ডেস্ক রিপোর্ট:
মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন বন্ধে মালয়েশিয়ার পর এবার সরব হয়েছে ইন্দোনেশিয়া। সমস্যার উৎস মিয়ানমারের পাশাপাশি ভুক্তভোগী বাংলাদেশের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করতে চায় দেশটির নেতৃত্ব। আজ ইয়াংগুনে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সূচি আয়োজিত আসিয়ান জোটের বৈঠকে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এলপি মারসুদি অংশ নিচ্ছেন। এরই মধ্যে জাকার্তার তরফে এটি নিশ্চিত করা হয়েছে। দু’দিন আগে সেখানে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী নিজেই ইয়াংগুন থেকে সরাসরি ঢাকায় আসার কথা জানান। সেগুনবাগিচার কর্মকর্তারাও ইন্দোনেশিয়ার মন্ত্রীর সফর প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেন। জানান, আজ দিনের শেষার্ধ্বে ইয়াংগুন থেকে ঢাকায় পৌঁছাবেন তিনি। আগামীকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে তার। ওই বৈঠকের এজেন্ডায় রোহিঙ্গা সমস্যার বিষয়টি প্রাধান্য পাবে বলে আশা করছে ঢাকা। সেগুনবাগিচার কর্মকর্তারা ইন্দোনেশিয়ার মন্ত্রীর আসন্ন সফরকে বার্তা বিনিময়ের (আদান-প্রদান) সুযোগ হিসেবে দেখছেন। সফর প্রস্তুতির সঙ্গে যুক্ত সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা গতকাল বিকালে মানবজমিনকে বলেন, সফরটি ‘ঝটিকা’ হলেও তাৎপর্যপূর্ণ। কারণ মিয়ানমারের স্টেট কাউন্সিলর এবং পররাষ্ট্রমন্ত্রী অং সান সূচির সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে আনুষ্ঠানিক আলোচনার পরপরই তিনি ঢাকা আসছেন। ইয়াংগুনে মিয়ানমারের নেতৃবৃন্দ ও আসিয়ান জোটভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে ইন্দোনেশিয়ার মন্ত্রীর আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠক হবে। বাংলাদেশের সঙ্গে তার কী আলোচনা হতে পারে? জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, রোহিঙ্গা নিয়ে আং সান সূচি এই প্রথম আঞ্চলিক বৈঠক করছেন। সেখানে বিস্তৃত পরিসরে সমস্যাটি নিয়ে আলোচনা হতে পারে। ইয়াংগুনে আলোচনার পর মিয়ানমার বা আসিয়ানের তরফে কোনো ‘বার্তা’ বাংলাদেশকে দিতে পারেন ইন্দোনেশিয়ার মন্ত্রী। যা ভুক্তভোগী বাংলাদেশের জন্য ইতিবাচক হতে পারে। বাংলাদেশে দীর্ঘ দিন ধরে থাকা প্রায় ৩০ হাজার রোহিঙ্গা শরণার্থী এবং ৫ লাখের বেশি অনিবন্ধিত মিয়ানমার নাগরিকের কারণে এখানে কি ধরনের সমস্যা হচ্ছে, রাখাইনের চলমান সহিংসতায় এশিয়ার বিভিন্ন দেশে তাদের ছড়িয়ে পড়ায় অঞ্চলজুড়ে অস্থিতিশীলতা সৃষ্টির যে আশঙ্কা দেখা দিয়েছে সেটি বোঝার জন্যও মন্ত্রীর একই সঙ্গে দুই দেশ সফর হতে পারে। পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের মতে, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ যে অবস্থান নিয়েছে সেটি সফরকারী মন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরার সুযোগ পাবে ঢাকা। একই সঙ্গে বাংলাদেশের তরফে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানে রোহিঙ্গা সংকট নিয়ে সিরিজ আলোচনার অনুরোধ জানানো হবে। গত দু’মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলা সহিংসতায় প্রায় শতাধিক রোহিঙ্গা নিহত হয়েছেন মর্মে খবর বেরিয়েছে। সেখানে দেশটির সেনাবাহিনী এবং রোহিঙ্গাবিরোধী উগ্রপন্থিদের বর্বরতাকে ‘গণহত্যা’ বলে আখ্যা দিয়েছে আসিয়ান জোটের সদস্য মালয়েশিয়া। রাখাইনে রোহিঙ্গা অধ্যুষিত গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়া, হত্যা-ধর্ষণের কারণে গোটা এলাকা মৃত্যুপুরিতে পরিণত হয়েছে। গত ৯ই অক্টোবর থেকে টানা ওই সহিংসতায় প্রায় ৩০ হাজার রোহিঙ্গা বাড়িঘর ছেড়ে বাস্তুচ্যুত হয়েছে। তাদের মধ্যে প্রায় ২১ হাজার সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে অস্থায়ী আশ্রয় নিয়েছে। জাতিসংঘ ও মানবাধিকার সংবেদনশীল রাষ্ট্র ও সংস্থার তরফে সেখানকার প্রতিটি ঘটনার স্বচ্ছ ও স্বাধীন তদন্তের জন্য মিয়ানমারের ওপর চাপ বাড়ছে। বাংলাদেশ এ সমস্যার একটি স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সমপ্রদায়ের সমর্থন চাইছে। উদভূত পরিস্থিতিতে আসিয়ান জোট খানিকটা তৎপর হয়েছে। এ কারণেই আজকে অনুষ্ঠেয় আসিয়ান জোটের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের দিকে চেয়ে আছে প্রতিবেশী বাংলাদেশসহ গোটা বিশ্ব।