সিলেটবুধবার , ৮ জানুয়ারি ২০২৫
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের বরেণ্য আলেম মাওলানা মুকাদ্দাস আলী শায়খে বারগাত্তা (রহ.) আর নেই

Ruhul Amin
জানুয়ারি ৮, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

 

মুহাম্মদ রুহুল আমীন নগরী ::
দেশের প্রখ্যাত শাইখুল হাদিস, সিলেটের প্রবীণ বুযুর্গ আলেম মাওলানা মুকাদ্দাস আলী শায়খে বার্গাত্তা আর নেই। তিনি গত বুধবার ( জানুয়ারি ২০২৫ ঈসায়ী)
সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বুধবার বিকেল ৪:৩০ মি: সময় জকিগঞ্জের সোনাসার নিজ এলাকায় জানাযা অনুষ্ঠিত হয়। তিনি দীর্ঘ প্রায় ৭০ বছর যাবত হাদিসের দারস দিয়ে আসছিলেন। সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জের
মুন্সীবাজার ফয়জে আম মাদরাসার আজীবন শায়খুল হাদীস ছিলেন। এর আগে দীর্ঘদিন মুহতামিম ছিলেন। কিছু দিন বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের শায়খুল হাদীস ছিলেন। তবে জীবনের সবটুকু সময় মুন্সীবাজারের শায়খুল হাদিস ছিলেন।
রাজনৈতিক ময়দানে তিনি শায়খুল ইসলাম সায়্যিদ হোসাইন আহমদ মাদানী (রহ) এর পথ ও মতের অনুসারী ছিলেন। এক্ষেত্রে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সাথে সম্পৃক্ত ছিলেন। দীর্ঘ দিন তিনি জকিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি ছিলেন।
প্রবীণ এই মুরুব্বির ইন্তেকালে সিলেটবাসী একজন শীর্ষ আলেম,সর্বজনশ্রদ্ধেয় রাহবারকে হারালো। তিনি ক্বাঈদুল উলামা আব্দুল করিম শায়খে কৌড়িয়া (র) এর অন্যতম খলিফা ছিলেন। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।
ক্ষণজন্মা এই আহলুল্লাহর সান্নিধ্যে কয়েকবার গিয়েছি। ২০১৭ সালে সর্বশেষ শাহবাগ জামিয়ার খতমে বোখারি অনুষ্ঠানে সাক্ষাৎ হয়েছিলো। অত্যন্ত সহজ সরল জীবন যাপন করতেন।

জন্ম: সিলেটের ভারত সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার সোনাসার এলাকার বারগাত্তা গ্রামে ১৩৪০ বাংলার ২০ চৈত্র (হিজরি সন আনুমানিক ১৩৫২, ইংরেজি ১৯৩৩) তারিখে তার জন্ম।
মাওলানা মুকাদ্দাস আলী প্রথমে স্থানীয় সোনাসার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। পাশাপাশি মসজিদের ইমাম মাওলানা মাহমুদ হুসাইন আহমদের কাছে কায়দা-আমপারাসহ দ্বীনের বুনিয়াদি শিক্ষা অর্জন করেন। দ্বীনি শিক্ষার প্রতি তার প্রবল আগ্রহ ছিল বিধায় স্কুলের প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে চলে যান ফুফুর বাড়িতে। ভর্তি হন মাদ্রাসায়ে সাইদিয়া ভরন সুলতানপুরে। সেখানে এক বছর লেখাপড়ার পর নানাবাড়ি চলে যান। ১৩৬৭ হিজরিতে নানা তাকে ভর্তি করিয়ে দেন বর্তমান ভারতে অবস্থিত বছলার মারকাজুল উলুম ভাঙ্গা মাদ্রাসায়। ভাঙ্গা মাদ্রাসার প্রায় সব শিক্ষকই ছিলেন শায়খুল ইসলাম সায়্যিদ হোসাইন আহমদ মাদানী (রহ.)-এর সান্নিধ্যধন্য, ব্রিটিশবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী। এখানে নাহবেমীর থেকে জালালাইন পর্যন্ত একটানা আট বছর পড়াশোনা করেন। উচ্চশিক্ষা অর্জনের উদ্দেশ্যে ১৩৭৪ হিজরিতে চলে যান উপমহাদেশের অন্যতম দ্বীনি মারকাজ দারুল উলুম দেওবন্দে। পুনরায় ভর্তি হন জালালাইন জামাতে। দেওবন্দে তিন বছর ‘ফুনুনাত’ পড়ে ১৩৭৭ হিজরিতে ভর্তি হন দাওরায়ে হাদিসে। বোখারি শরিফের দারস ও সনদ গ্রহণ করেন হজরত ফখরুদ্দিন মুরাদাবাদী (রহ.)-এর কাছ থেকে। এ ছাড়া আল্লামা ইবরাহিম বালিয়াভি (রহ.)-এর কাছে সহিহ মুসলিম ও সুনানে তিরমিজি, মাওলানা ফখরুদ্দিন মুরাদাবাদি (রহ.)-এর কাছে সুনানে আবু দাউদ, মাওলানা জহুরুল হক (রহ.)-এর কাছে শরহে মাআনিল আসার, মাওলানা সাইয়্যিদ হাসান (রহ.)-এর কাছে সুনানে ইবনে মাজাহ, কারি তৈয়্যব (রহ.)-এর কাছে মুআত্তাইন কিতাব পড়েন এবং ইজাজত পান।
শায়খ মুকাদ্দাস আলী দারুল উলুম দেওবন্দে তার লেখাপড়ায় অভূতপূর্ব কৃতিত্বের স্বাক্ষর রাখেন। মাওলানা মুকাদ্দাস আলী যে বছর দাওরা পড়েন, তার মাত্র বছর দুয়েক আগে শায়খুল ইসলাম হোসাইন আহমদ মাদানি (রহ.)-এর ইন্তেকাল হয়। তাই সরাসরি শায়খ মাদানির ছাত্রত্ব গ্রহণের সুযোগ পাননি। তবে পাঠভুক্ত ক্লাস ছাড়া অন্য ক্লাসে বসার সৌভাগ্য লাভ করেছেন কয়েকবার। দেওবন্দে দাওরা পরীক্ষার পর মাজাহিরুল উলুম সাহারানপুর গিয়ে সেখানে কিছুদিন শায়খুল হাদিস জাকারিয়া (রহ.)-এর সাহচর্য গ্রহণ করেন এবং তার কাছ থেকে বোখারি শরিফের লিখিত ইজাজত লাভ করেন।
প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্তির পর মাওলানা মুকাদ্দাস আলী দেশে ফিরে ১৩৭৯ হিজরি ১৯৬০ সালে জন্মভূমি সিলেটের জকিগঞ্জ উপজেলার মুনশিবাজার মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে তার কর্মজীবনের শুরু হয়। তখন মুনশিবাজার মাদ্রাসায় হাদিসের জামাত ছিল না, ফলে মিশকাতুল মাসাবিহ, তাফসিরে বয়জাবিসহ গুরুত্বপূর্ণ কিতাবাদি পাঠদান করেন। পরের বছরই সেখানে দাওরায়ে হাদিস খোলা হয় এবং প্রত্যাশিতভাবে তরুণ মাওলানা মুকাদ্দাস আলী শায়খুল হাদিসের মসনদ অলংকৃত করেন। সেই থেকে মৃত্যু পর্যন্ত প্রায় ৬৬ বছর ধরে সহিহ বোখারির দরস দিয়ে গেছেন।

