সিলেটবুধবার , ১৯ মার্চ ২০২৫
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়

চলেগলেন আধ্যাত্মিক রাহবার শাহতলীর পীরছাহেব

Ruhul Amin
মার্চ ১৯, ২০২৫ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

দেশের প্রবীণ বুজুর্গ আলেম আলহাজ্ব হজরত মাওলানা আবুল বাশার পীরছাহেব শাহতলী
আমাদের মাঝে আর নেই।
তিনি আজ বুধবার ১৮ রমজান (১৯ মার্চ) বিকেল ৫-৪৫ মি: সময় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্নাইলাইহি রাজিউন।
কাল বৃহস্পতিবার (বাদ যুহর) বেলা ২ ঘটিকায়
চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী শাহতলীর হামানকর্দি গ্রামে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি, উপমহাদেশের শ্রেষ্টতম বুজুর্গ আমার শায়েখ ও মুর্শিদ শাহতলী রহ: ছিলেন আল্লামা আব্দুল হাফিজ মক্কী রহ: এবং চরমোনাই মরহুম পীর সৈয়দ ইসহাক রহ: এর প্রধান খলিফা ছিলেন।

সংক্ষিপ্ত পরিচিতি:
মাওলানা আবুল বাশার পীরছাহেব শাহতলী দেশের প্রবীণ বুজুর্গ আলেম। তিনি শাহতলীর পীর নামে সমধিক পরিচিত। বর্তমান সময়ে তার সমবয়সী আলেম নেই বললেই চলে। তিনি চরমোনাইয়ের মরহুম (প্রথম) পীর মাওলানা শাহ সৈয়দ ইসহাক (রহ.)-এর খলিফা। এ ছাড়া দেওবন্দি সিলসিলার প্রখ্যাত বুজুর্গ শায়খুল হাদিস মাওলানা যাকারিয়া (রহ.)-এর খলিফা মাওলানা আব্দুল হাফিজ মাক্কী (রহ.)-এর কাছ থেকেও খেলাফতপ্রাপ্ত হন। তার ইন্তেকালের পরে আমিরুল হিন্দ সাইয়্যিদ আরশাদ মাদানির সঙ্গে ইসলাহি সম্পর্ক কায়েম করেন। অপরদিকে পাকিস্তানের বিখ্যাত আলেম মাওলানা শেখ ইদ্রিস জিলানী (রহ.)-এর কাছ থেকে ইজাজত তথা খেলাফতপ্রাপ্ত হন।

পীরে তরিকত মাওলানা আবুল বাশার অর্ধশতাব্দীরও বেশি সময় সক্রিয় ভূমিকায় থেকে আধ্যাত্মিক ময়দানে কাজ করে যান।
এ যাবৎ তিনি অর্ধশত জনকে খেলাফত দিয়েছেন। দেশ-বিদেশে তার কয়েক লাখ মুরিদ রয়েছেন। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, গাজীপুর, সিলেট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনায় মসজিদ-মাদ্রাসা এবং খানকা প্রতিষ্ঠার মাধ্যমে দ্বীনি কার্যক্রমের সঙ্গে অন্তত লক্ষাধিক মুরিদ ও ভক্ত রয়েছে।

ফরিদপুর জেলার নড়িয়া উপজেলার ভুমখাড়া গ্রামে তার পৈতৃক নিবাস। পরবর্তী সময়ে তিনি চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী শাহতলী গ্রামে বসতি স্থাপন করেন। পিতা আব্দুল কাদের (রহ.), মাতা সৈয়দা হালিমা খাতুন। বর্তমানে তিনি (ঢাকার-১২১৫) তেজগাঁও শিল্প এলাকার ২২৮/সি পূর্ব নাখালপড়ায় নিজস্ব বাসায় ‘খানকায়ে শায়খ জাকারিয়া’তে বসবাস করেন। এ ছাড়া গাজীপুরের রাজেন্দ্রপুরে খানকায়ে বাশারিয়া, খানকায়ে ইমদাদিয়া কাওলার (দক্ষিণখান, ঢাকা), চাঁদপুর, চট্টগ্রামেও তিনি মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন।

