সিলেট ১৬ই মে, ২০২২ ইং | ২রা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৭
মুখতার হোসাইন, সিলেট রিপোর্ট: আগামি কাল মঙগ্লবার (১০ জানুয়ারী) সকাল ৮ ঘটিকার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পবিত্র ওমরাহ হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছেন গলমুকাপন দারুসসুন্নাহ টাইটেল মাদ্রাসাল মুহতামিম, জেলা জমিয়তের সহসভাপতি শায়খুল হাদিস আল্লামা আব্দুশ শহীদ গলমুকাপনী।
২৬ জানুয়ারী তিনি স্বদেশ প্রত্যাবর্তনের করবেন বলে পারিবারিক সুত্রে জানাগেছে। তার ছেলে নয়াসড়ক জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজ মোহাম্মদ হোসাইন এবং হাফিজ ইউনুস আহমদ সফর সাথি হিসেবে থাকছেন।হযরত শায়খে গলমুকাপনি দেশে বিদেশে অবস্হানরত সকল মুহিব্বীন,মুতায়াল্লিক্বীন,শুভাকাংখিদের নিকট দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য যে, ইতিপুর্বে যে সকল ওয়াজ মাহফিল,তাফছির মাহফিল গুলি হযরতের ডায়রিভুক্ত রয়েছে, ঐ সকল মাহফিল গুলিতে প্রতিনিধিত্ব করবেন শায়খে গলমুকাপনির সুযোগ্য ছাহেবজাদা মাওঃ মুজাক্কির হোসাইন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com