ডেস্ক রিপোর্ট:
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে বর্তমানে সেদেশে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। সোমবার বাংলাদেশ সময় ভোর ৪টায় ক্রাইস্টচার্চে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবেন টাইগাররা।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে বর্তমানে সেদেশে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। সোমবার বাংলাদেশ সময় ভোর ৪টায় ক্রাইস্টচার্চে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবেন টাইগাররা।
নিউজিল্যান্ড সফরে থাকা মুশফিকুর রহিম রবিবার তার ফেসবুক পেইজে দলের খেলোয়াড়দের একসঙ্গে নামাজ আদায়ের একটি ছবি আপলোড করেছেন। দেখা যাচ্ছে এখানে ইমামতি করছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
মুশফিক তার ছবির ক্যাপশনে লিখেছেন, আপনি কোথায় আছেন সেটি কোনো বিষয় না। সবার আগে নামাজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
এই সফরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৬, ২৯ ও ৩১ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩, ৬ ও ৮ জানুয়ারি। টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ১২ জানুয়ারি। আর দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ২০ জানুয়ারি।