সিলেটবৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় ছাদ ধসে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু

Ruhul Amin
ডিসেম্বর ২৯, ২০১৬ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাভারের আশুলিয়ায় প্রাইমাল ফুড এ্যান্ড ডিংকস লিমিটেড নামের একটি কারখানার নির্মানাধীন ছাদ ধসে পরে তিন শ্রমিক নিহত হয়েছে। আজ আশুলিয়ার জিরাবো এলাকায় এঘটনা ঘটে। নিহতরা হলেন নির্মাণ শ্রমিক শহিদুল, জাহাঙ্গীর, ও জালাল। ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুরে ওই কারখানায় এক তলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন বেশ কয়েকজন নির্মাণ  শ্রমিক। এসময় হঠাৎ করে ওই ভবনের এক তলার ছাদ ধসে পরে। এসময়  নির্মাণ শ্রমিক জাহাঙ্গীর  (২০), জালাল  (৫০) শহিদুলের (৫৫) ছাদের নিচে আটকা পরে।  কারখানা কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ  হাসপাতালে নেওয়ার পথে জালাল ও শহিদুলের মৃত্যু হয়। জিরাবো এলাকার পল্লী মঙ্গল হাসপাতালে নেওয়ার পথে  জাহাঙ্গীর নামের আরেক শ্রমিককের মৃত্যু হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের  কর্মকর্তা আব্দুল হামিদ জানান ধ্বসে পরা নির্মানাধীন ভবনটির  রড ও সিমেন্ট খুবই নি¤œ মানের ছিলো সেজন্য এই দুর্ঘটনা ঘটতে পারে। নিহতদের মধ্যে নির্মাণ শ্রমিক জাহাঙ্গীরের  বাড়ি চাঁদপুর জেলায়। তার বাবার মুছা দর্জী। চার সন্তান ও স্ত্রীকে নিয়ে তিনি জিরাবো এলাকার সাধন কুমারের বাড়িতে ভাড়া থাকতেন। এবিষয়ে আশুলিয়া থানার (ওসি) তদন্ত  একে এম শামীম হাসান বলেন নিহত শ্রমিকদের পরিবারের সদস্যরা কেউ যদি কারখানার মালিকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তাহলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আশুলিয়া থানার এস আই মলয় বলেন, আমি একজনের মৃতদেহ পেয়েছি অন্য দুইজনের খবর  জানি না। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।