নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির ৩১ দফা লিফলেট বিতরণকালে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ নেতা মো. সুলতান আহম্মেদকে (৬৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মোহনগঞ্জ থানার মামলা নং-০৫(১২)২৪ এর তদন্তে আসামী।
আজ সোমবার দুপুরে তাকে আদলতে পাঠানো হয়েছে।এরআগে রোববার রাতে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার সুলতান আহম্মেদ উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ডিসেম্বরে মোহনগঞ্জ উপজেলার ছেঁছরাখালী এলাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করছিল ছাত্রদলের নেতাকর্মীরা। ওই কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতিসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা ছিলেন। এতে আওয়ামী লীগ ও এর অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। হামলায় ছাত্রদলের নেতাকর্মীরা আহত হয়৷ পরে এ ঘটনায় থানায় মামলা করা হয়।
জানাগেছে, সুলতান আহম্মেদ এর আগেও বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর হামলা ও বিএনপি নেতার বাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন সম্প্রতি তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পান।
উল্লেখ্য,
শয়তানের’ সন্ধানে দেশ জুড়ে চলছে অপারেশন ডেভিল হান্ট। কার্যক্রম শুরু করেছে সেন্ট্রাল কমান্ড সেন্টার। প্রথম দিনের অপারেশনে ১৩০৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরমধ্যে পুলিশের মেট্রোপলিটন এলাকায় ২৭৪ ও রেঞ্জের পুলিশের বিভিন্ন জেলায় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৩৪ জনকে। সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে গাজীপুর থেকে। গাজীপুর জেলা পুলিশের পাঁচটি থানা থেকে ৪৬ জনসহ মহানগরের বিভিন্ন এলাকা থেকে ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার হওয়াদের অনেকে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছে দাগি ও পলাতক আসামি এবং চিহ্নিত সন্ত্রাসী।