স্বাধীনতা-পরবর্তী এবং জুলাই বিপ্লব-পূর্ব ৫২ বছরের বাংলাদেশে চারটি চাঞ্চল্যকর এবং ঐতিহাসিক ঘটনা দেশটির রাজনীতির দর্শন ও চরিত্র নির্মাণে এ যাবৎ প্রধান ভূমিকা রেখেছে।
এক. ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একাংশের অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ মুজিব নিহত এবং বাকশালশাহির পতন হলে বাংলাদেশে সর্বত্র বিস্তৃত ভারতীয় হেজেমনির শিকলে প্রথম ঝাঁকুনি লাগে।
দুই. এর তিন মাস না যেতেই ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে পরিচালিত ভারতের এ-দেশীয় সামরিক-বেসামরিক দালাল মোর্চার প্রতিবিপ্লবকে পরাভূত করলে দিল্লি অন্তত কিছু সময়ের জন্য হতচকিত হয়ে পড়েছিল। অবশ্য বছর ছয়েক না পেরোতেই আমাদের আগ্রাসী প্রতিবেশী সেনাবাহিনীর অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কাজে লাগিয়ে তারা প্ল্যান-বি কার্যকর করতে সক্ষম হয়েছিল।
তিন. ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে জেনারেল মঞ্জুরের নেতৃত্বে তার অনুসারী, আওয়ামী ও দিল্লিপন্থি সেনা অফিসাররা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করলে ভারত জেনারেল এরশাদের কাঁধে সওয়ার হয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সুযোগ পায়। এর ফলে রাষ্ট্রপতি জিয়া হত্যার পরিকল্পনায় এরশাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জনমনে দৃঢ় বিশ্বাস জন্মায়। শিখণ্ডি এরশাদের জাতীয় পার্টি কোনোদিনই আর ভারতীয় শৃঙ্খলমুক্ত হতে পারেনি এবং
চার. ১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণঅভ্যুত্থানে একনায়ক এরশাদের পতন হলে বাংলাদেশ পরবর্তী দেড় দশকের জন্য গণতান্ত্রিক শাসনের স্বাদ পায়। ২০০৭ সালের এক-এগারোর ভারত ও মার্কিন সমর্থিত সামরিক অভ্যুত্থান সেই গণতন্ত্র নস্যাৎ করে ফ্যাসিবাদ উত্থানের সুযোগ করে দেয়। ফলে ৯০-এর গণঅভ্যুত্থান সফল হলেও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি থেকে ভারতীয় প্রভাব হটানো অদ্যাবধি সম্ভব হয়নি।
জুলাই বিপ্লবের চরিত্র ও দর্শন সঠিকভাবে বুঝেশুনে বাংলাদেশ কাঁপিয়ে দেয়া ৩৬ দিনের ঘটনাবলির একটা যুক্তিপূর্ণ ব্যাখ্যা দাঁড় করাতে হলে আমাদের উল্লিখিত চার ঘটনার প্রেক্ষাপট ও পরিণতি স্মরণে রাখা দরকার। ভারতের মাতুব্বরি ও রাজনৈতিক দখলদারিত্ব থেকে মুক্তির আকাঙ্ক্ষা নিয়েই দেশপ্রেমিক জনগণ এবং সামরিক বাহিনী ১৯৭৫ সালের আগস্ট ও নভেম্বরে রক্তাক্ত পরিবর্তন ঘটিয়েছিল।
