সিলেটশুক্রবার , ৩০ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ইতিহাসের সর্ববৃহৎ জুমা আদায়

Ruhul Amin
ডিসেম্বর ৩০, ২০১৬ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

রুহুল আমীন নগরী,ইজতেমার ময়দান থেকে: বাংলার আধ্যাত্মিক রাজধানী খ্যাত পুন্যভূমি সিলেটে ইতিহাসের সর্ববৃহৎ জুমার নামাজের জামাত আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ১৯৮৪ সালের পরে এই প্রথম কোন বড় ধরনের জামাতে অধিক সংখ্যক মুসল্লীগন একই ইমামের পেছনে নামাজ আদায় করলেন।
দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কে পাশে লতিপুর-খিদিরপুর (ঐতিহাসিক তাবলীগী ইজতেমা মাঠ) এলাকায় গতকাল থেকে  তিনব্যাপি জেলা ইজতেমা শুরু হয়েছে। ইজতেমার ওই মাঠেই আজ জুমার নামাজ আদায় করা হয়। এতে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ মুসলমানরা জুমার নামাজ আদায় করেন। বৃহত জামাতে অংশ নিতে সকাল থেকেই দুরদুরান্ত থেকে হাজা হাজার মুসল্লী ইজতেমার মাঠেঅেবস্থান নেন। মাঠের চারপাশ,বাইপাস সড়কে নামাজ আদায়ের দৃশ্য দেখাগেছে।
শুক্রবার সকাল থেকেই ইজতেমা মাঠগামী মুসল্লিদের ঢল নামে। যে যেভাবে পারছেন ছুটছেন ইজতেমা মাঠে। পর্যাপ্ত যানবাহন না থাকায় ট্রাক-মিনি ট্রাকসহ বিভিন্ন ভাবে তারা সেখানে যান সকলের লক্ষ ইজতেমায় নামাজ আদায়। ফলেমূল প্যান্ডেল ছাড়িয়ে বাহিরেও অবস্থান নেন মুসল্লিরা।
ধারনা করা হচ্ছে, প্রায় ৭ লাখেরও বেশি মুসল্লি জুমার নামাজ আদায়ে অংশ নেন।
১-৩০ মিনিটে  জুমার নামাজ পুর্ব খোৎবা শুরু হয়। পরে আল্লাহর সন্তুষ্টি, পরকালীন মু্ক্তি ও বিশ্বশান্তি কামনায় মহান আল্লাহর দরবাবে মোনাজাত করা হয়।
উল্লেখ্যযে,
৩২ বছর পর বৃহস্পতিবার ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হয় তাবলীগ জামাতের সবচেয়ে বড় আয়োজন জেলা ইজতেমা। বিদেশি অতিথিরাও উপস্থিত রয়েছেন ইজতেমায়। শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। ১১টি খিত্তায় ডেরা টানিয়ে মুসল্লীরা অবস্থান করছেন। ইজতেমায় অংশ নিতে দু’দিন আগে পৌঁছেছেন বিদেশি মুসল্লিরাও। প্রায় ১৫ লাখ বর্গ ফুট আয়তনের বিশাল প্যান্ডেল নির্মাণসহ ইজতেমা মাঠে বিভিন্ন উপজেলা থেকে আগত মুসল্লীদের জন্য ১১ টি খিত্তা ভিত্তিক ওজু-গোসলের জন্য ১১ টি ডিপ টিউবওয়েল ও ১২টি জলাধার স্থাপন করা হয়েছে।15750196_1704123693235076_752371966_n15750130_1704123909901721_221176563_n15822754_1704120443235401_3803014494282318979_n