সিলেটমঙ্গলবার , ৩ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভূমিকম্পে জামিয়া দারুল কুরআন ও নেহার মার্কেট হেলে পড়ার গুজব

Ruhul Amin
জানুয়ারি ৩, ২০১৭ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: ভূমিকম্পে শহরতলীর জামিয়া দারুল কুরআন সিলেটের বিল্ডিং হেলে পড়ার গুজব সৃষ্টি হয়েছে। ফেসবুকে কয়েকজনের এমন মন্তব্যে প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতংক বিরাজ করছে। এব্যাপারে জানতে চাইলে জামিয়ার প্রিন্সিপাল মাওলানা শাহীনুর পাশা চৌধুরী ফোন রিসিভ করেননি। তবে এব্যাপারে সাবেক এমপি শাহীনুর পাশা চৌধুরী তার ফেসবুকে ট্যাটাস দিয়েছেন। তিনি উল্লেখ করেন :  জামিয়া দারুল কুরআন সিলেট এর একাডেমিক ভবনের ৫ম তলার গার্ড ওয়ালের অসমাপ্ত ৫ ফুট জায়গা এতে ধ্বসে পড়ে। পার্শ্বের কলোনীতে ধ্বংসাবশেষ গিয়ে পড়লে কলোনী ক্ষতিগ্রস্ত হয়। উল্লেখ্য কলোনিতে আজ ভাড়াটিয়া উঠার কথা ছিল। রুমগুলো খালী থাকায় প্রাণহানী থেকে আল্লাহ আমাদেরে হেফাজত করেছে।”

এব্যাপারে সিলেট রিপোর্ট-এর জামিয়ার ক্যাম্পাস প্রতিনিধি আল আমিন সাদিক জানান, ‘ছাদের উপরের একটি গাড়োয়ালে ফাটল দেখা দিয়েছে। তবে বিল্ডিংযের কোন ক্ষতি হয়নি।’
এদিকে, নগরীর পূর্ব জিন্দাবাজারের নেহার মার্কেট ভূমিকম্পের পরপরই ভবনটি পশ্চিম দিকে হেলে পড়েছে বলে গুজব সৃষ্টি হলে আতংকিত হয়ে অনেকটা অপ্রস্তুতভাবেই রাস্তায় বেরিয়ে পড়েন মার্কেটে অবস্থানরতরা। তাছাড়া সামনের সড়কে উৎসুক জনতাও ভীড় করেন।
আজ মঙ্গলবার বিকেল ৩টা ৭ মিনিটের দিকে দুই দফায় অনুভূত হওয়া ভূমিকম্পের স্থায়ীত্ব ছিলো বেশ কয়েক সেকেন্ড। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার লনতারাইয়ের দক্ষিণ মাছমারা এলাকায়।
ভূমিকম্পের কম্পন থামার পর পথচারীদের মধ্যে থেকে গুজব রটে নেহার মার্কেট পশ্চিম দিকের ওয়াহিদ ভিউয়ের সাথে হেলে পড়েছে। তখন মার্কেটে অবস্থানরতরাও দ্রুত নীচে নেমে যান। তবে পর্যবেক্ষণের পর হেলে পড়ার ঘটনাটি সম্পূর্ণই ভিত্তিহীন বলে জানা যায়।
সিলেট জেলার বিভিন্ন উপজেলা গুলোতেও ভুমিকম্পের খবর পাওয়া গেলেও এখনো হতাহতের কোন খবর পাওয়া যায়নি।