেন।

এদিকে সরকারের পতনের পর শেখ হাসিনাসহ তাঁর সরকারের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক মিত্রদের বিরুদ্ধে গুম, খুন, আটক, নির্যাতন, হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সারা দেশে মামলা দায়েরের হিড়িক পড়ে। অন্তর্বর্তী সরকার এসব অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিলে সেখানেও অভিযোগ জমা পড়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন মিলিয়ে দেড় শরও বেশি অভিযোগ জমা পড়েছে।

সমকাল

‘ক্যাডার কর্মকর্তাদের পাল্টাপাল্টি অবস্থান, বাড়ছে বিভক্তি’-এটি দৈনিক সমকালের প্রধান শিরোনাম। প্রতিবেদনে বলা হয়, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবনা ঘিরে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের বিভক্তি আরও চড়েছে। অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে দু’পক্ষই ভাঙছে চাকরিবিধি। হরেক নামে কর্মসূচির মাধ্যমে হুমকি-ধমকির সঙ্গে উস্কে দিচ্ছে বিতর্ক। প্রশাসন ক্যাডারের শক্তিমত্তা প্রদর্শনের সপ্তাহ না যেতেই গতকাল শুক্রবার শোডাউন করলেন বাকি ২৫ ক্যাডারের কর্মকর্তারা।

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’– এর ব্যানারে আলোচনা সভার নামে জড়ো হন আট হাজারের বেশি কর্মকর্তা। বক্তৃতায় কর্মকর্তারা প্রশাসন ক্যাডারের ওপর তোপ দাগেন। অভিযোগ করেন, সিভিল সার্ভিসে প্রশাসন ক্যাডার শাসকের ভূমিকায় রয়েছে। তারা বাকি ২৫ ক্যাডারকে শাসনের পাশাপাশি বঞ্চিত করছে। প্রশাসন ক্যাডার বাড়তি সুযোগ-সুবিধা নেওয়ায় বেড়েছে আন্তঃক্যাডার বৈষম্যও। এ পরিস্থিতির অবসান চান ২৫ ক্যাডারের কর্মকর্তারা।

এদিকে সরকারি চাকরি আচরণবিধি লঙ্ঘন হয়– এমন কর্মসূচি না দিতে কঠোরভাবে সতর্ক করে গত মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিদ্যমান সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা উল্লেখ করে এতে বলা হয়, সরকারি কর্মচারী কোনো বিধান লঙ্ঘন করলে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বক্তব্য পোস্ট দেওয়ায় কয়েক কর্মকর্তাকে সাময়িক বরখাস্তও করা হয়।

চাকরিবিধির তোয়াক্কা না করে ক্যাডার কর্মকর্তাদের মুখোমুখি অবস্থানের বিষয়ে সাবেক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার সমকালকে বলেন, ‘বিসিএস ক্যাডার কর্মকর্তারা প্রতিবাদ ও আলোচনা সভার নামে যেভাবে শোডাউন দিচ্ছেন, এটা এভাবে করা যায় না। যদিও এগুলো নতুন কিছু নয়।’ তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তাদের কোনো দাবি থাকলে লিখিতভাবে জানাবে। এভাবে তারা পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে পারেন না। এটা আচরণবিধির পরিপন্থি।’

গত ২৫ ডিসেম্বর রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে প্রতিবাদ সভার নামে শোডাউন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানকে আলটিমেটাম দেন প্রশাসন ক্যাডারের সাবেক ও বর্তমান কর্মকর্তারা।

আগের দিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিজ নিজ দপ্তরের সামনে ‘কলমবিরতি’ করেন ২৫ ক্যাডারের সমন্বয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কর্মকর্তারা। কর্মসূচি শেষে পরিষদের সমন্বয়ক মফিজুর রহমান জানিয়েছিলেন, দাবি আদায় না হলে আগামী ৪ জানুয়ারি ঢাকায় সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। কিন্তু সরকারের কঠোর অবস্থানের কারণে সমাবেশের পরিবর্তে গতকাল পরিষদ ‘জনবান্ধব সিভিল সার্ভিস বিনির্মাণে করণীয়: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা করে।

