সিলেটসোমবার , ২ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ ও ই.আন্দোলনসহ আরো ৪ দলের সাথে প্রেসিডেন্টের সংলাপ

Ruhul Amin
জানুয়ারি ২, ২০১৭ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংলাপ হবে ১১ই জানুয়ারি। ওইদিন বিকাল ৪টায় বঙ্গভবনে সংলাপ অনুষ্ঠিত হবে। এদিকে আলোচনার জন্য চতুর্থ পর্যায়ে আওয়ামী লীগসহ ছয়টি রাজনৈতিক দল সোমবার বঙ্গভবনের আমন্ত্রণ পেয়েছে। প্রেসিডেন্টের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, ছয়টি দলকে তাদের কার্যালয়ের ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে ১১ই জানুয়ারি বিকাল ৪টায় আলোচনা করবেন প্রেসিডেন্ট। দলগুলোর কাছে নামের তালিকা চাওয়া হয়েছে। বঙ্গভবন সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ চতুর্থ পর্যায়ে ৮ই জানুয়ারি গণতন্ত্রী পার্টি ও গণফোরাম, ৯ই জানুয়ারি বাসদ, জাসদ (আম্বিয়া) ও ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনা করবেন। গত ১৮ই ডিসেম্বর সংসদের বাইরে থাকা বিএনপির সঙ্গে আলোচনা শুরুর মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপ্রধানের এই সংলাপ শুরু হয়।