সিলেটমঙ্গলবার , ১০ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নাসিরনগরে হামলা: আ.লীগ নেতা সুরুজ রিমান্ডে

Ruhul Amin
জানুয়ারি ১০, ২০১৭ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:  ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে হিন্দুদের ১৫টি মন্দির ভাঙচুর ও শতাধিক বাড়িঘরে হামলার ঘটনায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা মো. সুরুজ আলীকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের তার রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার কোর্ট ইন্সপেক্টর মো. মাহবুবুর রহমান জানান, সুরুজ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। কিন্তু কাল রিমান্ড আবেদনের উপর শুনানি হয়নি। পরে আজ দুপুরে রিমান্ড আবেদনের শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শফিকুল ইসলাম সুরুজ আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নাসিরনগরে হামলার ঘটনায় গত রবিবার সন্ধ্যায় নাসিরনগরের চাপরতলা গ্রাম থেকে সুরুজ আলীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রসরাজ দাস নামের এক যুবকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ধর্মীয় অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগ এনে নাসিরনগর সদরে হিন্দু বসতি ও মন্দিরে আগুন ও ভাঙচুর করা হয়। হামলার সঙ্গে প্রাথমিক সম্পৃক্ততা থাকার অভিযোগে চাপাইর তলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুরুজ আলীকে সাময়িক বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ।