সিলেট রিপোর্ট: ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর সেনানী শায়খুল ইসলাম সায়্যিদ হোসাইন আহমদ মাদানী (র) এর সুযোগ্য উত্তরসূরী, জমিয়তে উলামায়ে হীন্দের সভাপতি, দারুল ঊলুম দেওবন্দের বিশিষ্ট মুহাদ্দিস আওলাদে রাসূল সা: আল্লামা সৈয়দ আরশাদ মাদানী আগামী ২৪ ডিসেম্বর শনিবার (নেত্রকোণা জেলার) মোহনগঞ্জ আসছেন। ঐদিন দুপুর ১২ ঘটিকায় হেলিকপ্টার যোগে তিনি মোহনগঞ্জ অবতরণ করবেন। পরে জামিয়া কাসিমিয়া মাদ্রাসার উদ্দোগে মাইলোড়া মাঠে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বয়ান পেশ করবেন। এদিকে, আওলাদে রাসলের মোহনগঞ্জ আগমনে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। জামেয়া কাসিমিয়ার মুহতামিম ও উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সম্মিলিত উলামা পরিষদের সভাপতি মাওলানা শায়খ মুজিবুর রহমান, জামিয়া মাদানীয়া নগর চারপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা রুহুল আমীন নগরী উক্ত সম্মেলন সফল করে তোলার জন্য সর্বস্থরের তৌহিদী জনতার প্রতি আহবা জানান।