সিলেট ৫ই ফেব্রুয়ারি, ২০২৩ ইং | ২২শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৬
সিলেট রিপোর্ট: মহান বিজয় দিবস উপলক্ষ্যে বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে সংবর্ধনা প্রদান করে সিলেট জেলা পুলিশ। ১৮ ডিসেম্বর রোববার সকাল ১১টায় জেলা পুলিশ লাইনস্থ শহীদ এসপিএম. শামসুল হক মিলনায়তনে আয়োজিত এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের এ সংবর্ধনা প্রদান করা হয়।
সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান বিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নজরুল ইসলাম। সুনামগঞ্জের পুলিশ সুপার হারুনুর রশীদ।
এছাড়াও অনুষ্ঠানে বীর পুলিশ মুক্তিযোদ্ধারা তাদের যুদ্ধকালিন অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
পরে পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com