এর বিপরীতে ১৯৮১ সালে জিয়া হত্যা ছিল ভারতপন্থিদের প্রতিশোধ গ্রহণ ও বাংলাদেশের রাজনীতিতে দিল্লির প্রত্যাবর্তনের প্রক্রিয়া। এসব ঘটনাবলির তুলনায় ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল একেবারেই অভ্যন্তরীণ ও সীমিত। সেই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের জনগণ কেবল একজন একনায়কের পতন ঘটিয়ে গণতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম করতে চেয়েছিল।
আমি মনে করি, ১৯৯০ সালের আন্দোলনে ভূরাজনীতির বিষয়টি তেমন একটা গুরুত্ব পায়নি। এ কারণেই সে সময় কট্টর ভারতপন্থি ও ইসলামবিদ্বেষী বাম এবং আওয়ামী লীগের সঙ্গে মধ্যমপন্থি জাতীয়তাবাদী দলের আন্দোলনের ময়দানে মিত্রতা সম্ভব হয়েছিল। জামায়াতে ইসলামী সেই আন্দোলনে অংশ নিলেও অন্যান্য দল তাকে তখন অনেকটা অচ্ছুত হিসেবেই বিবেচনা করেছে। আওয়ামী লীগ ও বিএনপি সুবিধামতো জামায়াতকে রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহার করেছে এবং কাজ ফুরালে ছুঁড়ে ফেলে দিয়েছে।
অপরদিকে জামায়াতও রাজনীতিতে পুনর্বাসিত ও বৈধতা পাওয়ার চেষ্টায় বিএনপি এবং আওয়ামী লীগের সঙ্গে পর্যায়ক্রমে ঘনিষ্ঠ হতে চেয়েছে। উপরন্তু ৯০-এর আন্দোলনের চরিত্র ও লক্ষ্য পুরোপুরি সেক্যুলার হওয়ার কারণে এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার মোড়কে দীর্ঘদিন ধরে ইসলামোফোবিয়া ক্রিয়াশীল থাকায় এ দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষারও কোনো প্রতিফলন এরশাদের বিরুদ্ধে আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে কিংবা বয়ানে পরিলক্ষিত হয়নি। বরং এরশাদই সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্ত করে একপ্রকার ইসলামপন্থি লেবাস গায়ে চড়িয়ে বিএনপির ভোটব্যাংকে ভাগ বসাতে চেয়েছে। আর আওয়ামী লীগ ও তাদের লেজুড় বাম দলগুলোর রাজনীতি তো ১৯৭২ থেকেই স্বাধীনতার পক্ষ-বিপক্ষের বাইনারিকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে।
শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনকালে ২০১৪, ২০১৫ এবং ২০২৩ সালে বিএনপির নেতৃত্বে; ২০১৩ সালে মাওলানা সাঈদীর ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এবং ২০১৩ সালে শাহবাগীদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের নেতৃত্বে অত্যন্ত কঠোর, স্বতঃস্ফূর্ত ও ব্যাপক আন্দোলন বিভিন্ন কারণে সফল হয়নি। এছাড়া প্রথম কোটা আন্দোলন এবং স্কুলপড়ুয়া শিশুদের নিরাপদ সড়ক আন্দোলনে সরকার স্বল্পকালীন বিপদে পড়লেও নির্মম রাষ্ট্রশক্তির প্রয়োগ এবং রাজনৈতিক কৌশলের মিশেলে ক্ষমতায় টিকে গিয়েছিল।
সুতরাং এ প্রশ্ন ওঠা অতিস্বাভাবিক যে, জুলাই বিপ্লবে কী সেই বিশেষ সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক বয়ান ছিল, যার মিলিত শক্তিতে এক দীর্ঘ, বর্বর ও বিদেশি রাষ্ট্রের ক্রীড়নক শাসকের পতন ঘটেছে? হাসিনার পলায়নের পর থেকে বিষয়টি নিয়ে দিনের পর দিন চিন্তা করার পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের বিপ্লবের ইতিহাস ঘেঁটেছি। সাম্প্রতিককালের আরব বসন্তের সফলতা ও ব্যর্থতা থেকেও শেখার চেষ্টা করেছি।
