সিলেটমঙ্গলবার , ২০ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আল্লামা শফী ও বাবুনগরী বাটুলগঞ্জ আসছেন বৃহস্পতিবার

Ruhul Amin
ডিসেম্বর ২০, ২০১৬ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

কায়সান মাহমুদ আকবরি,সিলেট রিপোর্ট: আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী এক সংক্ষিপ্ত সফরে বৃহস্পতিবার সিলেটের গোলাপগঞ্জ আসছেন।  দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী চট্টগ্রামের মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী এবং হেফাজতের মহাসচিব আল্লামা হাফিজ জুনায়েদ বাবুনগরী
গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বরায়া বাটুলগঞ্জ আরাবিয়া ইসলামিয়া মাদরাসার ৩ দিনব্যাপী ২৩তম তাফসীরুল কুরআন মাহফিল ও ৬৩তম বার্ষিক জলসা উপস্থিত থাকবেন বলে জানাগেছে। বাটুলগঞ্জে ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল মূল্যবান নসিহত পেশ করবেন তারা। ২২ ডিসেম্বর বৃহস্পতিবার শুরু হযে শেষ হবে ২৪ ডিসেম্বর শনিবার মাহফিল সমাপ্ত হবে।
এতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী এছাড়াও তাফসীর পেশ করবেন জামেয়া আরাবিয়া উমেদনগর হবিগঞ্জের শায়খুল হাদীস আল্লামা শায়খ তাফাজ্জুল হক হবিগঞ্জী, সুনামগঞ্জ দরগাহপুর মাদরাসার শায়খুল হাদীস মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, শায়খুল হাদীস মাওলানা আনোয়ার হোসেন চিশতী, বিশ^নাথ জামেয়া মাদানিয়ার শায়খুল হাদীস মাওলানা ফজলুর রহমান বানিয়াচঙ্গী, দৈনিক ইনকিলাব এর সহ-সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা মুফতী মুজিবুর রহমান চট্টগ্রামী, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা জুনায়েদ আল হাবীব- ঢাকা, মাওলানা আহমদ বদর উদ্দিন খান- ঢাকা, শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী, মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী, মাওলানা আতাউল হক জালালাবাদী, মাওলানা মুরতাহিন বিল্লাহ জাসির, মাওলানা আব্দুল খালিক বাহুবলী প্রমুখ।
তাফসীরুল কুরআন মাহফিল ও বার্ষিক জলসায় সভাপতিত্ব করবেন খলীফায়ে মাদানী আল্লামা আব্দুল মুমীন শায়খে ইমামবাড়ী, আল্লামা মুকাদ্দস আলী শায়খে মুন্সীবাজারী, আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী, দরগাহ মাদরাসার শায়খুল হাদীস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী।
তাফসীরুল কুরআন মাহফিল ও বার্ষিক জলসায় যোগদান করে মাহফিলকে সফল ও সার্থক করার জন্য সর্বস্তরের তৌহিদী জনতাকে উদ্ধাত্ত আহবান জানিয়েছেন হেতিমগঞ্জ বরায়া বাটুলগঞ্জ আরাবিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ লুৎফুর রহমান। উল্লেখ্য, ২৪ ডিসেম্বর শনিবার প্রধান অতিথি শাহ আহমদ শফী মাদরাসার নতুন শিক্ষা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।allama-shofi-photo-15-12-15