প্রচারবিমুখ এই আধ্যাত্মিক সাধকের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ১৯৩৭ সালের ২৫ ফেব্রুয়ারি জন্ম। সার্টিফিকেট অনুযায়ী বর্তমানে তার বয়স প্রায় ৮০ হলেও প্রকৃতপক্ষে বয়স আরও বেশি। শতবর্ষী এই বুযুর্গ আলেম নিজের জীবন সম্পর্কে শাহতলীর হজরত বলেন, ‘শরীয়তপুরের নড়িয়া উপজেলার অন্তর্গত ভূমখাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। উজানীর হজরত (কারি ইবরাহিম রহ.) সফরে গেলে তার পিতা ও বড় চাচা কারি মো. হানিফকে উজানী মাদ্রাসায় ভর্তি করান। লেখাপড়া শেষে কচুয়া বাজারে ২ জনকে ২টি দোকান করে দিলে প্রতি শনি ও মঙ্গলবার ক্বারী (ইবরাহিম) সাহেব (রহ.) বসতেন। ক্বারী সাহেব তাঁকে কোলে করে পাঁচ পুকুড়িয়া (উজানী) নিয়ে যেতেন। চরমোনাইর (হজরত ইসহাক রহ.) হুজুরের নির্দেশে তরিকার খেদমতের জন্য শাহতলীতে বাড়ি, মাদ্রাসা ও খানকা নির্মাণ করি। শরীয়তপুর জেলার খাটহুগলী গ্রাম আমার নানা বাড়ি।’
পীর সাহেব শাহতলীর নানার নাম সৈয়দ রজব আলী, দাদার নাম তমিজ উদ্দিন ঢালী। দুই ভাই এক বোনের মধ্যে তিনি বড়।

শাহতলী থেকে ৩ মাইল দূরে শ্রীপুর মজুমদার বাড়ি নিবাসী আব্দুস সামাদ মজুমদারের সর্ব কনিষ্ঠ কন্যা সৈয়দা মুহসিনা খাতুনের সঙ্গে তিনি পরিণয় সূত্রে আবদ্ধ হন। তিনি ৬ ছেলে ৫ মেয়ের জনক।

পীর সাহেব শাহতলী শৈশবেই পিতা-মাতাকে হারান। পরে চাচার মাধ্যমে তিনি শাহতলী আলিয়ায় ভর্তি হন। তখন ছোট্ট বালক আবুল বাশারে লজিং হয় শাহতলী আলিয়ার শিক্ষক কারি মাওলানা ইমাম উদ্দিনের ঘরে। তিনি নিঃসন্তান ছিলেন। পিতা-মাতাহীন শিশু আবুল বাশারকে লালন-পালন করে মানুষ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান হলো কারি ইমাম উদ্দিন ও তদীয় স্ত্রী আছিয়া খাতুনের। তারা তাকে নিজ সন্তানের মতো লালন-পালন করেন। পরবর্তী সময়ে তাদের সমুদয় সম্পত্তি পালকপুত্র আবুল বাশার (পীর সাহেব শাহতলী)-এর নামে লিখে দিয়ে যান। এমনকি পীর সাহেবের ১১ সন্তানকেও লালন-পালন করেন আছিয়া খাতুন।

কচুয়া থানার উজানী মাদ্রাসায় শিক্ষাজীবনের হাতেখড়ি, পরে মনপুরা আলিয়া মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষালাভের পর শাহতলী ও ঢাকা আলিয়া থেকে ফাজেল ও কামেল পাস করেন। শাহতলী আলিয়ার পরে চাঁদপুর চিশতিয়া কলেজে ১ বছর অধ্যয়ন করেন। এরপর ঢাকা আলিয়ায় ভর্তি হয়ে ফিকাহ শাস্ত্র নিয়ে পড়াশোনা শেষ করেন।

ঢাকা আলিয়ায় পড়াশোনা শেষে স্বীয় মুর্শিদ শাহ সৈয়দ ইসহাক (রহ.)-এর পরামর্শে ভারতের বিখ্যাত মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ গমন করেন। সেখানে আরেক বছর দাওরায়ে হাদিসে পড়াশোনা করেন। হজরতের ভাষ্যমতে, দেওবন্দে তিনি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি (রহ.)-এর কাছে হাদিস পড়েছেন। তখনকার মুহতামিম ছিলেন কারি তৈয়ব (রহ.)। পীর সাহেব শাহতলী ছাত্র হিসেবে অত্যন্ত মেধাবী ছিলেন। জীবনে কোনো পরীক্ষায় অকৃতকার্য হননি।

পীর সাহেব শাহতলী দীর্ঘ কর্মময় জীবনের অধিকারী। অনেক ঘটনার সাক্ষী। ১৯৮০ সালের মার্চ মাসে দারুল উলুম দেওবন্দের শতবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়। পীর সাহেব শাহতলী মাওলানা আব্দুল করিম, শায়খে কৌড়িয়ার লিখিত পত্র নিয়ে মাওলানা শামছুদ্দীন কাসেমি (রহ.)-এর সঙ্গে তখন ভারত সফর করেন। কর্মজীবনে তিনি চরমোনাইয়ের মরহুম পীর মাওলানা সৈয়দ ইসহাক (রহ.)-এর পৃষ্ঠপোষকতায় প্রকাশিত মাসিক জেহাদে ইসলামের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পত্রিকাটি ৪-৫ বছর নিয়মিত প্রকাশিত হয়।

জীবনের লম্বা একটা সময় তিনি রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন। উপমহাদেশের শীর্ষ উলামা-মাশায়েখদের নেতৃত্বে পরিচালিত সংগঠন জমিয়তে উলামায়ে ইসলামে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। জমিয়তের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মাসিক মদীনা সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খান (রহ.) আমার অত্যন্ত প্রিয় বন্ধু ছিলেন। তিনি আমাকে খুব মহব্বত করতেন। তিনিই আমাকে জমিয়তের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করেন।’

১৯৮৮ সালের ২৮ মার্চ মিরপুরের আরজাবাদ মাদ্রাসায় অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিলে মাওলানা আব্দুল করিম শায়খে কৌড়িয়া (রহ.) সভাপতি এবং মাওলানা শামছুদ্দীন কাসেমি (রহ.) মহাসচিব নির্বাচিত হন। ওই কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হন পীর সাহেব শাহতলী। এরপর আরও কয়েকবার তিনি একই দায়িত্ব পালন করেন। ২০০০ সালের কাউন্সিলে শাহতলীর পীর সাহেবকে জমিয়তের পৃষ্ঠপোষক বানানো হয়।

নব্বইয়ের দশকে তিনি দ্বীনি সফরে লন্ডনে যান। সেখানেও ইউরোপ জমিয়তের বিভিন্ন প্রোগ্রামে দাওয়াতি মেহমান হয়ে অংশগ্রহণ করেন। এসব প্রোগ্রামে ফেদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানি (রহ.) ও শাগরিদে মাদানি মাওলানা নূর উদ্দীন গহরপুরী (রহ.) উপস্থিত ছিলেন। তাওবার রাজনীতি জনক মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.)-এর সঙ্গে ১৯৮২ সালে ইরান-ইরাক সফর করেন এবং ইমাম খোমেনি ও সাদ্দাম হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে ইরান-ইরাক যুদ্ধ বন্ধের চেষ্টা করেন। এই সফরে শায়খুল হাদিস মাওলানা আজিজুল হক (রহ.), মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ (রহ.), মুফতি ফজলুল হক আমিনী (রহ.) প্রমুখ আলেম সফরসঙ্গী ছিলেন।

শাহতলীর পীর মাওলানা আবুল বাশার সাধারণ মানুষের মধ্যে দ্বীনের প্রচার করতে আজ থেকে প্রায় ৩৫ বছর আগে শাহতলী আলিয়া মাদ্রাসা মাঠে প্রথমে ইসলাহি মাহফিলের সূচনা করেন। ২/৩ বছর আলিয়া মাদ্রাসা মাঠে মাহফিল হওয়ার পর থেকে বর্তমান স্থানে (হামানকর্দি) প্রতি বছর ১৩, ১৪ ও ১৫ ফেব্রুয়ারিতে ওই মাহফিল হয়ে আসছে। একাধারে নিয়ম করে কোনো মাহফিলের এমন ধারাবাহিকতা বেশ বিরল। ২০১৭ সালে ইন্তেকালের আগে বাংলাদেশ সফর করেন হজরত আব্দুল হাফিজ মক্কী (রহ.)। তখন হেলিকপ্টারযোগে তাকে শাহতলীর মাহফিলে নেওয়া হয়। এর আগে ঢাকায় ৭ দিনব্যাপী মাহফিল করতেন তিনি। তিনি বেশি কিছু দ্বীনি ও সামাজিক সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনা করেছেন। তন্মধ্যে নিবন্ধিত সংগঠন ইছলাহুল মুসলিমীন বাংলাদেশ অন্যতম। তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেগেছেন।

ছোট বয়সে তিনি হযরত কারী ইরাহিম সাহেব কে সরাসরি দেখার সৌভাগ্য অর্জন করেন। চাঁদপুর কচুয়া খানার সংলগ্ন ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া মাদ্রাসায় সর্বপ্রথম শিক্ষা সূচনা করেন। পরে একই থানায় মনপুরা আলিয়া মাদ্রাসায় প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষালাভকরেন।
তারপর শাহতলীর প্রাচীনতম কামিল মাদ্রাসায় ভর্তি হন। এবং এখানেই দীর্ঘদিন শিক্ষা অর্জন করে ফাজিল শাহতলী আলিয়ার পরে চাঁদপুর চিশতিয়া কলেজে ১ বছর অধ্যয়ন করেন। পরবর্তীতে ফিকাহ করে অর্থাৎ উচ্চতর শিক্ষা লাভের উদ্দেশ্য বাংলাদেশের প্রসিদ্ধ ঢাকা আলিয়া মাদ্রাসায় চলে আসেন। এবং বাড়ীতে থেকে কামিল পাশ করেন। বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে মেধা তালিকায় এক নম্বর স্থান অর্জন করেন।

এছাড়া দেওবন্দী সিলসিলার প্রখ্যাত বুযুর্গ শায়খুল হাদীস মাওলানা আকারিয়া (রহ.) এব আজাল্লে খলিফা মাওলানা শায়খ আব্দুল হাফিজ মাক্কী (রহ) এর নিকট হতে ২০১২ সালে এয়ারপোর্ট বাবুস সালাম মাদ্রাসায় প্রায় দুই শত উলামায়ে কেরামের উপস্থিতিতে বিশেষ ভাবে খেলাফত প্রাপ্ত মোন। শায়খ মক্কী ভরা মজলিসে তার মাথায় সাদা পাগড়ি বেঁধে দেন যেমনটা শায়খ জাকারিয়া তার সাথে করেছিলেন। অপরদিকে পাকিস্নানের বিখ্যাত আলেম মাওলানা শেখ ইদ্রিস জিলানী (রহ) থেকেও ইয়াযত তথা খেলাফত প্রাপ্ত হন। শায়খ মকী সাহেবের ইন্তেকালের পর নারুল উলুম দেওবন্দের সদরুণা আমিরুল হিন্দ মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানী সাহেবের সাথেও ইসলাহী সম্পর্ক
কায়েম করেন।। বায়াতের পদ্ধতি। তিনি বায়াত করানোর সময় শায় সৈয়দ ইসহাক সাহেব ও শায়খ আব্দুল হাফিজ মন্ত্রী (রহ.) এর পক্ষ থেকে উত্তর সিলসিলার বায়াত করাতেন।

লিখনী ও ভাষাগত দক্ষতা:
পীর সাহেব শাহতলী বাংলা ভাষা ও বাংলা সাহিত্যের উপর অতান্ত পারদর্শী ছিলেন। বাংলা ভাষার পাশাপাশি বিশুদ্ধ আরবি, উর্দু, আদিও ইংরেজি সহ বিভিন্ন ভাষাতেও রয়েছে তার সমান দক্ষতা ছিলো।
সুন্দর হস্তলিপিতে খুব পারদর্শী। এটি ছিল তার বিশেষ একটি গুণ।

সব ক্লাসেই প্রথম স্থান অর্জন করতেন। ছাত্র জামানা থেকেই খুব মোয়াদ্দাব প্রকৃতির ছিলেন। এর পরবর্তীতে উচ্চতর শিক্ষা ও গবেষণার জন্য দারুল উলুম দেওবন্দ চলে যান। সেখান থেকে হাদিসের দরস গ্রহণ করেন। হযরতের ভাষ্যমতে দেওবন্দের মুহতামিম ছিলেন মোহাম্মাদ তৈয়ব সাহেব (রহ)।
শাহতলী আলিয়ার শিক্ষকমন্ডলী:
খলিফায়ে মাদানী মাওলানা দেলোওয়ার হোসাইন যেনুয়ারী (তৎতাসীন শাহতলী আলিয়া মাদ্রাসায়
শায়খুল হাদীস পদে ছিলেন। মাওলানা আব্দুল লতিফ সাহেব (রহ.)। মাওলানা আব্দুল ওয়াহিদ সাহের (রহ) (প্রিন্সিপাল তৎকালীন শাহতলীর )
আশেকে মাদানী মাওলানা আব্দুল হাই সাহেব (রহ.) মাওলানা নুরুল ইসলাম সাহেব (রহ.) প্রমুখ। ঢাকা আলিয়ার উস্তাদদের মধ্যে ছিলেন মাওলানা যফর আহমদ উসমানী (রহ.) (তিনি ছিলেন মাওলানা আশরাফ আলী থানবীর(রহ) আপন ভাগিনা),
মুফতী আমিমুল এহসান মুজাদ্দেদী প্রমুখ।

(অসমাপ্ত)
লেখক
মাওলানা মুহাম্মদ রুহুল আমীন নগরী
খলিফা, পীরছাহেব শাহতলী র.।
মজলিশে শূরার সদস্য: জামিয়া খানকায়ে বাশারিয়া রাজেন্দ্রপুর,গাজীপুর।
০১৭১৬৪৬৮৮০০।