সিলেটসোমবার , ২৬ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আতাউর রহমান পীরের গ্রন্থ ‘রাহমাতুল্লিল আলামীন’ প্রকাশনা

Ruhul Amin
ডিসেম্বর ২৬, ২০১৬ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

a-pir-prokasona-01সিলেট রিপোর্ট :

সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. নজররুল হক চৌধুরী বলেছেন, রাহমাতুল্লিল শব্দের একটি বিশেষ মাহাত্ম্য আছে, যা শুধু মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কেই নির্দেশ করে। এ উপমহাদেশে হযরত শাহজালাল রহ.-সহ অসংখ্য পীর আউলিয়ার মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। সেই ধারাবাহিকতায় শিক্ষাবিদ আতাউর রহমান পীরও রাসুল (সা.)-এর জীবন নিয়ে ‘রাহমাতুল্লিল আলামীন’ গ্রন্থ লিখে ইসলামের বিশাল খেদমত করে চলেছেন। ইসলামের পূর্ণতা পেয়েছে রাসূল (সা.)-এর মাধ্যমেই। রাসূল (সা.)-এর জীবনীগ্রন্থ রচনার মাধ্যমে রাসূল (সা.)-এর আদর্শ জানা এবং দ্বীনকে পরিপূর্ণভাবে মেনে চলার পথ সহজ আমাদের জন্যে সহজ হয়েছে। দ্বীনকে জানার মাধ্যমেই আমরা কামিয়াবী অর্জন করতে পারবো।

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় কৈতর সিলেট ও পাণ্ডুলিপি প্রকাশন সিলেট-এর যৌথ উদ্যোগে আয়োজিত বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক সংগঠক প্রিন্সিপাল এম. আতাউর রহমান পীর প্রণীত গবেষণা গ্রন্থ ‘রাহমাতুল্লিল আলামীন’-এর প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশিষ্ট সংগঠক, গল্পকার সেলিম আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজনীতিবিদ, সমাজসেবী আ. ন. ম. শফিকুল হক, কবি অধ্যক্ষ কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গউস সুলতান, সিলেট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুহম্মদ বশিরুদ্দিন।

গল্পকার তাসলিমা খানম বীথির পরিচালনায় ও মোঃ ইমরান উদ্দিন চৌধুরীর কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাহিত্য সমালোচক কবি অধ্যাপক বাছিত ইবনে হাবীব এবং স্বাগত বক্তব্য রাখেন কৈতর সিলেট-এর পরিচালক রোটারিয়ান আব্দুল মুহিত দিদার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলী ইসমাঈল, ৭১ টিভি ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ, কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, অধ্যক্ষ ডা. এম এ জলিল চৌধুরী, এডভোকেট কয়সর আহমদ, মাসিক শাহজালাল সম্পাদক রুহুল ফারুক, অনলাইন দৈনিক সিলেট এক্সপ্রেস সম্পাদক আবদুল বাতিন ফয়সল, মাসিক আল ইসলাহ সম্পাদক আব্দুস সাদেক লিপন এডভোকেট, সিলেটের ডাকের সাহিত্য সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি, কবিসভা সিলেট-এর সভাপতি সিদ্দিক আহমদ, সমাজসেবী এ এইচ আব্দুর রহমান, নন্দিনী সিলেট-এর সাধারণ সম্পাদক হোসনে আরা কলি, কবি এখলাসুর রহমান, আমিনা শহীদ চৌধুরী মান্না, আমাদের ডাক সম্পাদক আলিম উদ্দিন আলম, ঔপন্যাসিক আলেয়া রহমান, কবি নাঈমা চৌধুরী, কবি জহির মুহাম্মদ, ব্যবসায়ী আবদুল মুনিম মল্লিক মুন্না, সাংবাদিক এমরান ফয়সল প্রমুখ। বিশেষ অতিথির বক্তব্যে রাজনীতিবিদ সমাজসেবী আ ন ম শফিকুল হক বলেন, রাসুল (সা.)-এর জীবন আলোচনার মাধ্যমে আমাদের নৈতিক মূল্যবোধ বাড়বে এবং আমরা পরস্পরের কল্যাণ সাধনে নিবেদিত হবো।
লেখক অনুভূতি প্রকাশ করতে গিয়ে অধ্যক্ষ এম আতাউর রহমান পীর বলেন, বিশ্বব্যাপী ইসলামের সার্বজনীনতা এবং রাসূল (সা.) এর মহান আদর্শ আমাকে এই জীবনী লেখতে অনুপ্রাণিত করেছে। রাসূল সাঃ এর আদর্শই পৃথিবীর সর্বকালের সকল মানুষের জন্য অনুসরণযোগ্য।