স্টাফ রিপোর্টার
বজ্রপাতে সিলেট বিভাগের তিন জেলায় ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটের কানাইঘাটে একজন মাঝি, সুনামগঞ্জের ধর্মাপাশায় এক বৃদ্ধা নারী ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু হয়।
কানাইঘাট : কানাইঘাট সুরমা নদীতে যাত্রিবাহী নৌকার উপরে বজ্রপাত পড়ে তাজুল ইসলাম নামে নৌকার মাঝির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে চাপনগর গ্রামের সুরমা নদীতে।
জানা যায়, উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির উত্তর লক্ষীপ্রসাদ নয়াগ্রাম গ্রামের মৃত হবিবুর রহমানের পুত্র তাজুল ইসলাম (৩৬) কানাইঘাট সুরমা নদীর খেওয়াঘাট থেকে যাত্রী নিয়ে নিজস্ব ইঞ্জিন চালিত নৌকা নিয়ে লোভাছড়া বাগান-বাগিচা ঘাটে যাচ্ছিলেন। সুরমা নদীর চাপনগর খেওয়াঘাট এলাকায় আসলে ভারি বর্ষণের সাথে হঠাৎ করে বজ্রপাত নৌকার উপর পড়লে তাজুল ইসলাম নৌকা থেকে নদীর পানিতে পড়ে তলিয়ে যান। এ সময় নৌকার যাত্রী উত্তর লক্ষীপ্রসাদ কুকুবাড়ি গ্রামের মোহাম্মদ আলী ও শামীম আহমদ নামে আরো দু’জন আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
নদীর পানিতে তলিয়ে গেলে তাজুল ইসলামকে খোঁজাখুজির একপর্যায়ে বিকেল ৩টার দিকে চাপনগর খেওয়াঘাটের অদূরে সুরমা নদীতে তাঁর নিথর দেহ ভেসে ওঠে। স্থানীয় লোকজন তাজুল ইসলামের লাশ উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাজুল ইসলাম তার নিজস্ব ইঞ্জিন চালিত নৌকার চালক হলেও দীর্ঘদিন থেকে এলাকায় ফুটবল সহ অন্যান্য খেলাধুলার সাথে জড়িত ছিলেন। ক্রীড়াঙ্গনের সাথে তার সম্পর্ক থাকায় বজ্রপাতে মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কানাইঘাটের ক্রীড়াঙ্গন সহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাজুল ইসলামের মর্মান্তিক মৃত্যুতে ক্রীড়াঙ্গনের পাশাপাশি নানা শ্রেণি-পেশার লোকজন গভীর শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিচ্ছেন।
নিহতের ছোট ভাই নজমুল ইসলাম জানান, তাজুল ইসলাম বিবাহিত, তার ৬ বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে।
এ ব্যাপারে কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান, বজ্রপাতে তাজুল ইসলাম মারা গেছেন বলে নিশ্চিত হয়েছি। তাঁর লাশ আইনী প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ধর্মপাশা : সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে আয়েশা আক্তার (৬৫) নামের এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মুগুয়ারচর গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান আয়েশা আক্তার। এসময় মেঘের প্রচÐ শব্দ হলে তিনি দ্রæত বাড়ি ফেরার পথে বজ্রপাতে মৃত্যু হয়।
ধর্মপাশা থানার ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, গোসল শেষে বাড়ি ফেরার সময় বজ্রপাতে আয়েশা আক্তার নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নবীগঞ্জ : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের রামপুর গ্রামে শৈলাগর হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। নিহতের নাম মুরশিদ মিয়া (৫১)। তিনি রামপুর গ্রামের মৃত হোছেন আলীর পুত্র।
ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বেলা দেড় টার দিকে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো তিনি শৈলাগর হাওরে মাছ ধরতে যান। আকাশে মেঘ জমে যায় এবং শুরু হয় বজ্রসহ বৃষ্টি। এসময় হাওরের মাঝখানে থাকা অবস্থায় হঠাৎ এক প্রবল বজ্রপাত ঘটে, যা মরশিদ মিয়াকে আঘাত করে।
স্থানীয় লোকজন দ্রæত ছুটে গিয়ে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ কামরুজ্জামানের নির্দেশে থানার এসআই রিপন চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। নিহতের বিষয় টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) শেখ মোঃ কামরুজ্জামান।