সিলেটশনিবার , ৭ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মোদীকে হটিয়ে জাতীয় সরকার গড়ার ডাক মমতার

Ruhul Amin
জানুয়ারি ৭, ২০১৭ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

1483769862ডেস্ক রিপোর্ট :
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে জাতীয় সরকার গড়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার কলকাতা টাউন হলে এক প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দেশ চালানোর নামে কেবল সন্ত্রাস এবং হল্লাবাজি চলছে। আমরা প্রেসিডেন্টের কাছে দেশকে বাঁচানোর আবেদন করছি।
রাজ্য সরকারকে না জানিয়ে গায়ের জোরে রাজ্যে সিআরপিএফ নামিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রেসিডেন্ট শাসন জারি হোক।
রাজনৈতিক বিভেদ ভুলে আমাদের ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে জাতীয় সরকার গঠন করা উচিত।’
মমতা বলেন, ‘মোদির পক্ষে দেশ চালানো সম্ভব নয়। দেশের মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছে। দেশ, জাতি, রাজ্যকে বাঁচাতে প্রেসিডেন্টের কাছে আবেদন
জানাব।’
তিনি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পরে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করেন। এমনকি প্রধানমন্ত্রীকে কালিদাসের সঙ্গে
তুলনা করে ‘যে ডালে তিনি বসে আছেন সেই ডালই কেটে ফেলছেন’ বলে মন্তব্য করেন।
তিনি বলেন, ‘নোট বাতিলের ফলে রাজ্যে ১.৭ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গের ৫ হাজার ৫০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি
হয়েছে। চা, পাট, গহনা ইত্যাদি শিল্পে ৮১ লাখ ৫০ হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন।’
কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে মমতা বলেন, ‘প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করা হচ্ছে। এটা একটা সাঙ্ঘাতিক খেলা।’ তিনি কটাক্ষ করে বলেন,
‘আমরা জনগণের কাজ করব না মোদির পুজো করব?’
মমতা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরিয়ে তার জায়গায় প্রস্তাবিত জাতীয় সরকারে বিজেপির সিনিয়র নেতা এল কে আদবানী, রাজনাথ সিং অথবা
অরুণ জেটলিকে বসানো হলেও কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন।