সিলেটবৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হাওর জনপদে আওলাদে রাসুল আল্লামা আরশাদ মাদানী

Ruhul Amin
ডিসেম্বর ২৯, ২০১৬ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

আবু তায়্যিবা: গত ২৪ ডিসেম্বর ২০১৬ ঈসায়ী দিনটি চির স্মরণীয় হয়ে থাকবে। এই দিনে সুনামগঞ্জ ও নেত্রকোনার সীমান্তবর্তী এলাকা ভাটির রাজধানী খ্যাত মোহনগঞ্জে শুভাগমন করেছিলেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি , আওলাদে রাসুল (সা) আল্লামা সৈয়দ আরশাদ মাদানী (মা.আ)। দুপুর সাড়ে ১২টায় মোহনগঞ্জ কলেজ মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন। এসময় মোহনগঞ্জ পৌর সভার মেয়র এডভোকেট লতিফুর রহমান রতন, মাদরাসা কমিটির সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান কাচা মিয়া, বিশিষ্ট মুরুব্বী ইউসুফ আলী, আব্দুল বারি চৌধুরী, জামিয়া কাসিমিয়ার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান, জামিয়া মাদানীয়া নগর চারপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা রুহুল আমীন নগরী সহ হাজার হাজার জনতা হযরতকে অভ্যর্থনা জানান। মোটর শোভাযাত্রাসহকারে সম্মেলন স্থলে নিয়ে যাওয়া হয়। হযরতের সাথে ছিলেন মুজাহিদে মিল্রাত আল্লামা শামসুদ্দিন কাসেমী (র) এ সুযোগ্য উত্তর সুরী জামিয়া আরজাবাদ এর নায়বে মুহতামিম জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা আনোয়ার মাহমুদ ও জনাব সালেহ আহমদ। জামিয়া কাসিমিয়া মোহনগঞ্জ এর উদ্দোগে ঐতিহাসিক মাইলোড়া মাঠে আয়োজিত সম্মেলনে লাখো জনতার উদ্দেশ্যে প্রায় পৌনে ১ ঘন্টা বয়ান পেশ করেন হযরত আরশাদ মাদানী। একই দিনে নেত্রকোনা সদরে জামিয়া হোসাইনয়া মালনী মাদরাসায় আল্লামা শাহ আহমদ শফীর আগমন ,সেখানেও লাখো জনতার পিস্থিতি। আল্লামা শফী হেলিকপ্টারে অবতরণ করলে শতশত মোটরবাইকে সাদাকালো (উক্বাব) পতাকাধারী যুবকেরা তাকে অর্ভ্যথনা জানান। অপর দিকে একই দিনে ময়মনসিংহ বিভাগীয় শহরে খানকায়ে হোসাইনিয়ায় তাশরিফ আনেন আল্লামা আরশাদ মাদানী ও আল্লামা আহমদ শফী। সব মিলিয়ে দিনটি ঐতিহাসিক।muh24