ইত্তেফাক

দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার খবর ‘চাল, তেলের দাম আরো বেড়েছে’। প্রতিবেদনে বলা হয়, দেশে এখন আমনের ভরা মৌসুম হলেও চালের দাম প্রতিনিয়ত বাড়ছে। গত প্রায় এক মাসের বেশি সময় ধরে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির বাজার চড়া। দাম বাড়ার তালিকায় আরো রয়েছে বোতলজাত সয়াবিন তেল, ব্রয়লার মুরগি, আমদানিকৃত পেঁয়াজও। এদিকে বিভিন্ন নিত্যপণ্যের বাজারদরের এ পরিস্থিতিতে কম ভ্যাটের অন্তত ৪৩ ধরনের পণ্য ও সেবার ওপর ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ আরোপের সিন্ধান্ত নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর ফলে সাধারণ ভোক্তার ওপর নতুন করে ব্যয়ের চাপ তৈরি হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চাল, ডাল, তেলসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে ডিউটি (শুল্ক) জিরো করে দেওয়া হয়েছে। এছাড়া, চাহিদা অনুযায়ী এসব পণ্য ঠিকমতো আমদানি হচ্ছে কি না, তা মনিটর করা হচ্ছে। চালের দাম বৃদ্ধি প্রসঙ্গে ব্যবসায়ীরা বলেছেন, মিল পর্যায়ে চালের দাম বেড়েছে। যার প্রভাব পড়েছে পাইকারী ও খুচরা বাজারে। তবে মিলাররা দাবি করেছেন, ধানের দাম বাড়ায় চালের দাম বেড়েছে। গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন খুচরাবাজারে খোঁজ নিয়ে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে মানভেদে প্রতি কেজি চালে দুই থেকে চার টাকা পর্যন্ত বেড়ে মাঝারি মানের চাল পাইজাম/লতা ৫৮ থেকে ৬৫ টাকা ও সরু জাতের চাল নাজিরশাইল/মিনিকেট চার টাকা বেড়ে তা ৭০ থেকে ৮৪ টাকায় বিক্রি হচ্ছে। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশও (টিসিবি) তাদের বাজারদরের প্রতিবেদনে চালের দাম বাড়ার বিষয়টি তুলে ধরেছে।

এ প্রসঙ্গে দেশের উত্তরাঞ্চলের চালের মোকাম সিরাজগঞ্জের রায়গঞ্জের ব্যবসায়ী মেসার্স অন্তিম সেমি অটো রাইস মিলের স্বত্বাধিকারী গোলাম মোস্তফা ইত্তেফাককে বলেন, মোকামগুলোতে এবার ধানের দাম গত বছরের তুলনায় প্রতি মণে ২০০ থেকে ২৫০ টাকা বেশি। যার প্রভাব পড়েছে চালের দামের ওপর। তিনি বলেন, গত বছর মোটা ধানের মণ ছিল ১ হাজার ১০০ টাকা। এবার তা ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৩৫০ টাকা। একইভাবে সরু ধানের মণ ২০০ টাকা বেড়ে এবার ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। এই মোকামের আরেক ব্যবসায়ী থ্রি স্টার সেমি অটো রাইস মিলের স্বত্বাধিকারী জহুরুল ইসলাম বলেন, গত বছর বন্যার কারণে হাওরাঞ্চলের ধানের সংগ্রহ ব্যাহত হয়েছে। যা ধানের মোট উত্পাদনে নেতিবাচক প্রভাব ফেলেছে। চালের দাম বৃদ্ধির জন্য মোকামে চাহিদা অনুযায়ী ধানের সংকটের কথা বলেছেন বগুড়া শেরপুরের আজিম বয়লারের স্বত্বাধিকারী হানিফ উদ্দিন। তিনি ইত্তেফাককে বলেন, এবার আলুর দাম পাওয়ায় মজুতদাররা আলু বিক্রি করে প্রচুর পরিমাণে ধান মজুত করেছেন। ফলে মোকামে চাহিদা অনুযায়ী ধানের সরবরাহ নেই। এর প্রভাবে গত এক মাসের ব্যবধানে শেরপুর মোকামে প্রতি কেজি চালের দাম মানভেদে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে বলে তিনি জানান।

নয়া দিগন্ত

‘ঘুরে দাঁড়ানোর চেষ্টায় দেড় দশকের নখদন্তহীন দুদক’-এটি দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, স্বৈরশাসনের দেড় দশকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থা দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দুর্নীতির রক্ষক আর বিরোধীদের ভক্ষকে পরিণত করা হয়েছিল। এ সময়ে দুদক দুর্নীতি, অবৈধ সম্পদ এবং অর্থপাচারের যেসব মামলা দায়ের করেছে, তার বেশির ভাগই ছিল বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এই অবস্থার প্রেক্ষিতে কমিশনের এক সাবেক চেয়ারম্যান দুদককে নখ-দন্তহীন বাঘ হিসেবে আখ্যায়িত করেছিলেন। তবে গেল জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুদকে এসেছে পরিবর্তন। ৫ আগস্টের আগে যেসব দুর্নীতিবাজের বিরুদ্ধে দুদকের কথা বলা ছিল অকল্পনীয়, সেখানে এখন তাদের দুর্নীতি নিয়ে অনুসন্ধান, তদন্ত এবং মামলা হচ্ছে প্রতিদিন।

দুদকের ঘুরে যাওয়ার এ বছরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, পুত্র সজীব ওয়াজেদ জয় ও তাদের পরিবারের সদস্যদের দুর্নীতি নিয়ে অনুসন্ধান শুরু করেছে রাষ্ট্রের এই সংস্থাটি। বিগত আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রী, এমপি ও ব্যবসায়ীদের নামে দুদকের কার্যক্রম অব্যাহত রয়েছে। যে পদ্মা সেতু নিয়ে সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিযুক্ত করে পদ্মা নদীতে চুবিয়ে তোলার কথা বলেছিলেন, সেই পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির মামলাটি অধিকতর তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

প্রথমে ২০১২ সালের ১৭ ডিসেম্বর পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করে দুদক। প্রায় দুই বছর তদন্তের পর ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর আদালতে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সাথে দেশের বিভিন্ন সেক্টরে এসেছে ব্যাপক পরিবর্তন। সরকার বদলের সাথে সাথে অন্যান্য দফতর, অধিদফতর ও কমিশনের পাশাপাশি দুর্নীতি দমন কমিশনেও (দুদক) এসেছে পরিবর্তন। পুরনো কমিশনের পরিবর্তে এসেছে নতুন কমিশন। এরই মধ্যে বর্তমান অন্তর্বর্তী সরকার দুদক সংস্কারে আলাদা কমিশনও করেছে। আগামী ৭ জানুয়ারি সরকারের কাছে এই সংস্কার কমিশন তাদের প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে।

বণিক বার্তা

‘বিদ্যুৎ খাতের সবকিছুই নিয়ন্ত্রণ হতো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে’-এটি দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম। খবরে বলা হয়, দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিশেষ আইনের মাধ্যমে শতাধিকের মতো চুক্তি হয়েছে আওয়ামী লীগ আমলে। এর বেশির ভাগই বিদ্যুৎ খাতের চুক্তি। এ খাতের বৃহৎ প্রকল্প বাস্তবায়নে কারিগরি দিকগুলো কাগজে-কলমে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ঠিক করলেও মূলত সবকিছুরই দেখভাল হতো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।

ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের বেশি সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ নিজের কাছেই রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চারবার সরকার গঠনে প্রতিবারই মন্ত্রণালয় বণ্টন হলেও টেকনিক্যাল ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিভাগকে তিনি কখনই হাতছাড়া করেননি। একচেটিয়াভাবে অনুমোদন দেয়া হয় আদানি, রামপাল ও মাতারবাড়ীর মতো বৃহৎ প্রকল্পগুলো। এমনকি এসব চুক্তির বিষয়ে জনসাধারণকে জানার কোনো সুযোগও দেয়া হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুতের মতো টেকনিক্যাল মন্ত্রণালয় বিগত সরকার তার পছন্দের আমলাদের মাধ্যমে চালাত। প্রকল্প অনুমোদন করাত নিজেদের সুবিধামতো। এর মাধ্যমে দুর্নীতি-অনিয়ম করে বিদ্যুৎ খাত থেকে হাজার হাজার কোটি টাকা সরিয়ে ফেলা হয়েছে। ফলে এ খাতে একদিকে যেমন বিপুল পরিমাণ দায়-দেনা তৈরি হয়েছে, তেমনি এসব ঘাটতি মেটাতে বিদ্যুতের দাম বাড়িয়ে দায় চাপানো হয়েছে ভোক্তার ওপর।

দেশের বিদ্যুৎ খাতে বিভিন্ন কোম্পানি বা সংস্থা, বিশেষত বিপিডিবির আওতাধীন তৎকালীন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও বিদ্যুতের নীতি ও গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার সেলের দায়িত্ব পালন করেছেন বিডি রহমত উল্লাহ। বণিক বার্তাকে তিনি বলেন, ‘বিদ্যুৎ এমন একটি খাত যেখানে বৃহৎ প্রকল্পগুলো নেয়া হতো। এখানে প্রচুর অর্থ। ফলে অনেক কিছু বিবেচনায় নিলে এ মন্ত্রণালয় হাতছাড়া করতে চান না সরকারের শীর্ষ নেতৃত্বরা। এখানে বিভিন্ন চুক্তি পাস করানোর জন্য বিগত সরকার তাদের পছন্দের সচিবদের নিয়োগ দিয়েছিল। এমনকি তারা বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কোম্পানিতে চেয়ারম্যান হিসেবে বোর্ড পরিচালনা করত। তারা তাদের পছন্দমতো প্রকল্প পাস করাত, যেখানে ছিল বিপুল পরিমাণ কমিশন বাণিজ্য। এসব কারণেই এ মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ ছিল।’

ক্ষমতায় গেলে আওয়ামী লীগ সরকারের আমলে করা বিদ্যুৎ খাতের সব চুক্তি রিভিউ করা হবে বলে জানিয়েছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ খাতের দুর্নীতি, চুরি ও দুর্বৃত্তায়নের বিষয়গুলো তুলে ধরা হয়। সেই সঙ্গে এ খাতে হওয়া সব চুক্তি জনসম্মুখে প্রকাশ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায় দলটি।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বণিক বার্তাকে বলেন, ‘এ খাত থেকে যত লুট হবে, চুরি হবে, দুর্নীতি হবে এবং যে কমিশন—এর সম্পূর্ণ ভাগ নিতেই নিজের অধীনে মন্ত্রণালয়টি রেখেছিলেন শেখ হাসিনা। মূল উদ্দেশ্যই ছিল দুর্নীতি এবং এসব প্রজেক্ট থেকে বাংলাদেশকে আরো ঋণগ্রস্ত করা।’

ডেইলি স্টার

দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম ‘Police seek to restrict use of lethal arms’ অর্থাৎ ‘প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সীমিত করতে চায় পুলিশ’। প্রতিবেদনে বলা হয়, জনসমাগম নিয়ন্ত্রণে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার নিয়ন্ত্রণে আনতে নতুন সুপারিশ দিয়েছে বাংলাদেশ পুলিশের একটি বিশেষ কমিটি। দীর্ঘপাল্লার অস্ত্রের বদলে অর্ধেক ছোটপাল্লার অস্ত্র ব্যবহারের প্রস্তাব করেছে কমিটি, কারণ এগুলোতে দুর্ঘটনাজনিত হতাহতের আশঙ্কা কম।

