সিলেটশনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Ruhul Amin
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের পাঁচমাইলস্থ বরায়া উত্তরভাগে পিয়ারা শপিং সেন্টারের ২য় তলাস্থ হলি আর্ট যুব সংস্থার উদ্যোগে ডিজিটাল আসক্তি পরিহার করি, চিত্রাংকনের মাধ্যমে পরিপূর্ণ জীবন গড়ি শ্লোগানকে সামনে রেখে শিশু-কিশোরদের মেধা বিকাশে চিত্রাংকন (চারুকারু) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

হলি আর্ট যুব সংস্থার প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত যুব সংগঠক আশফাক উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও সংস্থার সহ সভাপতি, নারী উদ্যোক্তা-আত্মকর্মী ছালেহা বেগম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার সহ এমব্যাসেটর আরাফাত রহমান, সামাদ আহমদ, লিজা বেগম প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষক ও শিক্ষিকাগণের সহযোগিতায় অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় ১০০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা সহ অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীদেরকে একটি করে বই পুরস্কার দেওয়া হয় এবং শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক শ্রেণির ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদেরকে পুরস্কার প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে জাতীয় পুরস্কারপ্রাপ্ত যুব সংগঠক আশফাক উদ্দিন আহমদ বলেন, প্রত্যেক শিশুকে সংস্কৃতিভাবাপন্ন মানবিক মূল্যবোধসর্ম্পূণ মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের সমাজ-সংস্কৃতি, সাহিত্যঙ্গনে তরুণদের সম্পৃক্ত করতে হবে। স্বজনরা সেই কাজ করে যাচ্ছেন। তাদের প্রত্যেকটি অনুপ্রেরণামূলক সহযোগিতা আমাকে উৎসাহিত করেছে।