সিলেটমঙ্গলবার , ২৭ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে দুর্নীতি বন্ধে ছাত্র বিক্ষোভ

Ruhul Amin
ডিসেম্বর ২৭, ২০১৬ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলন এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। ওই সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পুনরায় আন্দোলনে নামবেন তারা। তবে  বিক্ষোভ কর্মসূচি স্থগিত থাকলে ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে বলে জানাগেছে।
মঙ্গলবার সকালে আন্দোলনকারীদের নেতৃত্বে থাকা শিক্ষার্থী মঞ্জুরুল করিম পলাশ জানান, সঠিক সময়ে ফলাফল প্রকাশ, পর্যাপ্ত নিরাপত্তারক্ষী নিয়োগ, ছাত্রাবাস-কলেজের উন্নয়নসহ নানা দাবিতে সোমবার সকাল ১১টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করে বিক্ষোব্ধ শিক্ষার্থীরা। এর ফলে কলেজের রেজিস্টার মো. সেলিমসহ প্রশাসনিক কর্মকর্তারা ওই ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন।
রাত সাড়ে দশটা পর্যন্ত তারা সেখানে অবরুদ্ধ ছিলেন। পরে শিক্ষার্থীদের সাথে ঘন্টাব্যাপি আলোচনার পর দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা আন্দোলন স্থগিত করেন। প্রশাসনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কলেজ কর্তপক্ষ তাদের কাছ থেকে ফি আদায় করলেও ছাত্রাবাস-কলেজের উন্নয়ন নেই, পরিবহন সেবার নামে ফি নিলেও নেই কোন পরিবহন ব্যবস্থা। তাছাড়া ক্যাম্পাস এলাকায় পর্যাপ্ত নিরাপত্তারক্ষী না থাকায় নিরাপত্তাহীনতায় রয়েছেন তারা। ফলে বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন।