সিলেটমঙ্গলবার , ৩ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দেওবন্দের নতুন শায়খে সানী আল্লামা কমরুদ্দীন

Ruhul Amin
জানুয়ারি ৩, ২০১৭ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ নাজমুল ইসলাম,দেওবন্দ প্রতিনিধি,সিলেট রিপোর্ট ::বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ (ভারত)এর  ‘শায়েখে সানি’র পদে নিযোগ প্রদান করা হয়েছে । বিশ্ববরণ্য আলেমে দ্বীন, বিদগ্ধ হাদিস বিশারদ আল্লামা আবদুল হক আজমীর ইন্তেকালে এ পদ শুন্যহয়। আল্লামা আজমীর  ইন্তেকালের পর বিষয়টি আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়। ছাত্র-শিক্ষক সবার মাঝেই চলছিলো নানা জল্পনা-কল্পনা৷ এ নিয়ে সিনিয়র মুহাদ্দিস ও শিক্ষকদের নিয়ে বৈঠকও অনুষ্ঠিত হয়৷ অবশেষে গতকাল (২ জানুয়ারী) বাদ মাগরিব দারুল উলুমের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানি তিরমিজি শরীফের দরস শেষে ঘোষণা দেন ‘কাল থেকে বুখারী শরীফ ২য় খণ্ডের দরস দেবেন আল্লামা কমরুদ্দীন গৌরকপুরী।’
আল্লামা কমরুদ্দীন:
আল্লামা কমরুদ্দীন দেওবন্দের প্রবীণ উস্তাদদের একজন৷ তিনি প্রায় ৪০ বৎসর যাবত মুসলিম শরিফ ১ম খণ্ডের দরস দিয়ে আসছিলেন৷ তিনি দারুল উলুম দেওবন্দের সাবেক সদরুল মুদাররিসিন আল্লামা ইব্রাহীম বলিয়াভী রহ. এর বিশেষ শাগরেদ এবং আল্লামা মাসিহুল্লাহ খাঁন জালালাবাদী রহ. ও হজরত শায়খে ফুলপুরী রহ. এর খলিফা৷
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর রাতে দেওবন্দের শায়েখে সানি, প্রবীন উস্তাদ আল্লামা আবদুল হক আজমি ইন্তেকাল করেন। ১ জানুয়ারি মাকবারায়ে কাসেমিতে তাকে দাফন করা হয়।