সিলেটশনিবার , ৭ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আমাদেরকে রোটারির আদর্শে আদর্শিত হলে দেশ এগিয়ে যাবে: সিলেটে মন্ত্রী মোজাম্মেল

Ruhul Amin
জানুয়ারি ৭, ২০১৭ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

77818স্টাফ রিপোর্টার

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। সেই একই উদ্দেশ্য নিয়ে রোটারিয়ানরা কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সমাজসেবী সংগঠনের মধ্যে পৃথিবীর সবচেয়ে সেরা সংগঠন হচ্ছে রোটারি। শত বছর ধরে এই কাজটি করে যাচ্ছে রোটারিয়ানরা। আমাদেরকে রোটারির আদর্শে আদর্শিত হলে দেশ এগিয়ে যাবে। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে রোটারিও তেমনি এগিয়ে যাচ্ছে।’
সিলেটে দুই দিনব্যাপী রোটারী আন্তর্জাতিক ৪র্থ জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে শুক্রবার সকালে নগরীর একটি কনভেনশন সেন্টারে জাতীয় পতাকা ও রোটারি পতাকা উত্তোলন, শোভাযাত্রা, বেলুন, কবুতর উড়ানোর মাধ্যমে জেলা সম্মেলন সিলেটে শুরু হয়।
সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন রোটারি জেলা ৩২৮২-এর জেলা গভর্নর রোটারিয়ান শহীদ আহমদ চৌধুরী। রোটারিয়ান এডভোকেট আজিমুদ্দীনের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টেরর বিশেষ প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন দিল্লী থেকে আগত রোটারিয়ান রমেশ চন্দর, শান্তি ও দ্বন্ধ নিরসন শীর্ষক আলোচ্য বিষয়ের উপর মূলবক্তব্য রাখেন জাতিসংঘ বাংলাদেশ মিশনের সদ্য বিদায়ী স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন, শিক্ষার মান উন্নয়নে চ্যালেঞ্জ ও প্রতিকার বিষয়ে মূল বক্তব্য রাখেন সাবেক তত্ত্বাবধায় সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক রোটারিয়ান নীরেশ চন্দ্র দাশ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিডিজি রোটারিয়ান মোহাম্মদ আব্দুল আউয়াল, পিডিজি রোটারিয়ান আব্দুল আহাদ পিএইচএফবিএমডি, পিডিজি রোটারিয়ান ড. মীর আনিসুজ্জামান পিএইচএফবিএমডি, পিডিজি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. আব্দুল লতিফ, আইডিজি রোটারিয়ান এবিএম ওয়াদুদ উল্লাহ পিএইচএফ, রোটারিয়ান প্রফেসর মো. তাইয়ুব চৌধুরী এমপিএইচএফ,বি,পিএইচএস, পিএইচএফ, ডিজিএন রোটারিয়ান দিল নাশিন মোহসেন পিএইচএফ। বিভিন্ন ক্লাব সদস্যদের পরিচয় করিয়ে দেন ডিস্টিক্ট ট্রেইনার পিডিজি রোটারিয়ান ড. মঞ্জুরুল হক চৌধুরী। মৃত্যুবরণকারী ক্লাব সদস্যদের নাম উপস্থাপন করেন রোটারিয়ান পিডিজি ডা. মীর আনিসুজ্জামান। জেলার বিভিন্ন সাফল্য ও ভবিষ্যত পরিকল্পনা প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন ডিস্ট্রিক এক্সিকিউটিভ সেক্রেটারি রোটারিয়ান আহমেদ রেজাউল করিম জুবায়ের পিএইচএফ। অনুষ্ঠানে রোটারি প্রত্যয় পাঠ করেন রোটারিয়ান পি.পি. কেরামাতুল আজিম। দ্বিতীয় অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন পিডিজি রোটারিয়ান এম আমিনুজ্জামান ভুইয়া। প্রধান অতিথির পরিচয় তুলে ধরেন পিডিজি রোটারিয়ান এম এ আহাদ, ধন্যবাদ বক্তব্য রাখেন রোটারিয়ান ডা. তৈয়ব চৌধুরী। অনুষ্ঠান উপস্থাপনা করেন রোটারিয়ান রুমেল এম এস রহমান পীর।