সিলেটরবিবার , ১৯ জানুয়ারি ২০২৫
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন :প্রধান উপদেষ্টার প্রেস সচিব

Ruhul Amin
জানুয়ারি ১৯, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘প্রধান উপদেষ্টা নির্বাচনের দুটো সময় ঘোষণা দিয়েছিলেন। যদি কম সংস্কার হয়, সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। যদি রাজনৈতিক দলগুলো মনে করে অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে আমরা আরও বেশি কিছু সংস্কার করিয়ে নেবো সেক্ষেত্রে ২০২৬ সালের জুনে নির্বাচনের কথা উনি (প্রধান উপদেষ্টা) বলেছেন। সত্যিকার অর্থে আমরা যে খুব বেশি সময় নিচ্ছি তা তো না। খুবই যুক্তিযুক্ত একটা সময়ের কথা প্রধান উপদেষ্টা বলেছেন।’

রোববার সকালে কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, ‘আপনাদের মনে রাখতে হবে এই সরকারে যারা আছেন, তাদের কারও এই পাওয়ারের ওপর লোভ নেই। স্ব স্ব জায়গায় তারা বুৎপত্তি অর্জন করেছিলেন। সেখানে কাজ করে তারা আনন্দ পান, তারা সেখানে ফিরে যাবেন।’

তিনি বলেন, ‘আমাদের নৈতিক দায়িত্ব বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেয়া। প্রধান উপদেষ্টা সেটা বলেছেনও। সেই আলোকে আমরা কাজ করছি। আমরা আশা করি, দরকারি সংস্কারের পর সামনে যে নির্বাচন হবে, সেটা একটা ঐতিহাসিক নির্বাচন হবে।’

বাংলাদেশের মানুষ যারা গত ১৫ বছর ভোট দিতে পারেনি, তার সবাই আনন্দের সঙ্গে খুবই উৎসবমুখর পরিবেশে ভোট দেবেন বলে উল্লেখ করেন প্রেস সচিব।