স্টাফ রিপোর্টার
নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাশাপাশি সিলেট নগরীর কিছু ব্যবসা-প্রতিষ্ঠান, বাসা-বাড়ি ও অধিকাংশ রাস্তা-ঘাট ডুবে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে নগরবাসী পড়েছেন চরম দুর্ভোগে। এদিকে পরিস্থিতি আরও অবনতি হলে প্রশাসনের পক্ষ থেকে উপজেলাগুলোতে প্রস্তুত রয়েছে আশ্রয়কেন্দ্র।
শুক্র ও শনিবারের ভারী বৃষ্টিতে মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে- কোথাও হাঁটু পানি, কোথাওবা কোমর সমান। এ অবস্থায় বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। নগরীর নিচু এলাকায় পানি ঢুকে রাস্তা-ঘাট তলিয়ে গেছে। এছাড়া অনেক ব্যবসা-প্রতিষ্ঠান ও বস্তীবাড়ীর ঘরে ঘরে পানি প্রবেশের খবরও পাওয়া গেছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- আগামী কয়েকদিন এ অবস্থা চলতে পারে।
এদিকে আকস্মিক অতিবৃষ্টির কারণে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে দ্রæত ও কার্যকর পদক্ষেপ নিতে জরুরি যোগাযোগের জন্য কন্ট্রোল রুম স্থাপন করেছে সিলেট সিটি কপোরেশন। বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের সচিব আশিক নূর।
অফিস আদেশের বরাত দিয়ে আশিক নূর জানান, সিটি করপোরেশনের দ্বিতীয় তলার ২০৫ নম্বর কক্ষে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এ কক্ষের দায়িত্বে রয়েছেন সিসিকের তত্ত¡াবধায়ক প্রকৌশলী আলী আকবর। তার মুঠোফোন নম্বর: ০১৭১১৯০৬৬৪৭। প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন জলাবদ্ধতা নিরসনে সার্বিক তত্ত¡াবধায়নে থাকবেন। এছাড়া সিটি করপোরেশনের সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ওয়ার্ড সচিবদের নিজেদের অধিক্ষেত্রে অবস্থান করে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে দ্রæততম সময়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্যও অফিস আদেশে নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও কানাইঘাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাস্তাঘাট প্লাবিত হয়ে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। শনিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। দুপুর সাড়ে ১২টা থেকে ভারী বর্ষণ শুরু হয়। এতে মানুষের নিত্যদিনের কর্মযজ্ঞে প্রভাব পড়েছে। ভারতের চেরাপুঞ্জিসহ বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের খবর পাওয়া গেছে। এর ফলে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে সিলেটের নিম্নাঞ্চল। গোয়াইনঘাট উপজেলার সদরের সঙ্গে অন্যান্য এলাকার যোগাযোগ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার পর্যটনকেন্দ্র জাফলং ও বিছনাকান্দি এবং কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথর পানিতে প্লাবিত হয়েছে। এসব স্থানে পর্যটকদের ভ্রমণ করতে না যাওয়াটাই ভালো বলে স্থানীয় লোকজন পরামর্শ দিয়েছেন।
স্থানীয়রা আরো জানান, টানা বর্ষণে ও উজানের ঢলে উপজেলার পূর্ব ও মধ্য জাফলং, আলীরগাঁও, পশ্চিম আলীর গাঁও, পশ্চিম জাফলং, নন্দিরগাঁও, ডৌবাড়ি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতোমধ্যে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে উপজেলার রাধানগর সড়ক। এছাড়া উপজেলা সদরের চলাচলের সড়কেও পানি উঠেছে।
গোয়াইনঘাট থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি কে.এম লিমন জানান- টানা বৃষ্টিতে গোয়াইনঘাট উপজেলায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে উপজেলার নদ-নদী ও হাওরে পানি বাড়ছে। শুক্রবার উপজেলার সারী-গোয়াইন-পিয়াইন নদীর তিন পয়েন্টের পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। তবে জাফলং ডাউকি নদীর পানি বিপদ সীমার কাছাকাছি ছিল। ডাউকির পানি বৃদ্ধির কারণে জাফলং পর্যটনকেন্দ্র ভেসে গেছে। টানা বৃষ্টিপাতের ফলে গোয়াইনঘাট- রাধানগর সড়কের কিছু অংশে পানি উঠে গেছে। এতে যান ও মানুষ চলাচল অব্যাহত থাকলেও চলাচলের জন্য বাধাগ্রস্ত হচ্ছে। ডাউকি, সারী ও পিয়াইন নদীর পানি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। যদিও এখনো নদনদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সারী-গোয়াইনঘাট ও রাধানগর-গোয়াইনঘাট সড়কে পানি উঠে গিয়ে উপজেলা সদরের সঙ্গে যানবাহন চলাচলে কিছুটা বিঘিœত হচ্ছে। পরিস্থিতি আরও অবনতি হলে মানুষের জান মাল যাতে রক্ষা পায় সেই লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫৮টি বন্যা আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার পাশাপাশি উদ্ধার কার্যক্রমের জন্য নৌকাসহ মাঝি ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে। তবে, এখনও মানুষের বাড়িঘরে পানি উঠার খবর পাওয়া যায়নি।
এদিকে উপজেলার বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাটে বৃষ্টির পানি জমে কাঁদা জলে পরিনত হচ্ছে। বিঘিœত হচ্ছে যান চলাচল। ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি জানান, যেভাবে বৃষ্টি হচ্ছে এবং পানি বাড়ছে সবজি এবং আউশ ধানের ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, উপজেলার নদ-নদীতে পানি বাড়ছে। এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নিম্মাঞ্চলের মানুষদের আগে থেকেই সতর্ক করা হচ্ছে। বন্যায় মানুষের জান মাল রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫৮টি বন্যা আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং উদ্ধার কার্যক্রমের জন্য নৌকাসহ মাঝি ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে।
কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহার বলেন, শুক্রবারের চেয়ে শনিবারের পানি কিছুটা কমেছে। নিম্নাঞ্চলে পানি থাকলেও কোনো গ্রাম বা এলাকা প্লাবিত হয়নি। উপজেলায় ৩৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। তবে এসব আশ্রয়কেন্দ্রে এখনো কারও আশ্রয় নেওয়ার প্রয়োজন পড়েনি।
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, উপজেলার দুটি বড় নদী সুরমা ও লোভাছড়ার পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে। তবে পাহাড়ি ঢলে প্রস্তুতি হিসেবে ৩৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। অবশ্য লোভাছড়ার আশপাশ এলাকার বেশিরভাগ লোকজন আশ্রয়কেন্দ্রে না গিয়ে তাদের স্বজনদের বাড়িতে চলে যাচ্ছেন। ইতোমধ্যে ৩০০ প্যাকেট শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে, এনজিও ও রেড ক্রিসেন্টের দুর্যোগকালীন উদ্ধার তৎপরতার জন্য ইউনিয়ন ভিত্তিক ৩০/৪০ জনকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডে সিলেটের তথ্যমতে, দুপুর ১২টা পর্যন্ত সুরমা, কুশিয়ারা, ধলাই, পিয়াইন ও সারি নদীসহ সবকটি নদ-নদীর পানি সমানতালে বাড়ছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, জেলার কানাইঘাটে সুরমার পানি বেড়ে হয়েছে ১১ দশমিক ৫৬ সেন্টিমিটার, বিপৎসীমা ১২ দশমিক ৭৫ সে.মি.। সিলেটে পয়েন্টে ৮ দশমিক ৯৮ সে.মি, বিপৎসীমা ১০.৮ সে.মি.।
কুশিয়ারা জকিগঞ্জের অমলসিদে ১২ দশমিক ৯৩ সেন্টিমিটার, বিপৎসীমা ১৫ দশমিক ৪০ সে.মি.। শেওলা পয়েন্টে ১০ দশমিক১৮ সে.মি., বিপৎসীমা ১৩ দশমিক ০৫ সে.মি.। ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৮ দশমিক ২৪ সে.মি., বিপৎসীমা ৯ দশমিক ৪৫ সে.মি.। শেরপুর পয়েন্টে ৭ দশমিক ১৯ সেন্টিমিটার, বিপৎসীমা ৮ দশমিক ৫৫ সে.মি.।
এছাড়া পাহাড়ি নদী কানাইঘাটের লোভাছড়ার পানি বেড়ে হয়েছে ১২ দশমিক ০৩ সে.মি, বিপৎসীমা ৮ দশমিক ৫৫ সে.মি.। জৈন্তাপুরের সারি নদী ১১ দশমিক ২৮ সে.মি., বিপৎসীমা ১২ দশমিক ৩৫ সে.মি.। জাফলং ডাউকি ১০ দশমিক ৫৮ সে.মি., বিপৎসীমা ১৩ সে.মি.। গোয়াইনঘাট সারি গোয়াইন ১১ দশমিক ২৮ সে.মি, বিপৎসীমা ১০ দশমিক ৮২ সে.মি এবং একই বিপৎসীমায় জেলার কোম্পানীগঞ্জের ইসলামপুর ধলাই নদীর পানি বেড়ে ৯ দশমিক ১০ সেন্টিমিটারে পৌঁছেছে।
আবহাওয়া অধিদপ্তর সিলেটের সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পরে শনিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১ মিলিমিটার এবং সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, পানি বৃদ্ধি পেলেও কারও পানিবন্দি অবস্থায় থাকার খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন। পাশাপাশি জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত পরিমাণে শুকনা খাবারের মজুত রাখা হয়েছে।