সিলেটশনিবার , ২৪ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নিউইয়র্কে জাতিসংঘের ভবনে আগুন লাগিয়ে দেব : ফিলিপাইন প্রেসিডেন্ট

Ruhul Amin
ডিসেম্বর ২৪, ২০১৬ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

downloadডেস্ক রিপোর্ট :

নিউইয়র্কে জাতিসংঘের ভবন আগুনে পুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। তিনি বলেছেন, ‘আমি যখন আমেরিকায় যাব, তখন নিউইয়র্কে জাতিসংঘের ভবনে আগুন লাগিয়ে দেব। এজন্য যে কেউ জাতিসংঘে আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারেন।’ ওই বিশ্বসংস্থাটি নিরপেক্ষ নয় বলেও মন্তব্য করেন তিনি। খবর দৈনিক পাকিস্তান উর্দুর।

শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটি পরিদর্শনের সময় তিনি এ হুমকি দেন। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশন ফিলিপাইনে মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের হত্যার বিষয়ে তদন্তের দাবি তোলার পর দুতের্তে একের পর এক সংস্থাটির সমালোচনা করে যাচ্ছেন।

জাতিসংঘ বলছে, ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে দুতের্তে দায়িত্ব নেয়ার পর থেকে এ পর্যন্ত মাদক চোরাচালানের সঙ্গে জড়িত অন্তত ছয় হাজার ব্যক্তিকে হত্যা করা হয়েছে।
দুতের্তে এক প্রতিক্রিয়ায় বলেছেন, তার দেশ জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে আসবে। একইসঙ্গে আমেরিকার সঙ্গেও সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেবে।