সিলেটমঙ্গলবার , ২৭ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মুফতি ইজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন

Ruhul Amin
ডিসেম্বর ২৭, ২০১৬ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম লালখান বাজার মাদরাসার মুহতামিম মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী।আজ (২৭ ডিসেমব্র) মঙ্গলবার দুপুর ২ টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী জামিন নিশ্চিত হওয়ার পর ফেসবুকে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তার ছেলে মুফতি হারুন ইজহার। তিনি লিখেন, ‘প্রিয় ইমানদার ভাইয়েরা! এইমাত্র আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেছেন আলহামদুলিল্লাহ।’
২০১৫ সালের ৭ আগস্ট জামিয়াতুল উলুম লালখান বাজার মাদরাসায় থেকে গ্রেফতার হন তিনি। ২০১৩ সালের ১০ জুলাই মাদরাসাটিতে আইপিএস বিষ্ফোরণের ঘটনা ঘটে। এতে মাদরাসার ২ ছাত্র নিহত ও বেশ কয়েকজন আহত হন। এঘটনার দুইবছর পর তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
একই ঘটনার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তার ছেলে মুফতি হারুন ইজহার। দীর্ঘ আড়াই বছর কারাভোগের পর চলতি বছরের জুলাইয়ে তিনি মুক্তি পান।