সিলেটসোমবার , ১৯ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ধর্মীয় স্বাধীনতাবিষয়ক মার্কিন দূত ঢাকায়

Ruhul Amin
ডিসেম্বর ১৯, ২০১৬ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:
মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ ডেভিড এন. স্যাপারস্টাইন চলতি সপ্তাহে ঢাকায় আসছেন। আমেরিকান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য জানানো হয়। এতে বলা হয়- বাংলাদেশে অবস্থানকালে রাষ্ট্রদূত স্যাপারস্টাইন সরকারের কর্মকর্তা, সুশীল সমাজ প্রতিনিধি এবং সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। দূতাবাসের বিজ্ঞপ্তিতে সফরটি কবে শুরু বা শেষ হবে তা জানানো হয়নি। তবে গত ৯ই ডিসেম্বর মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে ডেভিড স্যাপারস্টেইনের ১১ই ডিসেম্বর থেকে বাংলাদেশ ও ভারত সফর শুরু করার কথা জানানো হয়। সেখানে বলা হয়- ২২শে ডিসেম্বর তার সফরটি শেষ হবে। এ সময়ে তিনি ভারতের নয়াদিল্লি, ব্যাঙ্গালুরু, মুম্বই এবং বাংলাদেশের ঢাকা সফর করবেন। কূটনৈতিক সূত্র জানিয়েছে, আজ থেকে তার ঢাকা সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী ২ দিন তিনি ঢাকায় কাটাবেন। উল্লেখ্য, সন্ত্রাসবাদ দমন বিষয়ে আলোচনায় একটি মার্কিন প্রতিনিধি দল বর্তমানে ঢাকা সফরে রয়েছে।