আমার পড়াশোনা আর চিন্তা থেকে যে বিশ্লেষণটি ক্রমান্বয়ে পাঠকের কাছে এবার উপস্থাপন করব, তার সঙ্গে সবাই যে একমত হবেন না- সেটিও আমি জানি। কিন্তু আজ থেকে কয়েক বছর পর জুলাই বিপ্লব আগের অভ্যুত্থানগুলোর মতো যেন কেবল বিশেষ দিবসে সীমাবদ্ধ হয়ে না পড়ে, সেই লক্ষ্য থেকেই আমি এই বিতর্কের সূচনা করছি। আমার প্রত্যাশা, এই বিপ্লব নিয়ে যেন বুদ্ধিবৃত্তিক চর্চা অব্যাহত থাকে দেশে-বিদেশে। লেখালেখি ও বিতর্ক অব্যাহত থাকলে জুলাই বিপ্লব বিশ্বরাজনীতির গুরুত্বপূর্ণ ইতিহাসে পরিণত হবে।
১) কোটা আন্দোলন থেকে সূত্রপাত হয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কোটা আন্দোলন মাত্র ১৫ দিনের মধ্যে সরকার পতন আন্দোলনে রূপ নেয়। ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনে মানুষের মনে যে ক্ষোভের আগুন পুঞ্জীভূত ছিল, সেটা দ্রুত দাবানলে পরিণত হয়েছিল। সব ফ্যাসিস্ট শাসকের মতো শেখ হাসিনাও এর আগে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে রাষ্ট্রীয় সন্ত্রাস দিয়ে অবদমন করেছেন। তার আজ্ঞাবহ পুলিশ বিশেষ ব্যক্তি, পরিবার ও গোষ্ঠীগত খুনি বাহিনীতে পরিণত হয়ে সমগ্র বাংলাদেশকে এক ত্রাসের রাজত্বে পরিণত করায় জনগণ ভীতসন্ত্রস্ত হয়ে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছিল।
২) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ‘আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার’ এবং ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ এই দুই স্লোগানের মাধ্যমে বাংলাদেশে অর্ধশত বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনার ছদ্মাবরণে ভারতের গোলামি অব্যাহত এবং জাতিকে বিভাজিত রাখার যে বয়ান তৈরি করা হয়েছিল, তাকে নস্যাৎ করে দেয়। ১৪ জুলাই মধ্যরাতে এই স্লোগান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছেলেমেয়ে হল ছেড়ে বেরিয়ে এলে এ দেশে ভারতপন্থি রাজনীতির কবর খননের কাজটি শুরু হয়ে যায়। মেকি চেতনার পরিবর্তে জাতি প্রকৃত স্বাধীনতার স্পৃহায় উজ্জীবিত হয়ে ওঠে।
৩) ১৬ জুলাই আবু সাঈদের অসীম বীরত্বপূর্ণ শাহাদাতবরণের অবিস্মরণীয় দৃশ্য মানুষের মনে ফ্যাসিবাদের দেড় দশকের তৈরি করা ভয়ের শৃঙ্খল নিমিষে ভেঙে ফেলে। তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত বিপ্লব ছড়িয়ে পড়ে। আন্দোলনকারী ছাত্রদের সমর্থনে শহুরে মধ্যবিত্ত শ্রেণি রাস্তায় নেমে এলে শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায়। ২০১৩ সালে হেফাজতের আন্দোলনে এই শহুরে তথাকথিত সেক্যুলার মধ্যবিত্তের সমর্থন ছিল না বলেই শাপলা চত্বরে গণহত্যা চালিয়ে ফ্যাসিস্ট সরকার টিকে গিয়েছিল।
