সিলেটমঙ্গলবার , ২০ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সৈয়দ মোস্তফা কামালের ৩য় মৃত্যুবার্ষিকী পালন

Ruhul Amin
ডিসেম্বর ২০, ২০১৬ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: এমসি বিশ^বিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক ড. আব্দুল আহাদ বলেছেন, সৈয়দ মোস্তফা কামাল ছিলেন ইসলামী ভাব ধারার একজন শক্তিমান গবেষক। তাঁর সাহিত্যে ইসলামী চেতনার পাশাপাশি লোক সংস্কৃতির উপাদান পাওয়া যেত। যে সাহিত্য একজন মুসলমানকে খাঁটি মুমিন হিসেবে গড়ে তুলতে পারে সে সাহিত্য সাধনাই ছিল তাঁর মূল বিষয়। তাঁর শেকড় সন্ধানীমূলক সাহিত্য সাধনা বর্তমান সময়ের জন্য খুবই উপযোগী। হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারের পাশাপাশি ইসলামী চেতনায় উদ্বুদ্ধ এসব সাহিত্য আমাদেরকে বেশি করে অনুশীলন করতে হবে।
তিনি ২০ ডিসেম্বর মঙ্গলবার বাদ মাগরিব শেকড় সন্ধানী গবেষক সৈয়দ মোস্তফা কামালের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে নগরীর উপশহরস্থ আই.এল.এ ভাষা শিক্ষা কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট সংস্কৃতি কেন্দ্রের পরিচালক প্রাবন্ধিক জাহেদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সমন্বয় কর্মকর্তা শামসুল ইসলামের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন দেশ বরেণ্য সাহিত্যিক অধ্যক্ষ কবি কালাম আজাদ। বক্তব্য রাখেন সিলেট কেন্দ্রিয় মুসলিম সাহিত্য সংসদের পাঠাগার সম্পাদক কবি নাজমুল আনসারী, নবনির্বাচিত পাঠাগার সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, কবি বাছিত ইবনে হাবিব, সিলেট কেন্দ্রিয় লেখক ফোরামের সভাপতি আবু মালিহা, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি গোলজার আহমদ হেলাল, জালালাবাদ ইউনিভার্সিটি কলেজের কো-অর্ডিনেটর আব্দুশ শাকুর, দি নিউ নেশনের সিলেট প্রতিনিধি এস এ শফি, এডভোকেট জুনেদ আহমদ।
শুরুতে পবিত্র কুরাআন থেকে তেলাওয়াত করেন মাছুম আহমদ, সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন জল তরঙ্গ সম্পাদক আহমদ হোসাইন। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি সাবেক অধ্যাপক ড. আব্দুল আহাদ।