সিলেটবৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ২ দিন ব্যাপী সার্জারী বিষয়ক জাতীয় সম্মেলন শুরু

Ruhul Amin
ডিসেম্বর ২৯, ২০১৬ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!


সিলেট রিপোর্ট:
জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দুই দিন ব্যাপী সার্জারী বিষয়ক জাতীয় সম্মেলন বৃহস্পতিবার শুরু হয়েছে। সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ এর উদ্যোগে এম এ জি ওসমানী মেডিকলে কলেজে সকালে জাতীয় সম্মে।লন এর উদ্বোধন করেন বাংলাদেশের বিশিষ্ট সার্জারী বিশেষজ্ঞ প্রফেসর ডা. মির্জা মাজহারুল ইসলাম।

বৃহস্পতিবার সকালে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব প্রফেসর ডা. এ জেড এম মোস্তাক এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর সাবেক সভাপতি বিশিষ্ট সার্জারী বিশেষজ্ঞ প্রফেসর ডা. রশিদ এ মাহবুব, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ এর কেন্দ্রীয় মহাসচিব প্রফেসর ডা০হতেশামুল হক চৌধুরী দুলাল, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, বিএমএ সিলেটের সভাপতি অধ্যাপক ডা. রোকন উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের বিশিষ্ট সার্জারী বিশেষজ্ঞ প্রফেসর ডা: মির্জা মাজহারুল ইসলাম বলেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় বিপ্লব সাধিত হচ্ছে আমাদের যোগ্যতাসম্পন্ন চিকিৎসকদের হাত ধরে। আধুুুুনিক প্রযুক্তির সার্বজনীন ব্যবহারে নিউরো সার্জনরা অপারেশন ছাড়াই রোগীদের চিকিসা সেবা দিচ্ছেন। বাংলাদেশের নিউরো সার্জারী ব্যবস্থায় অগ্রগতির জন্য সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের এ আয়োজন মাইলফলক ভূমিকা পালন করবে।

মাওলানা আলী আহমদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ সিলেট এর সভাপতি ডা. ডি হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. টি এ সাইফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিভিন্ন বিষয়ের উপর বিষয়ভিত্তিক আলোচনায় নিউরো সার্জরীর উপর বক্তব্য রাখেন, প্রফেসর এ কে এম দাউদ, নয়াদিল্লীর মেডিকেল সাইন্স ইন্সটিটিউট এর সার্জরীর বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. অনুরাগ শ্রীভাস্তভ, উক্ত সেশনের চেয়ারম্যান ছিলেন এম এ মাজিদ, প্রফেসর সানোয়ার হোসেন, প্রফেসর ডা. রেজাউল করিম, প্রফেসর ডা. এবি এম জামালের প্রতিনিতিত্ব করেন প্রফেসর ডা. এবি এম জামাল।