৪) আগেই উল্লেখ করেছি, ১৯৯০ সালের গণআন্দোলনে ইসলাম ও ভারতীয় হেজেমনির ইস্যু অনুপস্থিত ছিল। আমার গত প্রায় দুই দশকের লেখালেখিতে অব্যাহত বলার চেষ্টা করে গেছি যে, বাংলাদেশকে ভারতীয় নিয়ন্ত্রণমুক্ত করার লড়াইয়ে বিজয় লাভ করতে হলে নাগরিকের দেশপ্রেমের সঙ্গে এ দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ধর্মীয় আবেগের মিশেল এক অপরিহার্য উপাদান।
১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থানের পর জুলাই বিপ্লবে দ্বিতীয়বার আমরা এমন একটি পরিস্থিতি তৈরি করতে পেরেছি। এবারের লড়াইয়ে সব সরকারি-বেসরকারি সেক্যুলার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়ের সঙ্গে মাদরাসার ছাত্ররাও কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রীয় সন্ত্রাসকে মোকাবিলা করেছে। ঢাকার জনগণ দেখেছে কীভাবে চাঁনখারপুল ও সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও সিটি কলেজ; উত্তরা ও বাড্ডায় প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং যাত্রাবাড়ীতে মাদরাসার নিরস্ত্র ছাত্ররা একসঙ্গে মরণপণ যুদ্ধে লিপ্ত হয়েছিল র্যাব, পুলিশ ও আওয়ামী লীগের অস্ত্রধারী দানব ক্যাডারদের সঙ্গে। এই মহান ও ঐতিহাসিক ঐক্যের ফলেই পুলিশ বলতে বাধ্য হয়েছিল যে, ‘একজন মারা যায়; কিন্তু কেউ ভয় পায় না, কেউ রাস্তা ছাড়ে না।
আরও একশজন প্রাণ দিতে এগিয়ে আসে’। আমার কন্যাসম এক ছাত্রীর একটি বাক্য অবিস্মরণীয় হয়ে থাকবে। সে বলেছিল, ‘পেছনে পুলিশ আর সামনে স্বাধীনতা’। আমাদের পুত্রকন্যারা জুলাই বিপ্লবে পুলিশের মারণাস্ত্রকে উপেক্ষা করে স্বাধীনতাকে বেছে নিয়েছিল বলেই আমরা ফ্যাসিবাদকে হটাতে পেরেছি। জালিমের বিরুদ্ধে যে জিহাদে লিপ্ত হয়, সর্বশক্তিমান আল্লাহ্তায়ালা তাকেই কেবল সাহায্য করেন। আমি বিদায়ী প্রজন্মের একজন প্রতিনিধিরূপে বাংলাদেশের তরুণ প্রজন্মকে সালাম জানাই।
৫) আমি মনে করি, জুলাই বিপ্লব মূলত তিনটি রাজনৈতিক বয়ানের পটভূমিতে অতিদ্রুততার সঙ্গে পরিণতির দিকে এগিয়েছে। প্রথমত, ফ্যাসিবাদকে হটিয়ে শেখ হাসিনার দানবীয় শাসন থেকে মুক্তিলাভ করতে হবে; অর্থাৎ এক দফা। দ্বিতীয়ত, রাষ্ট্রের সর্বত্র যে ইসলামবিদ্বেষী অপশক্তি বিস্তার লাভ করেছে, তাকে উৎখাত করে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে এবং তৃতীয়ত, ভারতীয় হেজেমনির নিয়ন্ত্রণ থেকে বাংলাদেশকে মুক্ত করে স্বাধীনতা-সার্বভৌমত্ব পুনরুদ্ধার করতে হবে।
