সিলেট ২৬শে জুন, ২০২২ ইং | ১২ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৬
সিলেট রিপোর্ট: জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম লালখান বাজার মাদরাসার মুহতামিম মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী।আজ (২৭ ডিসেমব্র) মঙ্গলবার দুপুর ২ টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী জামিন নিশ্চিত হওয়ার পর ফেসবুকে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তার ছেলে মুফতি হারুন ইজহার। তিনি লিখেন, ‘প্রিয় ইমানদার ভাইয়েরা! এইমাত্র আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেছেন আলহামদুলিল্লাহ।’
২০১৫ সালের ৭ আগস্ট জামিয়াতুল উলুম লালখান বাজার মাদরাসায় থেকে গ্রেফতার হন তিনি। ২০১৩ সালের ১০ জুলাই মাদরাসাটিতে আইপিএস বিষ্ফোরণের ঘটনা ঘটে। এতে মাদরাসার ২ ছাত্র নিহত ও বেশ কয়েকজন আহত হন। এঘটনার দুইবছর পর তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
একই ঘটনার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তার ছেলে মুফতি হারুন ইজহার। দীর্ঘ আড়াই বছর কারাভোগের পর চলতি বছরের জুলাইয়ে তিনি মুক্তি পান।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com