এছাড়া, রিভলভার, সাত দশমিক ৬২ মিমি বুলেট ও শটগানের লেড প্যালেট ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাবও দেয়া হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে এমন দীর্ঘপাল্লার রাইফেল ও লেড প্যালেট ব্যবহারের কারণে বিপুলসংখ্যক হতাহতের ঘটনা ঘটে বলে ওই প্রতিবেদনে বলা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে ৮২৬ জন নিহত এবং ১১ হাজার ৩০৬ জন আহত হয়েছিলেন।

নতুন প্রস্তাবে ৭ দশমিক ৬২ মিমি পিস্তলের বদলে ৯ মিমি পিস্তল ব্যবহারের সুপারিশ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।

আজকের পত্রিকা

দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম ‘সবখানে ভাড়া বাড়ানোর দৌড়’। খবরে বলা হয়, রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড়ের একটি বহুতল ভবনের ১১ তলায় ছোট একটু ‘স্পেস’ ভাড়া নিয়ে অফিস শুরু করেছিলেন কামাল হোসেন। জামানত হিসেবে তিন মাসের অগ্রিম ভাড়া দিয়ে সাজসজ্জা করেন। একটি বছর পুরো না হতেই নতুন বছরের শুরুতে তাঁকে চার হাজার টাকা ভাড়া বাড়ানোর কাগজ ধরিয়ে দিয়েছেন কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক)। কামাল হোসেন আজকের পত্রিকার সঙ্গে এ নিয়ে আলাপকালে বললেন, ‘অফিস চালুর পর থেকে রাজনৈতিক অস্থিরতায় কাজ প্রায় শুরুই করতে পারিনি। আগামী কয়েক মাসে যে পরিস্থিতি স্বাভাবিক হবে, তাও নিশ্চিত নয়। এরই মধ্যে যেভাবে ভাড়া বাড়ানো হলো, তাতে ব্যবসার আগ্রহ হারিয়ে ফেলেছি।’

রাজধানীর বাসিন্দাদের সিংহভাগেরই এখানে নিজের আবাসন নেই। সংশ্লিষ্টদের মতে, ‘পরের জায়গায়’ ভাড়ার বিনিময়ে থাকা মানুষের সংখ্যা ৭০ শতাংশ। তাই ৩০ শতাংশ বাড়িঅলার খেয়ালখুশির ওপর নির্ভর করে লাখো ভাড়াটের গৃহবাস। নতুন বছরের শুরু যত সম্ভাবনার বারতাই বয়ে আনুক, বিশেষ করে বাঁধা আয়ের চাকরিজীবী বা ক্ষুদ্র ব্যবসায়ী ভাড়াটেমাত্রেরই বুক ঢিপ ঢিপ করতে থাকে ডিসেম্বর এলেই। ব্যতিক্রম থাকলেও তার সংখ্যা নিতান্ত কম।

রামপুরার হাজীপাড়ায় ছোট তিনটি রুমের ফ্ল্যাটে থাকেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মো. জানে আলম। তাঁর বাড়ির মালিক ১ জানুয়ারি একলাফে সাড়ে ৫ হাজার টাকা ভাড়া বাড়ানোর কথা জানিয়েছেন। বাড়িঅলার যুক্তি হলো, বাথরুম আর রান্নাঘরে নতুন টাইল্স বসানো হয়েছে! জানে আলম বলেন, ‘কিছু করার নেই। বাসার পাশে বাচ্চার স্কুল; তাই মেনে নিয়েছি। গত এক বছরে আমার কোনো আয় বাড়েনি। অথচ ভাড়া বাড়ল প্রায় ৪৪ শতাংশ।’

একই সমস্যার কথা বললেন বনশ্রীর বাসিন্দা শরীফ আহমেদ। তাঁর এইচ ব্লকের ৬ নম্বর রোডের বাসাটির মালিক প্রতিবছরই কমবেশি ভাড়া বাড়ান। এ বছরের শুরুতেও ১ হাজার ৫০০ টাকা বাড়ানোর কথা জানিয়ে দিয়েছেন।

