বিশেষ প্রতিনিধি:
সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর দীর্ঘ দিন ধরে কারাগারে আছেন। ফ্যাসিবাদী আওয়ামিলীগ সরকারের রোষানলে তিনি সহ আরো অনেক জনপ্রিয় রাজনীতিবিদ এখনো কারাবন্দী। নেত্রকোণা-৪ নির্বাচনী এলাকায় বিভিন্ন মসজিদ, মাদরাসায় উনার মুক্তির দাবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলেম উলামাদের প্রতি উনার ঘনিষ্ঠাতা ছিলো বলেই তার জন্য এখনো মোহনগঞ্জের
বিভিন্ন মসজিদ,মাদরাসায় দোয়া অব্যাহত আছে।
জুলাই বিপ্লবের পরে আমাদের বিশ্বাস তিনি দ্রুত সময়ের মধ্যে মুক্তি পাবেন। কিন্তু জনপ্রিয় এই মজলুম
নেতাকে বিতর্কিত করার জন্য কিছু লোক মানুষের কাছ থেকে টাকা উত্তোলন করে নর্তকী এনে নাচ গান করিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন।
একজন লোক জেলে এখনো বন্দী আছেন।
উনার জন্য দোয়া না করে নর্তকি নাচিয়ে গানবাজনা করে বাবর সাহেবের লাভ করলো না কি ক্ষতি করা হলো?
জানাগেছে, গত ১০ জানুয়ারি মোহনগঞ্জ উপজেলার ৭ নং গাগলাজুর বাজারে কতিপয় যুবকের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে উন্মুক্ত মাঠে নর্তকী এনে গানের আসরের আয়োজন করে। পরে স্থানীয় জনগন ও ইসলামী জনতার পক্ষ থেকে এই অনুষ্ঠানের আপত্তি জানান। ৯ জানুয়ারি এই বিতর্কিত অনুষ্ঠান বন্ধের দাবিতে অন্তত ৩০০ মানুষের স্বাক্ষরিত একটি সারক লিপি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দেয়া।
এদিকে মোহনগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ প্রশাসনের সাথে সাক্ষাত করে নর্তকী এনে বিতর্কিত অনুষ্ঠান বন্ধের দাবি জানানোর প্রেক্ষিতে ব্যানার পরিবর্তণ করে বিএনপির নামে একই অনুষ্ঠান করা হয়।
যেখানে প্রশাসন বিতর্কিত অনুষ্ঠান না করার জন্য তাদের বলার পরেও জনপ্রিয় একটি রাজনৈতিক দলকে আলেম উলামাদের বিরুদ্ধে গিয়ে নাচগান করালো কারা?
নারীদের এনে নাচগান করিয়ে বাবর সাহেব এবং বি এন পির নাম ভাঙ্গিয়ে যে বা যারাই এই অনুষ্ঠান করে বাণিজ্যিক ফায়দা নিয়ে দলকে কলুষিত করলো কারা?
আগামী নির্বাচনে বি এনপির কি আলেম উলামাদের ভোটের প্রয়োজন হবেনা?
আলেম উলামাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা বাবর সাহেবের নামে এই অপকর্মটি করেছে তাদের বিরুদ্ধে কি সাংগঠনিক ব্যবস্থা নিতে পারবে জেলা/ উপজেলা বিএনপির হাইকমান্ড?
বিবেকের আদালতে এই প্রশ্নটি রাখলাম। যারাই এর সাথে জড়িত তারা কি কাজটি ভালো করেছেন?