অবশ্য মাঝখানে একবার দুবছরের জন্য সিলেটের আঙ্গুরা মুহাম্মদপুর মাদ্রাসায় শায়খুল হাদিস হিসেবে ছিলেন, তারপর আবার ফিরে আসেন মুনশিবাজারে এবং সেই থেকে আজীবন ছায়া দিয়ে যাচ্ছিলেন পূর্ব সিলেটের প্রাচীন এই মাদ্রাসায়। মুনশিবাজার মাদ্রাসা ছাড়াও জকিগঞ্জের হাড়িকান্দি মাদ্রাসার ও শায়খুল হাদিস ছিলেন তিনি। বাংলাদেশে একাধারে এত দীর্ঘকাল সহিহ বোখারির দারস দিয়েছেন, এমন শায়খুল হাদিস বিরল।
মাওলানা মুকাদ্দাস আলী কিংবদন্তিতুল্য একজন শায়খুল হাদিস হওয়ার পাশাপাশি একজন উঁচুমাপের বুজুর্গও। দেওবন্দে দাওরা শেষ করেই ফেদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানি (রহ.)-এর হাতে আত্মশুদ্ধি ও সুলুকের বায়াত হন। এরপর দেশে ফিরে আসায় যোগাযোগ অসুবিধার কারণে ফেদায়ে মিল্লাতের নির্দেশে শায়খুল ইসলাম হোসাইন আহমদ মাদানি (রহ.)-এর অন্যতম খলিফা কাঈদে উলামা মাওলানা আবদুল করিম শায়খে কৌড়িয়ার হাতে বায়াত হন এবং ১৩৮৩ হিজরির ২৭ রমজান খেলাফত লাভ করেন। এরপর থেকে হাদিসের পাঠদানের পাশাপাশি আধ্যাত্মিক চিকিৎসায় মনোযোগ দেন। বিশুদ্ধ আধ্যাত্মিক মেহনতের লক্ষ্যে একটি খানকা চালু করেন। জকিগঞ্জের মুনশিবাজার মাদ্রাসা মসজিদেই কেবল চালু আছে। আর খানকার পুরোধা ব্যক্তিত্ব হিসেবে আছেন মাওলানা মুকাদ্দাস আলী। প্রতিবছর রমজানের শেষ দশকে বিভিন্ন অঞ্চল থেকে লোকজন জকিগঞ্জ ছুটে যান তার সাহচর্যে থেকে ইতেকাফ করার জন্য। ইতিমধ্যে আধ্যাত্মিক তরিকায় বেশ কয়েকজন ব্যক্তিত্বকে তিনি খেলাফত প্রদান করেছেন। তাদের অন্যতম হলেন কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস মাওলানা শফিকুর রহমান জালালাবাদী। তিনি প্রতিবছর রমজানের শেষ দশকে কিশোরগঞ্জ থেকে ছুটে আসেন শায়খের সাহচর্যে ইতেকাফের জন্য।
পারিবারিক জীবনে মাওলানা মুকাদ্দাস আলী ১৩৮১ হিজরিতে জকিগঞ্জের পরচক নিজগ্রামের আলহাজ মুহিবুর রহমানের বড় মেয়ে আনোয়ারা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আট সন্তানের মধ্যে তিন মেয়ে শৈশবেই মারা যান। বর্তমানে ৩ ছেলে আর ২ মেয়ে রয়েছেন। দুই ছেলে আলেম, হাফেজ এবং দ্বীনি খেদমতে নিয়োজিত আছেন।
আল্লাহপাক মহান এই মনীষীকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।

লেখক: সভাপতি, মাদানী কাফেলা বাংলাদেশ। ০১৭১৬৪৬৮৮০০।