সিলেটশুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল

Ruhul Amin
জানুয়ারি ১৭, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:

সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং- চট্ট ১৬৬৯ এর অন্তর্ভুক্ত শাহী ঈদগাহ ইউনিটের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সদস্য মরহুম আব্দুল গফফার এর স্মরণে ও তার রুহের মাগফেরাত কামনায় শুক্রবার (১৭ জানুয়ারি) নগরীর শাহী ঈদগাহে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের শাহী ঈদগাহ শাখার সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালমান আহমদের পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মুহিবুর রহমান শামীম, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা শাখার কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, সদস্য বাহার উদ্দিন, শ্রমিক নেতা রুবেল আখন্দ, শাহীনুর আখন্দ, জহরুল ইসলাম, আক্কাস আলী, নুরুল হক, হারিছ আলী, মোবারক আলী, আইয়ুব আলী, আবুল কালাম, আব্দুল মালিক, শেরে আলম প্রমুখ।
দোয়া মাহফিলে শ্রমিক নেতা মরহুম আব্দুল গফফার এর রুহের মাগফেরাত ও দেশ এবং জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মুহিবুর রহমান শামীম।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি (বুধবার) সিলেট নগরীর আম্বরখানায় রিক্সা চালানো অবস্থায় হার্ট এট্যাক করে ইন্তেকাল করেন আব্দুল গফফার। পরে সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের ব্যবস্থাপনায় আঞ্জুমানে খেদমতে কোরআনের এ্যাম্বুলেন্সযোগে মরহুমের লাশ দেশের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার বেতকাপা গ্রামের বাড়িতে পাঠানো হয়। পরে সেখানে তার দাফন সম্পন্ন হয়।