মানবাধিকার ও গণতন্ত্রের সেক্যুলার দর্শন এবং মহান আল্লাহর প্রতি বিশ্বাসের অভূতপূর্ব মেলবন্ধন ঘটেছিল জুলাই বিপ্লবে। দেশপ্রেম ও ধর্মীয় বিশ্বাস দ্বারা উদ্বুদ্ধ তরুণরা জীবনের পরোয়া করেনি। মৃত্যুভয় জয় করা সেই তারুণ্যের সামনে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনি বাহিনীর আর টিকে থাকা সম্ভব হয়নি। পরিণামে হাসিনাকেও দিল্লিতে পালাতে হয়েছে।
৫ আগস্টের পর তরুণ নেতৃত্বের সবচেয়ে বড় ভুল হয়েছিল একটি বিপ্লবী সরকার গঠনে দোদুল্যমানতা। এত বড় একটা বিপ্লবে সফল হওয়ার পর বিপ্লব-পরবর্তী সরকারের একটি ফ্যাসিস্ট, গণবিরোধী সংবিধানের জঞ্জাল ঘেঁটে বৈধতা খুঁজতে যাওয়ার অবিশ্বাস্য বোকামির ফল হলো গত পাঁচ মাসের অরাজকতা ও নানাবিধ দেশি-বিদেশি ষড়যন্ত্র। কিছুদিন আগে সিরিয়ায় বাশারের পতনের পর নতুন সরকার প্রথম যে কাজটি করেছে, তা হলো আগের সংবিধান স্থগিতকরণ। যে প্রোক্লেমেশন (Proclamation) নিয়ে দেশে এখন এত বিতর্ক, এত মনোমালিন্য চলছে- সেটি ঘোষণা করেই ড. ইউনূস সরকারের যাত্রা শুরু করা উচিত ছিল।
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির মধ্যে বিপ্লবকালীন ঐক্য যে আর নেই, তার প্রমাণ আমরা প্রতিদিই পাচ্ছি। সংস্কারপন্থি ও নির্বাচনপন্থিদের মধ্যে বিবাদ তীব্রতর হচ্ছে। রাজনৈতিক ময়দান দখলে নেওয়ার জন্য বিএনপি ও জামায়াতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। উপরন্তু, পুরোনো দলগুলো বিপ্লবী তরুণদের রাজনৈতিক আকাঙ্ক্ষাকেও যথেষ্ট সন্দেহের চোখে দেখছে। অনভিজ্ঞ তরুণদের মধ্যেও নতুন দল করার জন্য বেশ উৎসাহ দেখা যাচ্ছে।
কিন্তু দল গঠনের আগে তাদের জুলাই বিপ্লবের একটি রাজনৈতিক ও দার্শনিক বয়ান জাতির কাছে উপস্থাপন করা যে অত্যন্ত জরুরি ছিল, সেটা তারা অনুধাবন করতে পারেনি। ১৯৭৫ সালের সিপাহি-জনতা অভ্যুত্থানের পর তৎকালীন জাতীয় নেতৃত্ব সেই অতিগুরুত্বপূর্ণ কাজটি করেনি বলেই পরবর্তীকালে রাজনৈতিক দলগুলো নিজেদের সুবিধামতো ঘটনার বর্ণনা ও ব্যাখ্যা করেছে।
কেউ এটাকে বিপ্লব বলেছে; আবার প্রতিপক্ষ দল সেনাকর্মকর্তা হত্যার অভিযোগ এনেছে। পূর্বের ভুলের পুনরাবৃত্তি ঘটলে আজ থেকে কয়েক দশক পর মানুষের স্মৃতি ফিকে হয়ে এলে নিশ্চিতভাবেই জুলাই বিপ্লব নিয়েও নানারকম সুবিধাবাদী বয়ান রচিত হবে।
কাজেই আমার পরামর্শ হলো, কেবল প্রোক্লেমেশন নয়, সে সঙ্গে জুলাই বিপ্লবের একটি রাজনৈতিক ব্যাখ্যাও দাঁড় করানো আবশ্যক। দেশের নানা প্রান্তে বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে যে স্বার্থের দ্বন্দ্ব ও বিবাদ দেখা যাচ্ছে, সেটারও মূল কারণ হলো এখন পর্যন্ত বিপ্লবের একটা দর্শন হাজির না করতে পারা। স্বচ্ছ রাজনৈতিক দর্শন ও বয়ান ছাড়া দল গঠনের চেষ্টা হলে তার পরিণতি এক-এগারোর নানাবিধ কিংস পার্টির মতো হওয়ার আশঙ্কাই বেশি।