ভাড়াটের স্বার্থ কার্যত উপেক্ষিত

খোঁজখবর করে দেখা যায়, রাজধানীর বাড়ির মালিকেরা সাধারণত বছরে ১০-৪০ শতাংশ পর্যন্ত বাসাভাড়া বাড়িয়ে থাকেন। নির্ধারিত উপার্জনের সংখ্যাগরিষ্ঠ মানুষের আয়ের সঙ্গে সংগতি নেই। কিন্তু নাগরিক জীবনের এ গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সরকারি বা বেসরকারি পর্যায়ে খুব একটা তৎপরতা চোখে পড়ে না। ভাড়াটেরা নিজেরাও সংগঠিত নন। ‘ঢাকা ভাড়াটিয়া উন্নয়ন সোসাইটি’ নামের একটি সংগঠন ভাড়াটেদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে থাকে। তবে তাদের কার্যক্রম কিছু মানববন্ধন আর

কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ। নাগরিক জীবনের অবিরাম দৌড়ে ব্যস্ত খুব কম ভাড়াটেই এসব সংগঠনের সঙ্গে যুক্ত থাকেন বা এসব নিয়ে ভাবেন। এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে ‘ঢাকা ভাড়াটিয়া উন্নয়ন সোসাইটি’ নামের সংগঠনটি দাবি তুলেছে, মধ্যবিত্ত ও চাকরিজীবীদের জন্য দীর্ঘমেয়াদি কিস্তিতে কম সুদে ফ্ল্যাট দেওয়ার ব্যবস্থা এবং দ্রুত ওয়ার্ড পর্যায়ে ভাড়াটে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করতে হবে। এ-সংক্রান্ত আইনের যথাযথ বাস্তবায়নও নিশ্চিত করার তাগিদ দিয়েছে সংগঠনটি। তাদের বক্তব্য, এসব দাবি মানা হলে বাড়িভাড়া বাড়ানোর চাপ কমবে।

দেশ রূপান্তর

‘ঢাকা-ইসলামাবাদ সম্পর্কে সুবাতাস’-এটি দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন ও দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারপ্রধানের দায়িত্ব নেন। দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় বিভিন্ন দেশের সঙ্গে  কূটনৈতিক সম্পর্কগুলো একটা চ্যানেলে চলত। এরমধ্যে ভারতের সঙ্গে হাসিনা সরকারের সম্পর্ক স্বাধীনতার পর থেকে সবচেয়ে ঘনিষ্ঠ ও উষ্ণতম ছিল, যা ৫ আগস্টের পর শীতল হতে থাকে। তবে বর্তমান সরকারের সময়ে অনেক দেশের সঙ্গে সম্পর্কের একটা ভারসাম্য আসতে থাকে। এর মধ্যে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখযোগ্য।

এরই ধারাবাহিকতায় ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রাষ্ট্রীয় আমন্ত্রণে আগামী মাসে তিনি বাংলাদেশ সফর করবেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ও বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে তার এ সফরকে যুগান্তকারী বলে উল্লেখ করা হচ্ছে। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আসন্ন এই সফরটি একটি যুগান্তকারী পদক্ষেপ যা গত বছরের আগস্টে ভারতপন্থি সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্ককেই সামনে তুলে ধরছে।

ঢাকা ও পাকিস্তানের কূটনৈতিক সূত্রের দাবি, ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কে  সুবাতাস বইতে শুরু করেছে। যদিও বাংলাদেশের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ নিয়ে দুঃখ প্রকাশ করার একটা দাবি আছে। এ বিষয়ের বাইরে দুই পক্ষই চায় সম্পর্কের ভারসাম্য।

এরমধ্যে গত বৃহস্পতিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক  দার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বলেছেন, বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই। বাংলাদেশকে সম্ভাব্য সব উপায়ে সহযোগিতা করবে পাকিস্তান। তিনি জানান, ২০১২ সালের পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর হতে চলেছে। ইসহাক দার বলেন, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার আমন্ত্রণে ফেব্রুয়ারি মাসে তিনি ঢাকা সফর করবেন।