সিলেটশুক্রবার , ৩০ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নারীর কৃতিত্ব: সিল্কে স্বর্ণাক্ষরে লিখলেন পবিত্র কোরআন

Ruhul Amin
ডিসেম্বর ৩০, ২০১৬ ১০:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সিল্কের কাপড়ে সোনা ও রুপা দিয়ে লেখা হয়েছে পবিত্র কোরআন। এক নারী কালো সিল্কের পাতায় স্বর্ণাক্ষরে কুরআন লিখে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। আজারবাইনের বাসিন্দা ওই নারী একজন চিত্রকার ও আলংকারিক পণ্যের নির্মাতা। তুনজালে মেম্মেদজাদ নামের ৩৩ বছর বয়সী এই নারীর এ কাজ প্রসংশিত হয়েছে বিশ্বজুড়ে। এই মহিলা ৫০ মিটার কাপড়ের উপর কুরআন লিখেছেন। এই কুরআন লেখায় ১৫০০ মিলিমিটার স্বর্ণ ও রুপার ব্যবহার করেছেন। স্বচ্ছ সিল্কের উপর কুরআন লেখতে তার সময় লেগেছে তিন বছর। ইতোপূর্বে কুরআন বিভিন্ন সামগ্রির উপর লেখা হয়েছে। কিন্তু কখনো সিল্ক কাপড়ে লিখা হয়নি। ওই নারী ভাষাগত শুদ্ধতার জন্য তুর্কিস প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্সের সাহায্য নিয়েছেন। কুরআন লেখার পর ওই সিল্ক কাপড়ের ১১.৪ এবং ১৩ পাতা রুপান্তরিত করেছেন। সর্বমোট ১৬৪ সিল্ক কাপড়ের পাতায় পুরো কুরআন লিখেছেন। তুনজালে মেম্মেদজাদ তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ে কলা ইতিহাস বিভাগে অধ্যয়ণরত। তিনি জানান,এ প্রকল্প শুরু আগে বিভিন্ন উপকরণে লেখা কোরআন দেখেছি। কিন্তু সিল্কের উপরে লেখা কোরআন দেখিনি। তাই আমি এই কাজে উদ্ধুদ্ধ হই।সুত্র-আমাদের সময়