সিলেটরবিবার , ৯ মার্চ ২০২৫
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়

আর-রাহীম ফাউন্ডেশনের রামাদ্বান ফুড প্যাক বিতরণ সম্পন্ন

Ruhul Amin
মার্চ ৯, ২০২৫ ২:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:

সুনামগঞ্জের প্রথিতযশা শায়খুল হাদীস হযরত আব্দুর রহীম উলুতুলী রাহিমাহুল্লাহ স্মরণে প্রতিষ্ঠিত ‘আর-রাহীম ফাউন্ডেশন’-এর উদ্যোগে অদ্য ৭ রামাদ্বান-১৪৪৬ হিজরী, ৮ মার্চ-২০২৫ ঈসায়ী, শনিবার সুনামগঞ্জের কাঠইর ইউনিয়নের তিনটি গ্রামের শতাধিক রোযাদার হতদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে রামাদ্বান ফুডপ্যাক বিতরণ করা হয়েছে।

বাদ যোহর জামিয়া রাহিমিয়া দারুল উলূম চন্ডিটিয়র-কাঠইর ও বিকাল চারটায় উলুতুলু জুম্মাবাড়ী প্রাঙ্গণে আলাদা দু’টি স্পটে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সাথে গায়রতবান কিছু আলেমদেরও আর্থিক সহযোগীতা প্রদান করা হয়েছে।

ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা এখলাছুর রহমান সাহেবের সভাপতিত্বে ও মাওলানা নূর আহমদ সালমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অন্যতম উপদেষ্টা শায়খুল হাদীস মাওলানা শাব্বির আহমদ, চেয়ারম্যান হাফিজ মাহমুদুল হাসান, উলুতুলু জামে মসজিদের মুতাওয়াল্লী জনাব আব্দুস সালাম, চন্ডিটিয়র গ্রামের জনাব আব্দুল কুদ্দুস, ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখা সভাপতি (ভারপ্রাপ্ত) সুহাইল আহমদ ইয়াহ্ইয়া, জামিয়া রাহিমিয়ার শিক্ষক মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা শিব্বীর আহমদ, মাওলানা আলমগীর হোসাইন, হাফিজ মাওলানা শাহেদ আলম, মুনিরুল হাসান নাসিম, হাম্মাদ আহমদ, মনজুরুল হাসান আবির, মাহদী হাসান আরিব, সুলাইমান হাসান লাবিব প্রমূখ।

আল্লাহ তা’আলা আর-রাহীম ফাউন্ডেশন-এর এই প্রচেষ্টা, দান ও মেহনতকে কবুল করুন। সংশ্লিষ্ট সকলের কবরবাসীকে জান্নাতুল ফেরদাউস দান করুন। দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন এবং ভবিষ্যতে এরকম মহৎ কাজ আরো বেশি বেশি করার তাওফীক দান করুন। আমীন।