সিলেটসোমবার , ২০ জানুয়ারি ২০২৫
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়

সার্বভৌমত্ব জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই শীর্ষক আলোচনা সভা

Ruhul Amin
জানুয়ারি ২০, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

 

গত ১৮ জানুয়ারি ২০২৫ শনিবার বাঙলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার উদ্যোগে জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীর সম্মেলনকক্ষে, সার্বভৌমত্ব জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই শীর্ষক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন লেখক শিবির সিলেট জেলার আহবায়ক খালেদ উদ-দীন। পরিচালনা করেন সদস্য সচিব মিনহাজ আহমেদ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তি কাউন্সিল (পূর্বাঞ্চল ৩) চট্টগ্রাম এর সভাপতি এডভোকেট ভূলন ভৌমিক।
প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয় ঘটেছে, আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা নেই। জুলাই-গন উত্থানে ফ্যাসিবাদী শাসনব্যবস্থার চালকের পরিবর্তন ঘটেছে, কিন্তু শাসনব্যবস্থা পূর্বের অবস্থায় রয়ে গেছে। ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পরিবর্তনের জন্য জনগণের সংগঠিত রাজনৈতিক শক্তির বিকাশের প্রয়োজন। বাংলাদেশ লেখক শিবির কে এই শূন্যস্থান পূরণের কাজটি করতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন নুরুল হুদা সালেহ, সাবেক সভাপতি ট্রেড ইউনিয়ন সংঘ, আমির হোসেন, কবি ও লেখক আল- আমিন, প্রবীণ রাজনৈতিক কর্মী বীরেন্দ্র কুমার পাল, কবি সুলেমান রাসেল, কবি মজনু মহিবুর রহমান, কবি সৈয়দ মনির হেলাল, কবি ও নাট্যকর্মী বাবুল আহমদ, কবি ইমামুল ইসলাম রানা, লেখক শামসুল কিবরিয়া, সংস্কৃতি কর্মী এনায়েতুর রহমান চৌধুরী, কবি সুফি আকবর, জুনায়েদ আহমদ, সাংবাদিক আকলিছ আহমদ চৌধুরী, সংস্কৃতিকর্মী আহমেদ সোহেল, সংস্কৃতিকর্মী হোসেন তাহমিদ প্রমুখ।

আলোচনা সভাটিতে উল্লেখিত সিলেটের বিশিষ্ট কবি সাহিত্যিক লেখকবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আলোচকবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সেই সাথে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নেবার আকাঙ্ক্ষা প্রকাশ করেন।